শিরোনাম
◈ তারেক রহমানের দেশে ফেরা বিনিয়োগকারীদের জন্য বিরাট কনফিডেন্স বুস্টার: আশিক চৌধুরী ◈ আমেরিকানদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞার আহ্বান জানিয়েছে যেসব দেশ ◈ দুবাইয়ে সম্পত্তির ইস্যুতে এনটিভির মুখোমুখি আসিফ মাহমুদ (ভিডিও) ◈ মানবহীন জেট ড্রোন কিজিলেলমা: সম্পূর্ণ স্বয়ংক্রিয় সমন্বিত ফ্লাইটে নতুন মাইলফলক ◈ লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের সামনে হিন্দুত্ববাদীদের বিক্ষোভে খালিস্তানপন্থীদের বাধা (ভিডিও) ◈ এবার দিনাজপুরে খালেদা জিয়ার আসনে মনোনয়নপত্র নিলেন বিএনপির আরেক নেতা ◈ বিদেশি বন্দরে নাবিকদের পালিয়ে যাওয়ার হিড়িক: হুমকির মুখে বাংলাদেশের মেরিন সেক্টর (ভিডিও) ◈ সিরাজগঞ্জে প্রকাশ্য কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যা ◈ দে‌শে ফি‌রে‌ মোস্তা‌ফিজ বল‌লেন, বিদেশি লিগে আরও বাংলাদেশি ক্রিকেটার প্রয়োজন ◈ ক্ষমতা ও প্রতিপত্তির লো‌ভে নিজ দল ছেড়ে এমপি হওয়ার মরিয়া চেষ্টা কতটা নৈতিক? 

প্রকাশিত : ০৮ জুলাই, ২০২১, ০৮:৫০ রাত
আপডেট : ০৮ জুলাই, ২০২১, ০৮:৫০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] উচ্চশিক্ষার জন্য বিদেশগামী শিক্ষার্থীদের অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত ভ্যাকসিন দিতে স্বাস্থ্য মন্ত্রণালয়কে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অনুরোধ

তরিকুল ইসলাম: [২] বিদেশগামী শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের অসংখ্য আবেদন এবং উদ্বেগের পর বৃহস্পতিবার স্বাস্থ্য মন্ত্রণালয়কে এ অনুরোধ জানালো পররাষ্ট্র মন্ত্রণালয়।

[৩] পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন বলেছেন, একেক দেশ একেক রকম ভ্যাকসিনের প্রয়োগ করছে এবং কিছুকিছু ভ্যাকসিন তারা গ্রহণ করছেনা। এই জটিলতা ভেবে চিন্তে আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়কে অনুরোধ করেছি তারা যেন বিদেশগামী শিক্ষার্থীদের ভ্যাকসিন দেওয়ার ক্ষেত্রে সংশ্লিষ্ট দেশগুলোর অ্যাপ্রুভাল আছে এমন ভ্যাকসিন প্রয়োগ করে। নয়তো, এটা তাদের বিদেশ যাওয়ার ক্ষেত্রে কাজে আসবেনা।

[৪] জার্মান, চীন, যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যে, কানাডাসহ বিভিন্ন দেশে উচ্চশিক্ষার জন্য বিদেশে যাওয়ার অপেক্ষায় থাকা শিক্ষার্থীরা ভ্যাকসিন নিতেনা পারায় আটকে আছে তাদের বিদেশ যাত্রা। সেই সঙ্গে এসব দেশের দূতাবাসগুলোতেও ভিসা প্রক্রিয়া বন্ধ থাকায় শিক্ষা কার্যক্রম নিয়ে উদ্বিগ্ন শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা।

[৫] চীনে উচ্চশিক্ষার জন্য প্রায় পাঁচ হাজার ও পশ্চিমা দেশগুলোতে প্রায় দুই হাজার শিক্ষার্থী যাওয়ার অপেক্ষায় রয়েছেন। দেশটিতে যেতে হলে তাদের প্রয়োজন হবে চীনের সিনোফার্মের ভ্যাকসিন। এই মূহুর্তে সিনোফার্মের ২০ লাখ ডোজ ভ্যাকসিন বাংলাদেশের সংগ্রহেও রয়েছে।

[৬] পশ্চিমা দেশগুলোতে ফাইজার ও মডার্নার ভ্যাকসিনের অনুমোদন থাকায় সেসব দেশের শিক্ষার্থীদের জন্য এই ভ্যাকসিন প্রয়োগ করতে হবে। বাংলাদেশের কাছে থাকা ফাইজার ও মডার্নার ভ্যাকসিন কম থাকায় আপাতত সৌদি আরব ও কুয়েতগামী প্রবাসীদের অগ্রাধিকার ভিত্তিতে দিয়ে তাদেরকে দেশ দুটিতে পাঠানো হচ্ছে।

[৭] পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেন, বিদেশগামী শিক্ষার্থীদের ভ্যাকসিনের বিষয়ে আমরা আলোচনা করেছি। সামনে আন্তঃমন্ত্রণালয় বৈঠক আছে, সেখানে এ নিয়ে বিস্তর অলোচনা হবে। এখানে দূতাবাসগুলোর জনবল কম ও ছুটিতে থাকায় ভিসা জটিলতা রয়েছে। আমরা তাদেরকে বলেছি তারা যেন কার্যক্রম অব্যাহত রাখে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়