শিরোনাম
◈ পঞ্চম টি-টো‌য়ে‌ন্টি পরিত্যক্ত হওয়ায় অ‌স্ট্রেলিয়ার বিরু‌দ্ধে সিরিজ জিতলো ভারত   ◈ ভোটের নিরাপত্তা পরিকল্পনা: রেড, ইয়েলো ও গ্রিন জোনে সাজানো হবে দেশ ◈ শিক্ষকদের আন্দোলন যৌক্তিক নয়, ১৩ থেকে ১০ম গ্রেডে আনার যুক্তি নেই: প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ◈ জামায়াতসহ ৮ দলের কঠোর কর্মসূচির হুঁশিয়ারি ◈ প্রাথমিক শিক্ষকদের অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি ঘোষণা ◈ অর্ধ ট্রিলিয়ন ডলারের মালিক হয়েও যে কারণে সাধারণ জীবনে ইলন মাস্ক, এত সম্পদ দিয়ে কী করেন? ◈ কারও দলীয় স্বার্থ বাস্তবায়ন অন্তর্বর্তী সরকারের কাজ নয়: তারেক রহমান ◈ যুক্তরাষ্ট্রে শত শত ফ্লাইট বাতিল, যাত্রীদের চরম ভোগান্তি ◈ কিছু দল জোরপূর্বক দাবি আদায় করতে চায় : আমীর খসরু ◈ ফ্যাসিবাদী গোষ্ঠী নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করলে জনগণই প্রতিরোধ করবে: আইজিপি

প্রকাশিত : ০৯ জুলাই, ২০২১, ১২:০২ দুপুর
আপডেট : ০৯ জুলাই, ২০২১, ১২:০২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সেলুন শ্রমিককে অর্থদণ্ড পরিশোধ করলেন সাংবাদিক

খুরশিদ আলম: [২] চলমান লকাডউনে সরকারের নির্দেশনা অমান্য করে দোকান খোলা রাখায় ঠাকুরগাঁও রাণীশংকৈল উপজেলা নর সুন্দর সেলুন শ্রমিক ইউনিয়নে সভাপতি শ্রী সাগর শীলকে ৫’শ টাকা অর্থদণ্ড করে নির্বার্হী ম্যাজিস্ট্রেট ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রীতম সাহা।

[৩] এ সময় অর্থদণ্ডের টাকা পরিশোধ করার মতো সার্মথ্য না থাকায় এবং সেলুন শ্রমিক ইউনিয়নের সভাপতি সাগরকে জেল হাজতে নিয়ে যেতে চাইলে। সে সময় অর্থদণ্ডের টাকা ভাম্যমাণ আদালতকে পরিশোধ দেন দৈনিক উত্তর বাংলার রাণীশংকৈল উপজেলা প্রতিনিধি আনিসুর রহমান বাকী।

[৪] সাংবাদিক আনিসুর রহমান বলেন, ছেলেটি আমার পরিচিত। ভালো ছেলে অভাবের তাড়নায় দোকান খুলেছে। নির্ধারিত সময়ে বন্ধ করে দিতে চাইলেও একজন গ্রাহকের চুল দাড়ি কাটা অসমাপ্ত থাকায় সে দোকানের ঝাপ বন্ধ করে দোকানের ভেতরে কাজ করছিল। তার এ অসহায়ত্ব দেখেই আমি টাকাটা দিয়েছি।

[৫] গত বৃহস্পতিবার বিকেল ৬টায় শিবদিঘী পৌর মার্কেটে দোকানের ঝাপ লাগিয়ে দিয়ে ভেতরে সেলুনের কাজ করার অপরাধে তাকে এ অর্থদণ্ড করা হয়। তবে তাকে অর্থদণ্ড করা হলে তিনি ইউএনও’কে বলেন, আজ কয়েকদিন লকডাউনের কারণে কোন আয় ইনকাম নেই। তাই বাধ্য হয়ে দোকান খুলতে হচ্ছে। সারাদিন ২’শ টাকারও কাজ করতে পারেনি। তাছাড়াও ৫টার মধ্যেই দোকান বন্ধ করে দিতাম কিন্ত একজন গ্রাহকের চুল ও দাড়ি কাটার কাজ অসমাপ্ত হয়েছিল। তবে ইউএনও এসব কথা পাত্তা না দিয়ে তাকে অর্থদণ্ড প্রদান করেন।

[৬] শ্রমিক ইউনিয়নের এ নেতা সাংবাদিকদের বলেন, আপনারা আমার দুঃখ বুঝলেন কিন্তু প্রশাসন বুঝলো না। মানুষের চুল দাড়ি কেটে সংসার চালায়। তাও আপাতত বন্ধ। প্রশাসন ত্রাণও দেয় না। খাবারের অভাবে পরিবার পরিজন নিয়ে খুব বেকায়দায় রয়েছি। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়