শিরোনাম
◈ রিটার্ন না দেওয়া টিআইএনধারীদের বিরুদ্ধে অভিযান জোরদারের নির্দেশ ◈ সকালে উঠেই এক লিটার পানি পান: কতটা উপকারী? বিশেষজ্ঞরা কী বলছেন? ◈ তারেক-জুবাইদার দুর্নীতির মামলায় ‘ত্রুটিপূর্ণ বিচার’, পূর্ণাঙ্গ রায়ে খালাস হাইকোর্টে ◈ বাবা-মায়ের বিরুদ্ধে মামলা করা সেই তরুণীকে নিয়ে যা বললেন আহমাদুল্লাহ (ভিডিও) ◈ জুলাই স্মরণে ‘তুমি কে আমি কে রাজাকার রাজাকার’ স্লোগানে ফের প্রকম্পিত ঢাবি (ভিডিও) ◈ পর্যাপ্ত অর্থ ও হোটেল বুকিং না থাকায় কুয়ালালামপুর বিমানবন্দরে ৯৬ বাংলাদেশি আটক ◈ বাড়ির নিচতলায় গ্যারেজে বসে চোখের পানি ফেলছেন, ছেলের বিরুদ্ধে মাকে বাড়িতে ঢুকতে না দেওয়ার অভিযোগ ◈ ইংল‌্যা‌ন্ডের লর্ডসে ডুবলো ভার‌তের রণতরী, সিরিজে এ‌গি‌য়ে গে‌লো ইং‌রেজরা ◈ কানাডার টরন্টো শহরে ইসকনের রথযাত্রায় ডিম নিক্ষেপ, ঘটনায় ভারতের গভীর উদ্বেগ (ভিডিও) ◈ একটি দল লম্বা লম্বা কথা বলা ছাড়া সুকৌশলে চাঁদা ও হাদিয়া নেওয়া ছাড়া কোনো কাজ করে না: মির্জা আব্বাস

প্রকাশিত : ০৭ জুলাই, ২০২১, ০৮:২৯ রাত
আপডেট : ০৭ জুলাই, ২০২১, ০৮:২৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চোরাই ল্যাপটপ ফিরিয়ে দিয়ে টাকা হাতিয়ে নিতেন তারা !

সুজন কৈরী: [২] রাজধানীর শেরে বাংলা নগরের আগারগাঁও এলাকা থেকে অভিনব পন্থায় ল্যাপটপ চুরির ঘটনায় চক্রের মূলহোতসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। তারা হলেন- আব্দুল্লাহ আল মামুন ওরফে নোমান (৪২) ও মাসুদ আলী ওরফে হেলাল (৩৭)। এ সময় তাদের কাছ থেকে চোরাই ল্যাপটপ উদ্ধার করা হয়েছে।

[৩] বুধবার দারুস সালাম থানা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে পিবিআই’র ঢাকা মেট্রো উত্তরের একটি দল।

[৪] পিবিআই ঢাকা মেট্রো উত্তর বিভাগের বিশেষ পুলিশ সুপার মো. জাহাঙ্গীর আলম বলেন, জনৈক তানিম হোসেন ২০১৯ সালের ১০ অক্টোবর শেরে বাংলা নগর থানায় একটি মামলা করেন। মামলায় তিনি উল্লেখ করেন, ওইদিন সকাল সাড়ে ৮টা থেকে বিকেল সাড়ে ৫টার মধ্যে বাসার দরজার তালা ভেঙ্গে অজ্ঞাতনামারা তার আগারগাঁওয়ের বাসা থেকে একটি ল্যাপটপ ব্যাগসহ চুরি করে নিয়ে যায়। ঘটনার পর চোর চক্রের সদস্যরা বিভিন্ন সময় তার কাছে মোবাইলে ফোন করে চোরাই ল্যাপটপ ফেরত দেওয়ার শর্তে বিকাশের মাধ্যমে টাকা দাবি করে। আদালতের নির্দেশে মামলাটির তদন্তভার পিবিআই গ্রহণ করে।

[৫] জাহাঙ্গীর আলম বলেন, এরপর তদন্ত করে ঘটনায় জড়িত দুজনকে দারুস সালাম থানা এলাকা থেকে গ্রেপ্তার করে পিবিআই।

[৬] গ্রেপ্তাকৃতদের জিজ্ঞাসাবাদ ও তদন্তে পাওয়া তথ্যের বরাত দিয়ে পিবিআই কর্মকর্তা জাহাঙ্গীর আলম বলেন, গ্রেপ্তার নোমান একটি সংঘবদ্ধ চোর চক্রের প্রধান। তিনি কম বয়সী ছেলেদের টার্গেট করে বিভিন্ন প্রলোভন দেখিয়ে দলে নিয়ে আসেন এবং তাদের দিয়ে বিভিন্ন বাসা বাড়ি থেকে অভিনব কৌশলে ল্যাপটপ ও মোবাইলসহ বিভিন্ন মূল্যবান মালামাল চুরি করায়। পরে চোরাই মালামালের মালিকের ফোন নম্বর সংগ্রহ করে মালামাল ফেরত দেওয়ার কথা বলে বিকাশের মাধ্যমে টাকা হাতিয়ে নেয়। এরপর চোরাই মালামাল ঢাকা মহানগরীর মোতালেব প্লাজা ও স্টেডিয়াম মার্কেটে বিক্রি করে দেয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়াসহ চক্রের সঙ্গে জড়িত অন্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়