সুমাইয়া ঐশী: [৩] ২০১১ সালে ক্ষমতায় এসে মমতা বন্দোপাধ্যায় প্রতিশ্রুতি দিয়েছিলেন, ৫২ বছর আগে বিলুপ্ত হওয়া বিধানপরিষদ আবারো ফেরত আনা হবে। কেন্দ্রীয় সরকারের আদলে গঠন করা হবে দ্বি-কক্ষ বিশিষ্ট বিধানসভা। এর ১০ বছর পর মঙ্গলবার দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিধানসভায় এ প্রস্তাব পাস হলো। আনন্দবাজার
[৪] দ্বি-কক্ষ বিশিষ্ট বিধানসভার উচ্চকক্ষ হবে বিধানপরিষদ এবং নিম্ন কক্ষ হবে রাজ্য বিধানসভা। মঙ্গলবার এই প্রস্তাব পাসের সময় বিধানসভায় উপস্থিত ছিলেন ২৬৫ জন বিধায়ক। তাদের মধ্যে এই প্রস্তাবের পক্ষে মত দেন ১৯৬ জন। বিপক্ষে ভোট পড়েছে ৬৯টি। তবে বক্তাদের তালিকায় নাম থাকলেও ঐদিন বিধানসভায় উপস্থিত ছিলেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। নিউজ এনসিআর
[৫] তবে ধারণা করা হচ্ছে, এই প্রস্তাব রাজ্য বিধানসভায় পাস হলেও লোকসভায় এটি পাসের পথ খুব সুগম হবে না। এর প্রধান কারণ, কেন্দ্রে ক্ষমতাসীন দল বিজেপি বিধানসভার উচ্চকক্ষ গঠনের ঘোর বিরোধী এবং লোকসভায় বিজেপির নেতৃত্বাধীন এনডিএ সংখ্যাগরিষ্ঠ।