শিরোনাম
◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ মুজিবনগর সরকারের ৪০০ টাকা মাসিক বেতনের কর্মচারি ছিলেন জিয়াউর রহমান: পররাষ্ট্রমন্ত্রী ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি ◈ টাইমের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় বাংলাদেশের মেরিনা ◈ দেশের মানুষকে ডাল-ভাত খাওয়াতে  ব্যর্থ হয়েছিল বিএনপি : প্রধানমন্ত্রী ◈ দক্ষিণ লেবাননে ইসরায়েল ফসফসরাস বোমা হামলা ◈ ঝালকাঠিতে ট্রাকচাপায় নিহতদের ৬ জন একই পরিবারের ◈ কেএনএফ চাইলে আবারও আলোচনায় বসার সুযোগ দেওয়া হবে: র‌্যাবের ডিজি ◈ ওবায়দুল কাদেরের হৃদয় দুর্বল, তাই বেশি অবান্তর কথা বলেন: রিজভী ◈ মুজিবনগর দিবস বাঙালির শৃঙ্খলমুক্তির ইতিহাসে অবিস্মরণীয় দিন: প্রধানমন্ত্রী

প্রকাশিত : ০৯ জুলাই, ২০২১, ১২:১৭ দুপুর
আপডেট : ০৯ জুলাই, ২০২১, ০৩:৪৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গোপালগঞ্জে করোনায় মৃত্যু ও শনাক্তের হার বেড়েছে

আসাদুজ্জামান বাবুল:[২] গত ২৪ ঘন্টায় গোপালগঞ্জে করোনায় নতুন করে আক্রান্ত হয়ে আরো একজনের মৃত্যু ও ১৫৭ জনের শরীরে করোনার সংক্রমন শনাক্ত হয়েছে। গোপালগঞ্জের সিভিলসাজন ডা, সুজাত আহম্মেদ এ তথ্যে নিশ্চিত করে বলেছেন, গত ২৪ ঘন্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়ে জনের মৃত্যু ও ১৫৭ জনের শরীরে করোনার সংক্রমন শনাক্ত হয়েছে।

[৩] এ নিয়ে জেলায় মোট মারা গেছে ৬৪ জন ও মোট ৫৯৩০ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। তিনি বলেন, গত জুন মাসের শেষ দিকে করোনায় শনাক্তের হার ছিল ৪০ ভাগ, গত ৮দিনে তা এখন বেড়ে দাড়িয়েছে ৫৩ ভাগ।

[৪] অপরদিকে, প্রতিদিনের মতো আজ শুক্রবার বেলা সোয়া ১১টার দিকে সরকার ঘোষিত লকডাউনের বিধি নিষেধ উপেক্ষা করে গোপালগঞ্জ জেলা শহরের বেদেপট্রি, কাপড়পট্রি, আলীয়া মাদ্রাসা রোড়সহ শহরের বিভিন্ন স্থানের ব্যবসায়ীরা দোকানপাট খুলে বেচাকেনা করার সময় ভ্রাম্যমান আদালতের বিচারক, নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো, মইনউদ্দিন ও ফারজানা ববি (মিতু) ৪ জনকে গ্রেফতারসহ বেশ কয়েকজনকে জেল জরিমানা করেছেন।

[৫] অন্যদিকে, গোপালগঞ্জের সিভিলসাজন ডা, সুজাত আহম্মেদ বলেছেন, প্রতিদিন প্রতিবেশী জেলা খুলনায় করোনায় আক্রান্ত হয়ে অসংখ্য লোক মারা যাচ্ছে। প্রতিদিন খুলনায় আসা-যাওয়া করা গোপালগঞ্জের মানুষ স্বাস্থ্যবিধির তোয়াক্কা না করা গোপালগঞ্জ শহর ও গ্রামগঞ্জে অবাধ বিচরন করে বেড়াচ্ছে। ফলে করোনার প্রকোপ প্রতিদিনই বাড়ছে।

[৬] আর সে-কারনে করোনায় আক্রান্ত হয়ে প্রতিদিনই কেউনা কেউ মারা যাচ্ছে এবং প্রতিদিনই মানুষের শরীরে করোনা শনাক্তের পরিমানও বেড়েছে। মানুষকে সচেতন হওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, খুলনাসহ বাহিরের যেকোন জেলা উপজেলা থেকে মানুষের আসা যাওয়া এখোনই বন্ধ করা না গেলে গোপালগঞ্জের পরিস্থিতিও খুলনার মতো হতে পারে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়