মাহামুদুল পরশ:[২] শুক্রবার (০৯ জুলাই) কেরানীগঞ্জের রোহিতপুর ইউনিয়নের লাখিরচর মেইল গেইট এলাকায় ম্যাজিস্ট্রেট এবং সাংবাদিক শেজে চাঁদাবাজি করার সময় স্থানীয় জনতার কাছে আটক হয় মনির (৩৫) নামের এক ব্যক্তি। একইসময় গণধোলাইও খায় ওই ব্যক্তি। আরটিভি
[৩] আটকের সময় ওই ব্যক্তি সাথে থাকা আরো ২ জন কৌশলে পালিয়ে যায়। আটকের পর কেরানীগঞ্জ মডেল থানা পুলিশের কাছে সোপর্দ করা হয় ব্যাক্তিকে। এসময়ে তাদের ব্যবহৃত একটি প্রাইভেট কার ও বেশকিছু কাগজপত্র জব্দ করা হয়।
[৪] ভুক্তভোগী রিয়াজুল জানান বৃহস্পতিবার এই চক্রটি তার ভাতের হোটেল থেকে ৪০ হাজার টাকা জরিমানা হিসেবে আদায় করে। তার কাছে টাকা না থাকায় সে ঋণ করে এই টাকা পরিশোধ করে। আরেকজন ভুক্তভোগী তাইজুল ইসলাম জানান, দোকান খোলা রাখার অপরাধে ২০ হাজার টাকা এবং অন্যান্য দোকান থেকেও ৪ হাজার টাকা করে জরিমানা আদায় করে এই চক্রটি।
[৫] ঘটনার খবর পেয়ে কেরানীগঞ্জ মডেল থানার সহকারী কামিশনার কামরুল হাসান সোহেল ঘটনাস্থলে পৌছান এবং পুলিশের কাছে এই চক্রের সদস্যকে সোপর্দ করা জন্য জনগনকে ধন্যবাদ জানান।