সাকিবুল আলম:[২] গত মাসে ইরাকের শিটি মিলিশিয়া নেতাকে কোনো ধরনের আক্রমণ করা থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছিলেন ইরানের কুদস ফোর্সের কমান্ডার। ইরানের অসমাপ্ত পরমাণু কর্মসূচি বিষয়ক আলোচনা শুরু করার জন্য এ নির্দেশ দেওয়া হয়। কিন্তু ইরাকি মিলিশিয়া কমান্ডার এ নির্দেশ অমান্য করে। আরব নিউজ
[৩] ইরাকি মিলিশিয়া জানায়, তাদের জ্যেষ্ঠ নেতা আবু মাহদি আল মুহানদিস এবং কাশেম সোলায়মানি হত্যার প্রতিশোধ না নেওয়া পর্যন্ত আক্রমণ থামানো হবে না। উল্লেখ্য, এদের দুজনই গতবছর যুক্তরাষ্ট্র পরিচালিত ড্রোন হামলায় নিহত হয়।
[৪] সিরিয়া ও ইরাকের মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে মিলিশিয়াদের আক্রমণ বেড়েই চলছে। গত সপ্তাহেই তিনটি মিসাইল হামলার ঘটনা ঘটে। এ ধরনের ড্রোন ও রকেট হামলার ঘটনায় যথেষ্ট উদ্বেগ প্রকাশ করেছে পশ্চিমা জোট। সম্পাদনা: সুমাইয়া ঐশী