স্পোর্টস ডেস্ক : [২] অলিম্পিকে বিদেশি পর্যটকদের উপর নিষেধাজ্ঞা ছিলো আগেই। এবার দুঃসংবাদ স্থানীয়দের জন্য। রূদ্ধদ্বার ভেন্যুতে হতে চলেছে টোকিও অলিম্পিক। থাকছে না কোন দর্শক সমর্থক। ১৬ জুলাই পযর্ন্ত জাপানের বিভিন্ন প্রদেশে জরুরি অবস্থা চলার কথা ছিলো। যা বেড়ে দাঁড়িয়েছে ২২ আগস্ট। এতে করে জরুরি অবস্থার মাঝেই আয়োজিত হবে বিগেস্ট শো অন আর্থ।
[৩] জাপানের অলিম্পিক মন্ত্রী তামায়ো মারুকাওয়া বলেন, জরুরি অবস্থা বাড়ানোর পরিপ্রেক্ষিতে আয়োজক ও সহযোগী আয়োজকের সাথে কথা বলে আমরা এ সিদ্ধান্ত নিয়েছি। করোনা সংক্রমন বেড়ে যাওয়ার আমাদের বেশি সতর্ক হতে হচ্ছে।
[৪] অথচ মাত্র দু সপ্তাহ আগে ভেন্যুগুলোতে পঞ্চাশ শতাংশ স্থানীয় সমর্থক প্রবেশের অনুমতি দিয়েছিলো আইওসি ও আয়োজক কমিটি। পছন্দের ইভেন্ট সচক্ষে দেখতে অনেকেই টিকিটও কিনেছিলেন । এ পর্যন্ত আট লাখ দশ হাজার জাপানিজ করোনা আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে প্রায় ১৫ হাজার।
[৫] এ সময় বন্ধ থাকবে রেস্তোরা, বার ও কারাওকে পার্লার গুলো। ঘরে বসে টিভিতে অলিম্পক উপভোগের অনুরোধ করেছে আয়োজকরা।
[৬] এর মাঝেই টোকিওতে এসে পৌছেছেন আইওসি সভাপতি থমাস বাখ। তিনদিন সেল্ফ আইসোলেশনে থাকতে হবে আন্তর্জাতিক অলিম্পিকের সর্বোচ্চ কর্তাকে। - চ্যানেল২৪/রয়টার্স