নিজস্ব প্রতিবেদক : করোনা আক্রান্ত হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) কর্মকর্তা আবুল আল মো. হাফিজুর রহমান মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তিনি ডিএনসির বিভাগীয় কার্যালয় ময়মনসিংহে অতিরিক্ত পরিচালক হিসেবে কর্মরত ছিলেন। এছাড়া হাফিজুর রহমান ছিলেন নারকোটিক্স অফিসার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন (নোয়া) এর উপদেষ্টা পরিষদের সদস্য। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছে সংগঠনটি।
নোয়ার সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ সামছুল আলম স্বাক্ষরিত এক শোক বার্তায় বলা হয়েছে, হাফিজুর রহমানের একজন ভাল সংগঠক ছিলেন। সংগঠনে তার অবদান অনেক।
শোক বার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।
কোভিড-১৯ আক্রান্ত হওয়ার পর হাফিজুর রহমানকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাত ৮টা ২৫ মিনিটে হাফিজুর রহমান মারা যান।