শিরোনাম
◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস, হিট স্ট্রোকে একজনের মৃত্যু ◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক

প্রকাশিত : ০৭ জুলাই, ২০২১, ০২:৩৮ দুপুর
আপডেট : ০৭ জুলাই, ২০২১, ০২:৪৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জলাবদ্ধতা নিরসনে কাউন্সিলর আসাদুজ্জামানের যুগোপযোগী উদ্যোগ ‘বোতল ওয়েস্ট বিন’

আব্দুল্লাহ মামুন: [২] ব্যতিক্রমী এই ওয়েস্ট বিন স্থাপনের বিষয়ে কথা হয় ২১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ আসাদুজ্জামানের সঙ্গে। তিনি বলেন, বোতলটি তৈরি করার মূল উদ্দেশ্য হচ্ছে, আমার ওয়ার্ডে যাতে জলাবদ্ধতা তৈরি না হয়। বিশেষ করে ফেলে দেয়া প্লাস্টিকসামগ্রী জলাবদ্ধতার সৃষ্টি করে।

[৩] তিনি আরো বলেন, যখন নর্দমা পরিষ্কার করে তখন দেখা যয় প্রত্যেকটা ম্যানহোলের বর্জ্যের অধিকাংশই বোতল বা প্লাস্টিকসামগ্রী পাওয়া যায়। বোতল থেকে মূলত জলাবদ্ধতার সৃষ্টি হয়।

[৪] আসাদুজ্জামান বলেন, বোতল বিনটি টিএসসিতে স্থাপনের পর মানুষ এটাকে পজিটিভলি নিয়েছে। এখন অনেকে প্লাস্টিক বোতল, আইসক্রিম, ওয়ান টাইম চায়ের কাপ এখানে ফেলছেন এবং সেলফি তুলছেন।

[৫] তিনি আরও বলেন, এখন যে আটটি বিন তৈরি করা হয়েছে, সেগুলো দোয়েল চত্বর, ফুলার রোড, ভিসি চত্বর, উদয়ন স্কুল, হাতিরপুল, বাংলামটর, পান্থকুঞ্জ পার্কে স্থাপন করা হবে। নিজ অর্থায়ন ও বন্ধুদের সহযোগিতায় এই উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে বলে জানান তিনি।

[৬] টিকাটুলির ব্রাদার্স ক্লাব মাঠের উদ্বোধনী অনুষ্ঠানে ডিএসসিসি মেয়র শেখ ফজলে নূর তাপস বলেন, তারা নিজ উদ্যোগে নিজ এলাকার সমস্যা সমাধানে কাজ করছেন। কাউন্সিলর আসাদুজ্জামান নিজস্ব উদ্যোগে যে ওয়েস্ট বিন স্থাপন করেছেন, এখন আমরা সেগুলোর সুফল পাচ্ছি। সম্পাদনা : রাশিদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়