কায়সার হামিদ: [২] কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পের ভেতরে খালের পানিতে ডুবে জিয়াউর রহমান জামিল(৯) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলার কুতুপালংয়ের লম্বাশিয়া এলাকার ১ নম্বর (ওয়েস্ট) রোহিঙ্গা ক্যাম্পের এ/৮ ব্লকে এ দুর্ঘটনা ঘটে। নিহত ওই শিশু ১ নম্বর(ইস্ট) রোহিঙ্গা ক্যাম্পের বি/১০ ব্লক এর বাসিন্দা সৈয়দ হোসেনের পুত্র।
[৩] বিষয়টি নিশ্চিত করে পরিবারের বরাত দিয়ে ১৪ এপিবিএনের অধিনায়ক ও পুলিশ সুপার নাঈমুল হক বলেন, মঙ্গলবার দুপুরে মাছকারিয়ার খালের ব্রিজের নিচে খেলতে গিয়ে পানিতে পড়ে নিখোঁজ হয় শিশু জামিল। খবর পেয়ে বিকেল ৫টার দিকে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় শিশুটিকে মৃত অবস্থায় উদ্ধার করে এপিবিএন সদস্যরা।
[৪] তিনি আরো জানান, সংশ্লিষ্ট ক্যাম্প ইনচার্জ ও উখিয়া থানাকে অবহিত করে শিশুটির লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। সম্পাদনা: মাহামুদুল পরশ