স্বপন দেব : [২] পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন এর ব্যক্তিগত পক্ষ থেকে ১৫ টি অক্সিজেন সিলিন্ডার মৌলভীবাজার সদর হাসপাতালে প্রদান করা হয়েছে।
[৩] রোববার (১১জুলাই) সকারে মন্ত্রীর পক্ষে সিলিন্ডার হস্তান্তর করেন মৌলভীবাজার পৌরসভার মেয়র ফজলুর রহমান ও জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আজমল হোসেন।
[৪] এসময় অক্সিজেন সিলিন্ডার গ্রহণ করেন মৌলভীবাজার সিভিল সার্জন ডা. চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদ, ও ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. বিনেন্দু ভৌমিক।
[৫] হস্তান্তরের সময় মেয়র ফজলুর রহমান বলেন মন্ত্রী আশ্বাস দিয়েছেন আগামীতে আরো অক্সিজেন সিলিন্ডার প্রদান করা হবে।