স্পোর্টস ডেস্ক : [২] কোপা আমেরিকার দ্বিতীয় সেমিফাইনালে কলম্বিয়াকে পেনাল্টি শ্যুট আউটে পরাজিত করেছে আর্জেন্টিনা। গুরুত্বপূর্ণ এই জয়ে ফাইনালের টিকেটও হাতে পেয়েছে আলবেসিলেস্তেরা।
[৩] আর্জেন্টিনার এই জয়ে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। পুরো ম্যাচে শক্ত হাতে আর্জেন্টিনার রক্ষণ সামলানোর পাশাপাশি টাইব্রেকারে আরও ভয়ানক ভূমিকায় আবির্ভুত হন দীর্ঘকায় এই তারকা। অতিমানবীয় এই পারফরম্যান্সে ম্যাচের সেরা খেলোয়াড়ের পুরস্কারও জেতেন তিনি।
[৪] পুরো ম্যাচ জুড়েও আলো ছড়িয়েছেন মার্টিনেজ। কলম্বিয়ার একের পর এক আ ক্রমণ বাঁধা পেয়েছে আর্জেন্টিনার রক্ষণভাগের এই শেষ ধাপে।
[৫] যদিও ম্যাচে একটি গোল হজম করেন মার্টিনেজ, তারপরও ম্যাচ জুড়ে স্কালোনির ভরসার প্রতিদান দেন এই তারকা।
[৬] খেলা টাইব্রেকারে গড়ালে সেখানেও নিজের জাত চেনান অ্যাস্টন ভিলায় খেলা এই গোলরক্ষক। কলম্বিয়ার তিন তিনটি শট রুখে দিয়ে আর্জেন্টিনার জয়ের পথ প্রশস্ত করেন মার্টিনেজ।
[৭] যার ফলে ৩-২ গোলের জয় নিয়ে ফাইনালে উত্তীর্ণ হয় মেসিরা। ফাইনালে ব্রাজিলের বিপক্ষে লড়বে আর্জেন্টিনা। - মার্কা