সালেহ্ বিপ্লব: [২] ভাসানী অনুসারী পরিষদের চেয়ারম্যান ডা. জাফরুল্লাহ চৌধুরী এবং মহাসচিব শেখ রফিকুল ইসলাম বাবলু এক বিবৃতিতে হাসেম ফুডস ফ্যাক্টরীতে ৫২ শ্রমিক-কর্মচারীর মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান।
[৩] তারা বলেন, অতীতে বহুবার এমন ঘটনা ঘটেছে। কিন্তু পরবর্তীতে এসব ঘটনার সুষ্ঠু তদন্ত হয়নি, বিচারও হয়নি। সুষ্ঠু তদন্তের জন্য আমরা বহুবার বলেছি। কিন্তু সরকার আমলে নেয়নি। অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণের জন্য আমরা ফায়ার সার্ভিসের সক্ষমতা বাড়ানোর কথাও বলেছি। সেসবও আমলে নেয়া হয়নি।
[৪] বিবৃতিতে তারা আরো বলেন, সরকার এসব অগ্নিকাণ্ডের ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন ব্যতিত অন্য কোন জোরালো ভূমিকা নিচ্ছে না। এভাবে সরকারের অব্যবস্থাপনায় শত শত মানুষের জীবন ঝরে যাচ্ছে এবং বহু মানুষ পুঙ্গুত্ব নিয়ে নিদারুন কষ্টে জীবন কাটাচ্ছে।
[৫] নেতৃদ্বয় কালবিলম্ব না করে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ নির্ণয়ে নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করে কার্যকরী ব্যবস্থা গ্রহণের দাবী জানান। একই সাথে নিহত ও আহতদের পরিবারকে পর্যাপ্ত ক্ষতিপূরণ প্রদান ও পুনর্বাসনে যথাযথ ব্যবস্থা নিতে আহ্বান জানান।