শিরোনাম
◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে

প্রকাশিত : ১১ জুলাই, ২০২১, ০৩:১৪ দুপুর
আপডেট : ১১ জুলাই, ২০২১, ০৩:৪০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মাহমুদউল্লাহর অবসরের ঘোষণায় সতীর্থদের‘গার্ড অব অনার, বিসিবি জানে না কিছুই

মাহিন সরকার : [২] হারারে টেস্টের পঞ্চম দিনে মাঠে নামার আগে সতীর্থদের কাছ থেকে গার্ড অব অনার পেলেন মাহমুদউল্লাহ

[৩] টেস্ট ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত সতীর্থদের জানিয়েছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। আজ তারা মাহমুদউল্লাহকে গার্ড অব অনার দিয়েছেন। চোখের সামনে এসব হয়ে গেলেও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানে না কিছুই। বিসিবির পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস জানান, বিসিবি এসবের কিছুই জানে না। জিম্বাবুয়েতে এমন কিছু হতে পারে সেই ধারনাও ছিল না কারো। রাইজিংবিডি

[৪] জানা গেছে, হারারে টেস্টের তৃতীয় দিনের খেলা শেষ হওয়ার পর ড্রেসিংরুমে মাহমুদউল্লাহ সতীর্থদের নিজের অবসরের কথা জানান। তবে আনুষ্ঠানিক ঘোষণা এখনও আসেনি। রোববার পঞ্চম দিন সকালে সতীর্থরা তাকে গার্ড অব অনার দিয়েছেন। ড্রেমিংরুম থেকে মাঠে প্রবেশের পথে তামিম, সাকিব, মুমিনুল, লিটনরা দুই পাশে দাঁড়িয়ে তাকে সম্মান জানান। মাহমুদউল্লাহ হাসিমুখে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

[৫] জালাল ইউনুস বলেন, আমরাও টিভিতে দেখেছি মাহমুদউল্লাহকে গার্ড অব অনার দিয়েছে। কিন্তু বিসিবি এসবের কিছুই জানে না। আমরা জিম্বাবুয়েতে খোঁজ নেব। বিসিবি প্রেসিডেন্ট আছেন, ক্রিকেট অপারেশন্স আছে। তাদের সঙ্গে কথা বলবো কিভাবে কী হলো।

[৬] এদিকে টেস্ট চলকালীন অবসরের সিদ্ধান্ত জানানো এবং গার্ড অব অনারের মতো প্রক্রিয়া চলায় ক্ষুব্ধ বিসিবির এক পরিচালক। তিনি বলেন, ধারাবাহিক সাফল্য পাচ্ছে তাদের এসব মানায়। টেস্টে আমাদের বলার মতো অর্জন নেই। [৭] দল যখন একটু ভালো করছে তখন এসব সিদ্ধান্ত তাও খেলা চলাকালীন মোটেও উচিত হয়নি। দেখেন এক সকালেই তিনটা ক্যাচ মিস। কোনো প্রভাব নেই বলতে পারবেন?

[৮] হারারে টেস্টের আগে ২০২০ সালের ফেব্রæয়ারিতে পাকিস্তানের বিপক্ষে সবশেষ টেস্ট খেলেছিলেন মাহমুদউল্লাহ। এরপর দল থেকে বাদ পড়েন। তাকে সাদা পোশাকে আর বিবেচনায় আনেনি টিম ম্যানেজমেন্ট। পাশাপাশি গত বছর লাল বলের কেন্দ্রীয় চুক্তিতেও তাকে রাখেনি বিসিবি।

[৯] ১৬ মাস পর এই ম্যাচ দিয়ে টেস্ট দলে ফেরেন মাহমুদউল্লাহ। ফিরেই বাজিমাত। দলকে খাদের কিনারা থেকে উদ্ধার করে ১৫০ রানের ঝকঝকে ইনিংস খেলেন। কিন্তু জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচটাই ক্যারিয়ারের শেষ ম্যাচ হয়ে রইল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়