শিরোনাম
◈ আদানির বিদ্যুৎ চুক্তি: ভারতীয় করপোরেট করের বোঝাও চাপানো হয়েছে বাংলাদেশের ওপর ◈ জুলাই গণঅভ্যুত্থানকারীদের মামলা প্রত্যাহার ও দায়মুক্তি দিয়ে অধ্যাদেশ জারি ◈ টি টোয়েন্টি বিশ্বকাপ বর্জন করবে কিনা, পাকিস্তান চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে আগামী সপ্তাহে ◈ চার মাসে ডাকসুর ২২৫ উদ্যোগ, ২ বছরে কাটবে ঢাবির আবাসন সংকট: সাদিক কায়েম ◈ ‘হাজার বার জয় বাংলা স্লোগান দেব’ তারেক রহমানের মঞ্চে ছাত্রদল নেতা (ভিডিও) ◈ পোস্টাল ব্যালট: চার লক্ষাধিক প্রবাসীর ভোটদান সম্পন্ন ◈ শুধু ভোট দিয়ে চলে আসলে হবে না, হিসাব কড়ায়-গন্ডায় বুঝে নিতে হবে: তারেক রহমান ◈ অবশেষে হাইকোর্টে জামিন পেলেন নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সাদ্দাম ◈ সড়ক দুর্ঘটনায় ক্ষতিপূরণ পেতে আবেদন করা যাবে অনলাইনে, যেভাবে করবেন ◈ তথ্য গোপনে ছাড় নেই, ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকত্বে ভোটের পরেও ব্যবস্থা: ইসি মাছউদ

প্রকাশিত : ১১ জুলাই, ২০২১, ০৬:২১ বিকাল
আপডেট : ১১ জুলাই, ২০২১, ০৮:১৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শ্রমিকদের নিরাপত্তা ইস্যুকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: জেএসডি

সমীরণ রায়: [২] রোববার নারায়ণগঞ্জের রূপগঞ্জে অগ্নিকাণ্ডের ঘটনায় শোক প্রকাশ করে এক বিবৃতিতে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ছানোয়ার হোসেন তালুকদার আরও বলেন, বার বার বিভিন্ন প্রতিষ্ঠানে আগুনে দুঃখজনক হত্যাকাণ্ড সংঘটিত হওয়ায় প্রমাণিত হচ্ছে যে দেশের কারখানাগুলো কোনক্রমে নিরাপদ নয়। শ্রমিকদের নিরাপত্তার বিষয়টিকে প্রাধান্য দেওয়া হচ্ছে না।

[৩] তারা বলেন, তৈরি পোশাক শিল্পে ক্রেতাদের চাপে কমপ্লায়েন্স ইস্যু নিশ্চিত করা হলেও দেশের অন্যান্য কারখানায় তদারকির বড় অভাব। কর্মক্ষেত্র নিরাপদ হওয়া এখন গুরুত্বপূর্ণ ইস্যু। বিশ্বজুড়ে শ্রমিকদের নিরাপত্তা ইস্যুকে প্রাধান্য দেওয়া হচ্ছে। এমনকি শিশুশ্রম নিষিদ্ধ হলেও কোথাও কোথাও তা বহাল রয়েছে। এ ধরনের বিপর্যয়ের আগে নিয়মিত তদারকি করলে অনেক মূল্যবান জীবন বেঁচে যেতে পারতো।

[৪] এছাড়া তারা ৬টি প্রস্তাবনা তুলে ধরেন। এরমধ্যে রয়েছে-১. সনাতনী পদ্ধতির পরিবর্তে স্বয়ংক্রিয় আধুনিক অগ্নিনিরোধক ব্যবস্থা প্রবর্তন করতে হবে, ২. ভবনের স্পেস, লোক সংখ্যা অনুপাতে নির্গমন ব্যবস্থা নিশ্চিত করণসহ বিল্ডিং কোড অনুসরণ করে 'জীবন বান্ধব' স্থাপনা নির্মাণ করতে হবে, ৩. আধুনিক বৈদ্যুতিক ব্যবস্থা স্থাপন এবং নিয়মিত তদারকির ব্যবস্থা করতে হবে, ৪. অগ্নিনির্বাপণ বাহিনীর সক্ষমতা বৃদ্ধি করতে হবে, ৫. দেশের শিল্পকারখানা স্থাপন, পরিচালন যে এবং পরিদর্শনের সঙ্গে সম্পৃক্ত সব প্রতিষ্ঠানের কাঠামোগত সংস্কার করতে হবে, ৬. শিল্প-কারখানায় নিরাপদ কর্মপরিবেশের বিষয়টিকে সর্বোচ্চ অগ্রাধিকার প্রদান করতে হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়