শিরোনাম
◈ দেওয়ানি ও ফৌজদারি আদালত সম্পূর্ণভাবে পৃথক করলো সরকার ◈ অহেতুক চাপ সৃষ্টি করতে জামায়াতের কর্মসূচি: মির্জা ফখরুল ◈ জুলাই সনদের আইনি ভিত্তি ও পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে রাজপথে সাত দল ◈ স্ত্রী আসলেই নারী কি না প্রমাণ দেবেন ম্যাখোঁ ◈ আগামী বছরের বইমেলার সময় পরিবর্তন ◈ সৌদি-পাকিস্তান প্রতিরক্ষা চুক্তি, যা জানালো ভারত ◈ সরকারি কর্মচারীদের জন্য বড় সুখবর: অবসরে বাড়ছে সুযোগ-সুবিধা, কমছে অপেক্ষাকাল ◈ আগামীকাল ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় ◈ সংবাদ সংগ্রহ করতে গিয়ে সন্ত্রাসীদের হামলায় যমুনা টিভির সাংবাদিকসহ আহত ৫ ◈ ঐকমত্য কমিশনের আলোচনায় রাজনৈতিক মতভিন্নতার শান্তিপূর্ণ সমাধান হবে: প্রেস সচিব

প্রকাশিত : ১১ জুলাই, ২০২১, ০৬:২১ বিকাল
আপডেট : ১১ জুলাই, ২০২১, ০৮:১৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শ্রমিকদের নিরাপত্তা ইস্যুকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: জেএসডি

সমীরণ রায়: [২] রোববার নারায়ণগঞ্জের রূপগঞ্জে অগ্নিকাণ্ডের ঘটনায় শোক প্রকাশ করে এক বিবৃতিতে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ছানোয়ার হোসেন তালুকদার আরও বলেন, বার বার বিভিন্ন প্রতিষ্ঠানে আগুনে দুঃখজনক হত্যাকাণ্ড সংঘটিত হওয়ায় প্রমাণিত হচ্ছে যে দেশের কারখানাগুলো কোনক্রমে নিরাপদ নয়। শ্রমিকদের নিরাপত্তার বিষয়টিকে প্রাধান্য দেওয়া হচ্ছে না।

[৩] তারা বলেন, তৈরি পোশাক শিল্পে ক্রেতাদের চাপে কমপ্লায়েন্স ইস্যু নিশ্চিত করা হলেও দেশের অন্যান্য কারখানায় তদারকির বড় অভাব। কর্মক্ষেত্র নিরাপদ হওয়া এখন গুরুত্বপূর্ণ ইস্যু। বিশ্বজুড়ে শ্রমিকদের নিরাপত্তা ইস্যুকে প্রাধান্য দেওয়া হচ্ছে। এমনকি শিশুশ্রম নিষিদ্ধ হলেও কোথাও কোথাও তা বহাল রয়েছে। এ ধরনের বিপর্যয়ের আগে নিয়মিত তদারকি করলে অনেক মূল্যবান জীবন বেঁচে যেতে পারতো।

[৪] এছাড়া তারা ৬টি প্রস্তাবনা তুলে ধরেন। এরমধ্যে রয়েছে-১. সনাতনী পদ্ধতির পরিবর্তে স্বয়ংক্রিয় আধুনিক অগ্নিনিরোধক ব্যবস্থা প্রবর্তন করতে হবে, ২. ভবনের স্পেস, লোক সংখ্যা অনুপাতে নির্গমন ব্যবস্থা নিশ্চিত করণসহ বিল্ডিং কোড অনুসরণ করে 'জীবন বান্ধব' স্থাপনা নির্মাণ করতে হবে, ৩. আধুনিক বৈদ্যুতিক ব্যবস্থা স্থাপন এবং নিয়মিত তদারকির ব্যবস্থা করতে হবে, ৪. অগ্নিনির্বাপণ বাহিনীর সক্ষমতা বৃদ্ধি করতে হবে, ৫. দেশের শিল্পকারখানা স্থাপন, পরিচালন যে এবং পরিদর্শনের সঙ্গে সম্পৃক্ত সব প্রতিষ্ঠানের কাঠামোগত সংস্কার করতে হবে, ৬. শিল্প-কারখানায় নিরাপদ কর্মপরিবেশের বিষয়টিকে সর্বোচ্চ অগ্রাধিকার প্রদান করতে হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়