শিরোনাম
◈ ৯ দল নিয়ে এনসিপির রাজনৈতিক জোটের সম্ভাবনা: নাসীরুদ্দীন পাটওয়ারী ◈ ষড়যন্ত্রকারীদের হিসাব পাল্টে যাবে যদি বিএনপি রাজপথে নামে: ফখরুলের সতর্কবার্তা ◈ এনসিপির মনোনয়ন ফরমের মূল্য ১০ হাজার, মুক্তিযোদ্ধা ও নিম্নআয়ের প্রার্থীদের জন্য ছাড় ◈ অ-অভিবাসী ৮০ হাজার ভিসা বাতিল করেছে ট্রাম্প প্রশাসন ◈ জাতিসংঘে আওয়ামী লীগের চিঠিতে কোনো কাজ হবে না: তৌহিদ হোসেন ◈ প্রার্থী ঘোষণা করায় চাঙ্গা বিএনপির তৃণমূল ◈ গভর্নর আহসান এইচ মনসুরকে ২৪ ঘণ্টার মধ্যে পদত্যাগের আলটিমেটাম দিল বিনিয়োগকারী ঐক্য পরিষদ ◈ ৫ দুর্বল ইসলামী ব্যাংক: আমানতকারীরা যেভাবে টাকা ফেরত পাবেন ◈ জুলাই সনদ ও গণভোটের দাবিতে জামায়াতসহ আট দলের বিক্ষোভ, রাজধানীতে তীব্র যানজট ◈ এক্সিম ব্যাংকের সাবেক এমডি ফিরোজ গ্রেফতার

প্রকাশিত : ০৭ জুলাই, ২০২১, ১১:১৬ দুপুর
আপডেট : ০৭ জুলাই, ২০২১, ১২:১৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চালু হলো ‘ইন্টারভেনশনাল হেপাটোলজি’ ডিভিশন

বিএমএসআর আলিফ : [২] বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের হেপাটোলজি বিভাগে আজ থেকে চালু হলো ইন্টারভেনশনাল হেপাটোলজি ডিভিশন। আজ বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক শারফুদ্দিন আহমেদ এই ডিভিশন প্রতিষ্ঠার অফিস আদেশটি হেপাটোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মামুন আল মাহতাব স্বপ্নীলের হাতে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন। ইতোপূর্বে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের সর্বশেষ সভায় এই ডিভিশন প্রতিষ্ঠার সিদ্ধান্ত গৃহীত হয়।

[৩] জানা যায়, গত কয়েক বছরে বাংলাদেশে ইন্টারভেনশনাল হেপাটোলজির প্রভ‚ত অগ্রগতি সাধিত হয়েছে। এ সময় বাংলাদেশে চালু হয় লিভার সিরোসিস রোগীদের চিকিৎসায় অটোলোগাস হেমোপয়েটিক স্টেম সেল ট্রান্সপ্ল্যান্টেশন। এ পর্যন্ত দেশে শতাধিক লিভার সিরোসিস রোগী এই পদ্ধতিতে চিকিৎসা গ্রহণ করে উপকৃত হয়েছেন। পাশাপাশি লিভার ক্যান্সারের চিকিৎসায় রেডিও-ফ্রিকোয়েন্সি এবলেশন (আরএফএ) বা ট্রান্স-আর্টারিয়াল কেমোএম্বোলাইজেশনের মতন আধুনিক চিকিৎসাগুলো এখন দেশেই করা সম্ভব হচ্ছে। ফলে একদিকে যেমন লিভার ক্যান্সার রোগীরা বিদেশে যেয়ে চিকিৎসা নেওয়ার ভোগান্তি থেকে রক্ষা পাচ্ছেন তেমনি অন্যদিকে দেশের কষ্টার্জিত বৈদেশিক মুদ্রারও সাশ্রয় হচ্ছে। পাশাপাশি স¤প্রতি শুরু হয়েছে হেপাটিক ভেনাস প্রেসার গ্রেডিয়েন্ট (এইচভিপিজি) বা পোর্টাল হাইপারটেনশন মাপা। ফলে লিভার সিরোসিস রোগীদের চিকিৎসা সামনে অন্য মাত্রা পাবে বলে আশা করা যায়, কারণ পোর্টাল হাইপারটেনশন ঠিকমতো নিয়ন্ত্রণে রাখা গেলে লিভার সিরোসিস রোগীদের জটিলতাগুলো অনেকখানি কমে যায়।

[৪] মুজিববর্ষে বাংলাদেশে ইন্টারভেনশনাল হেপাটোলজিতে সর্বশেষ সংযোজনটি হচ্ছে মুজিব প্রটোকল বা প্লাজমা এক্সচেঞ্জ (প্লেক্স)। মুজিববর্ষ উদযাপনের আনুষ্ঠানিক কর্মসূচির অংশ হিসাবে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের হেপাটোলজি বিভাগে গত বছর চালু হয় মুজিব প্রটোকল। এর ফলে লিভার ট্রান্সপ্ল্যান্টেশন ছাড়াই বহু সংখ্যক লিভার ফেইলিউর রোগীর জীবন রক্ষা করা সম্ভব হয়েছে।

[৫] হেপাটোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মামুন আল মাহতাব স্বপ্নীলের উদ্যোগে দেশে চালু হওয়া এ ধরনের আধুনিক চিকিৎসা পদ্ধতিগুলো এরই মধ্যে দেশে বিদেশে প্রশংসা কুড়িয়েছে। বিবিসি এবং ভয়েস অব আমেরিকাসহ দেশি-বিদেশি বিভিন্ন প্রচার মাধ্যমে এসব নিয়ে রিপোর্টিং করা হয়েছে। পাশাপাশি দেশের লিভার বিশেষজ্ঞরা এসব ক্ষেত্রে তাদের অভিজ্ঞতাসমৃদ্ধ দশটিরও বেশি বৈজ্ঞানিক নিবন্ধ এরই মধ্যে বভিন্ন আন্তর্জাতিক বৈজ্ঞানিক জার্নালে প্রকাশ করেছেন।

[৬] এতোদিন মূলত বেসরকারি হাসপাতালের রোগীরা এ ধরনের আধুনিক চিকিৎসা গ্রহণের সুযোগ পেলেও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ইন্টারভেনশনাল হেপাটোলজি ডিভিশনটি প্রতিষ্ঠিত হওয়ার ফলে এখন থেকে সাধারণ মানুষ এই হাসপাতালে এসব আধুনিক চিকিৎসা সুবিধা গ্রহণের সুযোগ পাবেন।

[৭] বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত অধ্যাপক শারফুদ্দিন আহমেদ দায়িত্বভার গ্রহণ করার পর থেকে বিশ্ববিদ্যালয়টিতে গবেষণা ও চিকিৎসা ব্যবস্থাকে বিশ্বমানের করা ও ঢেলে সাজানোর যে উদ্যোগ গ্রহণ করেছেন তারই ধারাবাহিকতায় এই ডিভিশনটি প্রতিষ্ঠিত হলো। আশা করা যায়, এর ফলে দেশের মানুষের প্রত্যাশা পূরণে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় আরও একধাপ এগিয়ে যাবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়