শিরোনাম
◈ এক বছ‌রে রেকর্ড আয়ের শীর্ষে রিয়াল মা‌দ্রিদ ও বা‌র্সেলোনা  ◈ সিলেট থেকে নারায়ণগঞ্জ: ১৬ ঘণ্টায় সাত জেলায় টানা জনসমাবেশ শেষে ঢাকায় ফিরলেন তারেক রহমান ◈ বকেয়া ২৬ কোটি ডলার পরিশোধ না করেই বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে সদস্যপদ ত্যাগ করলো যুক্তরাষ্ট্র ◈ কাকে ভোট দেওয়া উচিত, জানালেন শায়খ আহমাদুল্লাহ ◈ বিনিয়োগ স্থবিরতা ও রাজস্ব ঘাটতি: নতুন সরকারের সামনে বড় আর্থিক চ্যালেঞ্জ ◈ বাংলাদেশে হঠাৎ বিদ্যুৎ সরবরাহ কমাল ভারত, শীতে লোডশেডিং ও গরমে বড় সংকটের আশঙ্কা ◈ পাসপোর্ট কেড়ে নিয়ে জোরপূর্বক চুক্তি, মিয়ানমার থেকে ফেরা বাংলাদেশিদের লোমহর্ষক বর্ণনা ◈ এবারও ভোট নিয়ে ষড়যন্ত্র হচ্ছে: ব্রাহ্মণবাড়িয়ায় তারেক রহমান (ভিডিও) ◈ শুক্রবার বি‌পিএ‌লের ফাইনা‌লে চট্টগ্রাম রয়‌্যালস ও রাজশাহী ওয়া‌রিয়র্স মু‌খোমু‌খি ◈ এবার ওষুধ আমদানিতে বাংলাদেশি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করলেন আফগান ব্যবসায়ীরা!

প্রকাশিত : ১০ জুলাই, ২০২১, ০৩:০৯ দুপুর
আপডেট : ১০ জুলাই, ২০২১, ০৩:০৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাউজানে ন্যায্যমূল্যের দোকানে সাধারণ মানুষ কম দামে পাচ্ছে নিত্যপণ্য

শাহাদাত হোসেন:[২] করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় সরকার ঘোষিত লকডাউনে রাউজানের নোয়াজিষপুর ইউনিয়নে কর্মহীন, দিনমজুর, অসহায় দু:স্থদের মধ্যে ন্যায্য মূল্যের নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিক্রি সেবা চালু রয়েছে। এই সেবা থেকেই প্রতিদিন সাধারণ মানুষ কম দামে নিত্যপণ্য সামগ্রী পাচ্ছে।

[৩] প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে রাউজানের সাংসদ এবি এম ফজলে করিম চৌধুরী পৃষ্ঠপোষকতায় নোয়াজিষপুর ইউনিয়নের অদুদিয়া উচ্চ বিদ্যালয়ের পাশে চৌধুরী ঘাটায় এই ন্যায্যমূল্যের দোকানটি খেলেছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান এম সরোয়ার্দী সিকদার। জানা যায়, এই খাতে ভর্তুকি দেবেন সাংসদ ফজলে করিম চৌধুরীর ব্যক্তিগত তহবিল থেকে। গত ১ জুলাই থেকে এই কর্মসূচীর আওতায় চালু করা ন্যায্যমূল্যের দোকান থেকে কর্মহীন, দিনমজুর, অসহায় দু:স্থ পরিবার সদস্যরা কিনছেন নিত্যপণ্য।

[৪] শনিবার লকডাউনের দশম দিনে দেখা য়ায়, স্বাস্থ্যবিধি মেনে ন্যায্যমূল্যের দোকান থেকে নিত্যপণ্য সামগ্রী কিনছে ক্রেতারা। নোয়াজিষপুর ইউনিয়নের চেয়ারম্যান লায়ন এম সরোয়ার্দী সিকদার বলেন, আমরা সর্বোচ্চ ভর্তুকি দিয়ে সাধারণ মানুষের জন্য ন্যায্যমূল্যের দোকান চালু রেখেছি।

[৫] এখান থেকে চাল, ডাল, চিনি, পেঁয়াজ, লবণ, সয়াবিন তেল, আলুসহ ৮প্রকার নিত্যপ্রয়োজনীয় দ্রব্য পাচ্ছে সাধারণ মানুষ। প্রতি লিটার সয়াবিন তেল কিনতে পাচ্ছে ১২০ টাকা করে। অন্যান্য সামগ্রীও ২০ থেকে ৩০ টাকা প্রতিকেজিতে ভর্তুকি দেয়া হচ্ছে। যতদিন লকডাউন থাকবে ততদিন এ কার্যক্রম আমরা চালিয়ে যাব।

  • সর্বশেষ
  • জনপ্রিয়