সুজন কৈরী : [২] নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৪৯ জনের মরদেহ শনাক্তে নমুনা সংগ্রহের জন্য কাজ শুরু করেছে সিআইডি’র ফরেনসিক ডিএনএ ল্যাব।
[৩] শুক্রবার রাতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে সিআইডির ফরেনসিক বিভাগের বিশেষ পুলিশ সুপার রোমানা আক্তার সাংবাদিকদের বলেন, প্রত্যেকটি মরদেহের থেকে দাঁত ও হাড় সংগ্রহ করা হবে। দাঁত ও হাড়ের মাধ্যমে ডিএনএ পরীক্ষার মাধ্যমে শনাক্ত করতে অন্তত ২১ দিন সময় লাগে।
[৪] তিনি আরও বলেন, ফরেনসিক বিভাগের শনাক্ত করতে ২১ থেকে ৩০ দিন সময় লাগে। আর এখানে পাঠানো মরদেহগুলোর ডিএনএ নমুনা সংগ্রহ করে শনাক্ত ছাড়া আর অন্য কোনোভাবে শনাক্তের উপায় নেই।
[৫] সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর মনির বলেন, উচ্চমাত্রায় বার্ন হলে যে অবস্থা হয়, এই মরদেহগুলোরও তেমনি অবস্থা। দু-একজন ছাড়া বাকিগুলো বোঝা যায় না। অনেকের মরদেহ কুঁচকে গেছে। নারী না পুরুষ তাও বোঝার উপায় নেই।
[৬] সহকারী ডিএনএ অ্যানালাইসিস্ট নুসরাত ইয়াসমিন বলেন, এ পর্যন্ত ১৬ জন স্বজনের নমুনা সংগ্রহ করা হয়েছে। শনিবার সকাল থেকে আবার নমুনা সংগ্রহ করা হবে। নমুনা দিতে তিনি কাছের আত্মীয়দের (বাবা, মা, ভাই-বোন) আসার অনুরোধ জানান।
[৭] এদিকে জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার (ভূমি) নুরুন নবী জানিয়েছেন, শনাক্ত না হওয়া পর্যন্ত নিহেতদের মরদেহ হস্তান্তর করা হবে না।
[৮] শুক্রবার ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে সাংবাদিকদের তিনি বলেন, আমরা ৪৮টি মৃতদেহ পেয়েছি। পুলিশ তাদের সুরতহাল তৈরি করে ঢামেকের ফরেনসিক বিভাগকে দিয়েছে। শুক্রবার রাত সোয়া ৯টা থেকে মরদেহগুলোর ময়নাতদন্ত চলছে। পাশাপাশি মরদেহ থেকে ডিএনএ নমুনা সংগ্রহ করা হচ্ছে। নমুনাগুলো সিআইডির ফরেনসিক বিভাগে সংরক্ষণ করা হবে। সিআইডির ফরেনসিক টিম মৃত ব্যক্তিদের দাবিদারের সঙ্গে ম্যাচিং করবে। এজন্য তাদের (মরদেহের) স্বজনদের কাছ থেকে ডিএনএ নমুনা সংগ্রহ করা হচ্ছে।
[৯] তিনি বলেন, শুক্রবার রাত পৌনে ১০টা পর্যন্ত ১৯ জনানের মরদেহের বিপরীতে ২৬ জনের নমুনা সংগ্রহ করেছে সিআইডি।