শিরোনাম
◈ দুই দানব ব্ল্যাক হোলের খোঁজ পেল বিজ্ঞানীরা, কী ঘটছে মহাবিশ্বে? (ভিডিও) ◈ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ২য় উচ্চতর গ্রেডে আইনি ছাড় ◈ বাংলাদেশি কর্মীদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা সুবিধা চালু করেছে মালয়েশিয়া ◈ শান্তির হ্যাটট্রিক, ভুটানকে সহ‌জেই হারা‌লো বাংলাদেশের মে‌য়েরা ◈ মেট্রো স্টেশনে বসছে এটিএম ও সিআরএম বুথ ◈ ১৬ই জুলাই রাষ্ট্রীয় শোক ঘোষণা ◈ রহস্যময় নাকামোতো এখন বিশ্বের ১২তম ধনী, বিটকয়েন সম্পদ ১২৮ বিলিয়ন ডলার ◈ শাহবাগ মোড় অবরোধ করলো স্বেচ্ছাসেবক দল ◈ বিএসবির খায়রুল বাশারকে আদালত প্রাঙ্গণে ডিম নিক্ষেপ, কিল-ঘুষি ◈ গণপ্রতিরোধের মুখে শেখ হাসিনা পালাতে বাধ্য হয়েছিলেন: ভোলায় নাহিদ ইসলাম 

প্রকাশিত : ১১ জুলাই, ২০২১, ০৭:০৬ বিকাল
আপডেট : ১১ জুলাই, ২০২১, ০৭:০৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] লক্ষ্মীপুরে দুই শিক্ষককে লাঞ্ছিত, যুবলীগ নেতাকে শোকজ

জাহাঙ্গীর লিটন: [২] জেলায় দুইজন প্রধান শিক্ষককে শারিরীকভাবে লাঞ্ছিতের ঘটনায় যুবলীগ নেতা সুমন হোসেন বাদশাকে কারণ দর্শানো নোটিশ (শোকজ) করা হয়েছে। রোববার (১১ জুলাই) বিকেলে জেলা যুবলীগের সভাপতি এ কে এম সালাহ উদ্দিন টিপু ও সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল নোমান সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

[৩] সুমন হোসেন বাদশা সদর উপজেলার দালাল বাজার ইউনিয়ন যুবলীগের সভাপতি। জেলা যুবলীগ নেতাদের ভাষ্যমতে, বাদশার বিরুদ্ধে দুইজন শিক্ষককে অপমান-অপদস্থ করার অভিযোগ উঠেছে। এতে দলীয় শৃঙ্খলা ও ভাবমূর্তি ক্ষুন্ন হয়। এজন্য তাকে কারণ দর্শানো নোটিশ দেওয়া হয়েছে।

[৪] এ অপরাধে তাকে কেনও বহিস্কার করা হবে না, আগামী ২৪ ঘণ্টার মধ্যে এর জবাব দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। এলাকাবাসী ও স্থানীয় সূত্র জানাযায়, সদর উপজেলার দক্ষিণ হামছাদী ইউনিয়নের নন্দনপুর বাজারে শনিবার (১০ জুলাই) রাতে মো. আমিনের ফার্মেসীতে শিক্ষক নিজাম উদ্দিন ও আক্তার হোসেনসহ কয়েকজন বসে কথা বলছিলেন। একপর্যায়ে ফার্মেসীর মালিক তাদের সঙ্গে বাকবিতন্ডায় জড়িয়ে পড়ে। এরপর শিক্ষকরা ঘটনাস্থল ত্যাগ করেন। নিজাম উদ্দিন পাশের রায়পুর উপজেলার বামনীর কাজির দিঘীরপাড় সমাজকল্যাণ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও আক্তার হোসেন সদর উপজেলার খিলবাইছা বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক।

[৫] ফার্মেসীতে বাকবিতন্ডার জের ধরে যুবলীগ নেতা সুমন হোসেন বাদশা সহযোগী যুবলীগ-ছাত্রলীগের নেতাকর্মীদের নিয়ে নন্দনপুর বাজারে পৌঁছে শিক্ষক নিজাম উদ্দিনকে শারিরীকভাবে লাঞ্ছিত করে। এরপর বাড়িতে গিয়ে শিক্ষক আক্তার হোসেনকেও লাঞ্ছিত করা হয়। এর প্রতিবাদ করায় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শাহ আলম পাটওয়ারী ও দক্ষিণ হামছাদী ইউনিয়ন শ্রমিক লীগের আহবায়ক মোশারেফ হোসেনকে মারধর করার অভিযোগ উঠেছে। কেন্দ্রীয় যুবলীগের সদস্য মোজাম্মেল মিশু ও জেলা যুবলীগ নেতা সাখাওয়াত হোসেন আরিফ ওই দুই শিক্ষককে লাঞ্ছিতের ঘটনায় প্রতিবাদ জানিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন।

[৬] স্ট্যাটাসে অনেকেই কমেন্টস করে শিক্ষকদের লাঞ্ছিতের ঘটনায় জড়িতদের বিচারের দাবি জানিয়েছেন। জেলা যুবলীগের সভাপতি এ কে এম সালাহ উদ্দিন টিপু বলেন, শিক্ষকদের অপমান-অপদস্থ করার অভিযোগ পেয়েছি। বাদশাকে শোকজ করা হয়েছে। তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়