শিরোনাম
◈ ‘মুজিব ভাই’ বিতর্ক: ৪২ কোটি যেভাবে ৪ হাজার কোটি টাকা হলো ◈ পাকিস্তানি জেএফ-১৭ যুদ্ধবিমানের বিশেষত্ব কী, কেন কিনতে আগ্রহী বাংলাদেশ? ◈ মোটরসাইকেল কিনলে দুটি হেলমেট ফ্রি দেওয়া বাধ্যতামূলক হচ্ছে: বিআরটিএ চেয়ারম্যান ◈ চিনি দিয়ে নকল খেজুরের রস বানিয়ে বোকা বানানো হচ্ছে ক্রেতাদের!(ভিডিও) ◈ 'মা আমাকে ছেড়ে যেও না', ডিভোর্সের পর সন্তান নিতে চাইল না কেউ, বুক ফাটা দৃশ্য ভাইরাল! (ভিডিও) ◈ ভারতের অন্য ভেন্যুতে খেলার বিষয়ে যা জানাল বিসিবি সভাপতি (ভিডিও) ◈ তারেক রহমানের নেতৃত্বেই বিনির্মিত হবে আগামীর বাংলাদেশ, মোদীর প্রত্যাশা ◈ পায়ে পাড়া দিয়ে ঝগড়া বাঁধাতে চাচ্ছে আমি ঝগড়া করবো না, উল্টোপাল্টা কথা বইলেন না : মির্জা আব্বাস ◈ আপিল শুনানির প্রথম দিনে যারা প্রার্থিতা ফিরে পেলেন ও হারালেন ◈ বাংলাদেশের অর্থনীতিতে ঘুরে দাঁড়ানোর আভাস, প্রবৃদ্ধি বাড়বে বলে পূর্বাভাস আঙ্কটাডের

প্রকাশিত : ১০ জুলাই, ২০২১, ০৩:০৯ দুপুর
আপডেট : ১০ জুলাই, ২০২১, ০৩:০৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাউজানে ন্যায্যমূল্যের দোকানে সাধারণ মানুষ কম দামে পাচ্ছে নিত্যপণ্য

শাহাদাত হোসেন:[২] করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় সরকার ঘোষিত লকডাউনে রাউজানের নোয়াজিষপুর ইউনিয়নে কর্মহীন, দিনমজুর, অসহায় দু:স্থদের মধ্যে ন্যায্য মূল্যের নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিক্রি সেবা চালু রয়েছে। এই সেবা থেকেই প্রতিদিন সাধারণ মানুষ কম দামে নিত্যপণ্য সামগ্রী পাচ্ছে।

[৩] প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে রাউজানের সাংসদ এবি এম ফজলে করিম চৌধুরী পৃষ্ঠপোষকতায় নোয়াজিষপুর ইউনিয়নের অদুদিয়া উচ্চ বিদ্যালয়ের পাশে চৌধুরী ঘাটায় এই ন্যায্যমূল্যের দোকানটি খেলেছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান এম সরোয়ার্দী সিকদার। জানা যায়, এই খাতে ভর্তুকি দেবেন সাংসদ ফজলে করিম চৌধুরীর ব্যক্তিগত তহবিল থেকে। গত ১ জুলাই থেকে এই কর্মসূচীর আওতায় চালু করা ন্যায্যমূল্যের দোকান থেকে কর্মহীন, দিনমজুর, অসহায় দু:স্থ পরিবার সদস্যরা কিনছেন নিত্যপণ্য।

[৪] শনিবার লকডাউনের দশম দিনে দেখা য়ায়, স্বাস্থ্যবিধি মেনে ন্যায্যমূল্যের দোকান থেকে নিত্যপণ্য সামগ্রী কিনছে ক্রেতারা। নোয়াজিষপুর ইউনিয়নের চেয়ারম্যান লায়ন এম সরোয়ার্দী সিকদার বলেন, আমরা সর্বোচ্চ ভর্তুকি দিয়ে সাধারণ মানুষের জন্য ন্যায্যমূল্যের দোকান চালু রেখেছি।

[৫] এখান থেকে চাল, ডাল, চিনি, পেঁয়াজ, লবণ, সয়াবিন তেল, আলুসহ ৮প্রকার নিত্যপ্রয়োজনীয় দ্রব্য পাচ্ছে সাধারণ মানুষ। প্রতি লিটার সয়াবিন তেল কিনতে পাচ্ছে ১২০ টাকা করে। অন্যান্য সামগ্রীও ২০ থেকে ৩০ টাকা প্রতিকেজিতে ভর্তুকি দেয়া হচ্ছে। যতদিন লকডাউন থাকবে ততদিন এ কার্যক্রম আমরা চালিয়ে যাব।

  • সর্বশেষ
  • জনপ্রিয়