শিরোনাম
◈ ভিসা নিয়ে বাংলাদেশকে বড় দুঃসংবাদ দিল অস্ট্রেলিয়া ◈ নির্বাচনী মাঠ ছাড়ছেন বিদ্রোহীরা, স্বস্তিতে বিএনপি-জোট ◈ মহাকাশ অভিযানে বড় ধাক্কা, যান্ত্রিক ত্রুটিতে ১৬ স্যাটেলাইটের নিয়ন্ত্রণ হারাল ভারত ◈ ‘তিন ভাই মিলে খুন করলেন কেন?’—মুসাব্বির হত্যা মামলায় বিস্মিত আদালত ◈ ব্রাহ্মণবাড়িয়ায় বিয়ের দাওয়াতে যাওয়া নিয়ে বাক-বিতন্ডা, সংঘর্ষে সাবেক ইউপি সদস্য নিহত ◈ ১২ ফেব্রুয়ারি পর্যন্ত দেশে সব ধরনের সংগঠনের নির্বাচন বন্ধের নির্দেশ ◈ নির্বাচনের আগে ঘুরে দাঁড়ালো অর্থনীতি, প্রশংসিত ড. ইউনূসের নেতৃত্ব ◈ তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল করে ক্ষমতায় টিকে থাকার মাস্টারপ্ল্যান ছিল: তদন্ত কমিটির প্রতিবেদনে বিচারপতি শামীম ◈ বা‌র্সেলেনার কা‌ছে শি‌রোপা হারা‌নোর পর সুপার কাপকে কম গুরুত্বপূর্ণ বললেন রিয়াল মা‌দ্রিদ কোচ ◈ প্রাক-নির্বাচনী জরিপে জামায়াতের চেয়ে ১.১% এগিয়ে বিএনপি

প্রকাশিত : ১০ জুলাই, ২০২১, ০৩:০৯ দুপুর
আপডেট : ১০ জুলাই, ২০২১, ০৩:০৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাউজানে ন্যায্যমূল্যের দোকানে সাধারণ মানুষ কম দামে পাচ্ছে নিত্যপণ্য

শাহাদাত হোসেন:[২] করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় সরকার ঘোষিত লকডাউনে রাউজানের নোয়াজিষপুর ইউনিয়নে কর্মহীন, দিনমজুর, অসহায় দু:স্থদের মধ্যে ন্যায্য মূল্যের নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিক্রি সেবা চালু রয়েছে। এই সেবা থেকেই প্রতিদিন সাধারণ মানুষ কম দামে নিত্যপণ্য সামগ্রী পাচ্ছে।

[৩] প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে রাউজানের সাংসদ এবি এম ফজলে করিম চৌধুরী পৃষ্ঠপোষকতায় নোয়াজিষপুর ইউনিয়নের অদুদিয়া উচ্চ বিদ্যালয়ের পাশে চৌধুরী ঘাটায় এই ন্যায্যমূল্যের দোকানটি খেলেছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান এম সরোয়ার্দী সিকদার। জানা যায়, এই খাতে ভর্তুকি দেবেন সাংসদ ফজলে করিম চৌধুরীর ব্যক্তিগত তহবিল থেকে। গত ১ জুলাই থেকে এই কর্মসূচীর আওতায় চালু করা ন্যায্যমূল্যের দোকান থেকে কর্মহীন, দিনমজুর, অসহায় দু:স্থ পরিবার সদস্যরা কিনছেন নিত্যপণ্য।

[৪] শনিবার লকডাউনের দশম দিনে দেখা য়ায়, স্বাস্থ্যবিধি মেনে ন্যায্যমূল্যের দোকান থেকে নিত্যপণ্য সামগ্রী কিনছে ক্রেতারা। নোয়াজিষপুর ইউনিয়নের চেয়ারম্যান লায়ন এম সরোয়ার্দী সিকদার বলেন, আমরা সর্বোচ্চ ভর্তুকি দিয়ে সাধারণ মানুষের জন্য ন্যায্যমূল্যের দোকান চালু রেখেছি।

[৫] এখান থেকে চাল, ডাল, চিনি, পেঁয়াজ, লবণ, সয়াবিন তেল, আলুসহ ৮প্রকার নিত্যপ্রয়োজনীয় দ্রব্য পাচ্ছে সাধারণ মানুষ। প্রতি লিটার সয়াবিন তেল কিনতে পাচ্ছে ১২০ টাকা করে। অন্যান্য সামগ্রীও ২০ থেকে ৩০ টাকা প্রতিকেজিতে ভর্তুকি দেয়া হচ্ছে। যতদিন লকডাউন থাকবে ততদিন এ কার্যক্রম আমরা চালিয়ে যাব।

  • সর্বশেষ
  • জনপ্রিয়