শিরোনাম
◈ ২০২৬ সালে ভ্রমণের জন্য সেরা ২০ আন্তর্জাতিক গন্তব্য ◈ ১২ জানুয়ারি ঢাকায় আসছেন নতুন মার্কিন রাষ্ট্রদূত ◈ গণভোটের প্রচারে সরকারের উদ্যোগ: জনগণকে জানাতে সকল বিভাগে বড় আয়োজন ◈ মোস্তাফিজের শেষ ওভারের ম্যাজিকে ঢাকাকে হারিয়ে রংপুরের শ্বাসরুদ্ধকর জয় ◈ মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বৈধ প্রার্থীর সংখ্যা ১৮৪২, বাতিল ৭২৩ ◈ দক্ষিণ এশিয়ার কৌশলগত পরিবর্তনে কূটনৈতিক উদ্যোগে মার খাচ্ছে ভারত ◈ গুমের পেছনে মূলত ছিল রাজনৈতিক উদ্দেশ্য, চূড়ান্ত প্রতিবেদনে কমিশন ◈ দিল্লিতে বসে থাকা ‘বোন’ শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠান: মোদিকে আসাদুদ্দিন ওয়াইসি ◈ ভেনেজুয়েলায় মার্কিন হামলা, এবার ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া ◈ নির্বাচন সামনে রেখে দেশজুড়ে যৌথবাহিনীর অভিযান শুরু

প্রকাশিত : ১০ জুলাই, ২০২১, ০৩:০৯ দুপুর
আপডেট : ১০ জুলাই, ২০২১, ০৩:০৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাউজানে ন্যায্যমূল্যের দোকানে সাধারণ মানুষ কম দামে পাচ্ছে নিত্যপণ্য

শাহাদাত হোসেন:[২] করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় সরকার ঘোষিত লকডাউনে রাউজানের নোয়াজিষপুর ইউনিয়নে কর্মহীন, দিনমজুর, অসহায় দু:স্থদের মধ্যে ন্যায্য মূল্যের নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিক্রি সেবা চালু রয়েছে। এই সেবা থেকেই প্রতিদিন সাধারণ মানুষ কম দামে নিত্যপণ্য সামগ্রী পাচ্ছে।

[৩] প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে রাউজানের সাংসদ এবি এম ফজলে করিম চৌধুরী পৃষ্ঠপোষকতায় নোয়াজিষপুর ইউনিয়নের অদুদিয়া উচ্চ বিদ্যালয়ের পাশে চৌধুরী ঘাটায় এই ন্যায্যমূল্যের দোকানটি খেলেছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান এম সরোয়ার্দী সিকদার। জানা যায়, এই খাতে ভর্তুকি দেবেন সাংসদ ফজলে করিম চৌধুরীর ব্যক্তিগত তহবিল থেকে। গত ১ জুলাই থেকে এই কর্মসূচীর আওতায় চালু করা ন্যায্যমূল্যের দোকান থেকে কর্মহীন, দিনমজুর, অসহায় দু:স্থ পরিবার সদস্যরা কিনছেন নিত্যপণ্য।

[৪] শনিবার লকডাউনের দশম দিনে দেখা য়ায়, স্বাস্থ্যবিধি মেনে ন্যায্যমূল্যের দোকান থেকে নিত্যপণ্য সামগ্রী কিনছে ক্রেতারা। নোয়াজিষপুর ইউনিয়নের চেয়ারম্যান লায়ন এম সরোয়ার্দী সিকদার বলেন, আমরা সর্বোচ্চ ভর্তুকি দিয়ে সাধারণ মানুষের জন্য ন্যায্যমূল্যের দোকান চালু রেখেছি।

[৫] এখান থেকে চাল, ডাল, চিনি, পেঁয়াজ, লবণ, সয়াবিন তেল, আলুসহ ৮প্রকার নিত্যপ্রয়োজনীয় দ্রব্য পাচ্ছে সাধারণ মানুষ। প্রতি লিটার সয়াবিন তেল কিনতে পাচ্ছে ১২০ টাকা করে। অন্যান্য সামগ্রীও ২০ থেকে ৩০ টাকা প্রতিকেজিতে ভর্তুকি দেয়া হচ্ছে। যতদিন লকডাউন থাকবে ততদিন এ কার্যক্রম আমরা চালিয়ে যাব।

  • সর্বশেষ
  • জনপ্রিয়