শিরোনাম
◈ হাসিনা-পরবর্তী বাংলাদেশের রাজনীতিতে বিভক্তি প্রকট ◈ দুই দানব ব্ল্যাক হোলের খোঁজ পেল বিজ্ঞানীরা, কী ঘটছে মহাবিশ্বে? (ভিডিও) ◈ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ২য় উচ্চতর গ্রেডে আইনি ছাড় ◈ বাংলাদেশি কর্মীদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা সুবিধা চালু করেছে মালয়েশিয়া ◈ শান্তির হ্যাটট্রিক, ভুটানকে সহ‌জেই হারা‌লো বাংলাদেশের মে‌য়েরা ◈ মেট্রো স্টেশনে বসছে এটিএম ও সিআরএম বুথ ◈ ১৬ই জুলাই রাষ্ট্রীয় শোক ঘোষণা ◈ রহস্যময় নাকামোতো এখন বিশ্বের ১২তম ধনী, বিটকয়েন সম্পদ ১২৮ বিলিয়ন ডলার ◈ শাহবাগ মোড় অবরোধ করলো স্বেচ্ছাসেবক দল ◈ বিএসবির খায়রুল বাশারকে আদালত প্রাঙ্গণে ডিম নিক্ষেপ, কিল-ঘুষি

প্রকাশিত : ১০ জুলাই, ২০২১, ০১:০৪ দুপুর
আপডেট : ১০ জুলাই, ২০২১, ০১:২১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনা সংক্রমণ খুব দ্রুতই কমছে না, মন্তব্য হু-এর প্রধান বিজ্ঞানী সৌম্যা স্বামীনাথন

সাকিবুল আলম: [৩] শুক্রবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বিজ্ঞানী সৌম্যা স্বামীনাথন জানান, ভ্যাকসিন প্রয়োগের ধীর গতি কোভিড-১৯ এ আক্রান্তের হার বৃদ্ধি পাওয়ার একটি অন্যতম কারণ। বøুমবার্গকে দেওয়া একটি সাক্ষাৎকারে তিনি বলেন, বিশ্বের বেশির ভাগ দেশের হাসপাতালেই অক্সিজেন ও শয্যা সংকট রয়েছে। আনন্দবাজার

[৪] তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ৫ লাখেরও বেশি মানুষ নতুনভাবে আক্রান্ত হয়েছে। ৯ হাজার ৩০০ জন মারা গেছে। কোনোভাবেই এ মহামারির প্রকোপ কমছে না। হিন্দুস্তান টাইমস

[৫] বিশ্ব স্বাস্থ্য সংস্থা বর্তমানে ৫টি অঞ্চলে কোভিডে আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ার কথা জানিয়েছে। সৌম্যা স্বামীনাথন বলেন, আফ্রিকাতে করোনায় মৃত্যুর হার ৩০ শতাংশ থেকে বেড়ে এখন ৪০ শতাংশ হয়েছে। করোনা সংক্রমণ এতো বৃদ্ধি পাওয়ার পেছনে মূল কারণ হলো ডেলটা ভ্যারিয়েন্ট।

[৬] এখনও সংক্রমণ না কমার কারণ হিসেবে চারটি প্রধান কারণের কথা উল্লেখ করেছেন সৌম্যা। তিনি বলেন, যে চারটি প্রধান কারণের ফলে সংক্রমণ কমছে না সেগুলো হলো-

১. ডেল্টা প্রজাতির সংক্রমণ বৃদ্ধি।

২. সামাজিকভাবে মেলামেশা বেড়ে যাওয়া।

৩. লকডাউনের বিধিনিষেধ শিথিল করে দেওয়া।

৪. টিকাকরণের কম গতি।

সম্পাদনা: সুমাইয়া ঐশী

  • সর্বশেষ
  • জনপ্রিয়