শিরোনাম
◈ আজ নির্বাচনী মাঠে নামছেন তারেক রহমান, ডা. শফিক ও নাহিদ  ◈ কানায় কানায় পূর্ণ আলিয়া মাদরাসা মাঠ, জনসমুদ্রে রূপ নিল বিএনপির জনসভা ◈ ওবায়দুল কাদের ও সাদ্দামসহ ৭ নেতার বিরুদ্ধে বিচার শুরুর বিষয়ে ট্রাইব্যুনালের সিদ্ধান্ত আজ ◈ ফুটবল বিশ্বকা‌পের দ‌লে কী  জায়গা পা‌বেন নেইমার? ◈ টি–২০ বিশ্বকাপই শেষ সুযোগ, সে‌মিফাইনা‌লে উঠতে না পারলে চাকরি হারা‌বেন ম্যাককালাম ◈ রমজানে স্কুল খোলা রাখা 'বৈষম্যমূলক': পুরো মাস ছুটির দাবিতে হাইকোর্টে রিট ◈ কলাবাগানে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনি: দুই যুবক ঢামেকে ভর্তি ◈ ট্রাম্পকে হত্যার চেষ্টা করলে ইরানকে মানচিত্র থেকে মুছে ফেলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের ◈ শোডাউন-ড্রোন-পোস্টার নিষিদ্ধ: এবার ভোটের মাঠে কড়াকড়ি ◈ কোন ক্রিকেটারের বিরুদ্ধে ফিক্সিংয়ের অভিযোগ করলেন সিলেটের সাবেক উপদেষ্টা? (ভিডিও)

প্রকাশিত : ০৯ জুলাই, ২০২১, ০২:৪০ দুপুর
আপডেট : ০৯ জুলাই, ২০২১, ০২:৪০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]‘টিকা না নিলে চাকরি থাকবে না’, করোনার টিকা বাধ্যতামূলক করলো ফিজি

লিহান লিমা: [২] ফিজির প্রধানমন্ত্রী ফ্রাঙ্ক বেইনিমারামা দেশের সব সরকারী চাকরিজীবীদের করোনার টিকা নেয়ার নির্দেশ দিয়ে বলেছেন, যদি কেউ আগামী ১৫ আগস্টের মধ্যে টিকার প্রথম ডোজ না নেয় তবে তাদের বাধ্যতামূলক ছুটিতে যেতে হবে এবং যদি ১ নভেম্বরের মধ্যে দ্বিতীয় ডোজ না নেয় তাদের চাকরি থেকে বরখাস্ত করা হবে। মানি কন্ট্রোল

[৩]সেই সঙ্গে বেসরকারী খাতের কর্মীদের ১ আগস্টের মধ্যে টিকা নেয়ার নির্দেশ দেয়া হয়েছে। নির্দেশ অমান্য করলে জরিমানা ও শাস্তির মুখে পড়তে হবে এবং কোম্পানিগুলোকে বন্ধ করে দেয়ার হুমকি দেয়া হয়েছে।

[৪]বৃহস্পতিবার জাতীর উদ্দেশ্যে দেয়া এক ভাষণে বেইনিমারামা বলেন, ‘টিকা না নিলে চাকরিও থাকবে না। বিজ্ঞান আমাদের বলেছে টিকা নিরাপদ এবং এখন সরকার এটি আইনের মাধ্যমে প্রয়োগ করবে।’

[৫]দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় এই দেশটির মোট জনসংখ্যা ৯ লাখ ৩০ হাজার। এ পর্যন্ত টিকা নিয়েছেন ৩ লাখ ৪০ হাজার।

[৬]গত এপ্রিল পর্যন্ত ফিজিতে কমিউনিটি পর্যায়ে কোনো সংক্রমণ না থাকলেও ডেল্টা ধরন দেশটিতে হানা দেয়ার পর থেকে এখন প্রতিদিন ৭’শরও বেশি শনাক্ত হচ্ছে। তবে দেশটির প্রধানমন্ত্রী পুরো দেশ লকডাউনের পক্ষে নন। তিনি বলেন, ‘অনেকেই কঠোর লকডাউনের কথা বলছেন কিন্তু বিশেষজ্ঞরাই বলছেন এটি ভাইরাসকে মারতে পারবে না। উপরুন্তু এটি দেশের চাকরি, অর্থনীতি এবং ভবিষ্যতকে ধ্বংস করবে।’ বেইনিইমারামা সংক্রমিত শহরগুলো চিহ্নিত করে স্থানীয় লকডাউন আরোপের ঘোষণা দিয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়