শিরোনাম
◈ জনগণ রায় দিলে ৫ বছরেই দেশের ইতিবাচক পরিবর্তন করা সম্ভব: জামায়াত আমীর ◈ সহকারী শিক্ষকদের জন্য মাউশির নতুন নির্দেশনা ◈ রাতে ঢাকাবাসীর জন্য দুঃসংবাদ দিল আবহাওয়া অধিদপ্তর ◈ ডাকসুর পর জাকসুতেও শিবিরের জয়জয়কার ◈ এআই মানবীকে মন্ত্রী বানিয়ে দিল বিশ্বের প্রথম দেশ আলবেনিয়া! ◈ জাকসুর নবনির্বাচিত ভিপি কে এই আবদুর রশিদ জিতু ◈ কলকাতায় সাইনবোর্ডে বাংলায় নাম লেখা বাধ্যতামূলক, না মানলে ট্রেড লাইসেন্স বাতিলের হুঁশিয়ারি মেয়রের ◈ জাকসুর ভিপি স্বতন্ত্রের জিতু, জিএস শিবিরের মাজহার ◈ ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হবে: আলী রীয়াজ ◈ ভোলা মসজিদের খতিব ও ইসলামী বক্তা নোমানী হত্যাকাণ্ডের ঘটনায় অভিযুক্ত সন্তান গ্রেপ্তার

প্রকাশিত : ০৫ জুলাই, ২০২১, ০১:৪১ দুপুর
আপডেট : ০৫ জুলাই, ২০২১, ০১:৪১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিগত ৬ দশকে ভারতের ৯৫ শতাংশ বিয়েই হয়েছে যৌতুক দিয়ে, বিশ্বব্যাংকের গবেষণা

লিহান লিমা: [২] বিশ্বব্যাংকের এক গবেষণায় দেখা গেছে, বিগত ছয় দশকে ভারতে যৌতুক প্রথার কোনো পরিবর্তন ঘটে নি। গবেষকরা ১৯৬০ থেকে ২০০৮ সালের মধ্যে ভারতের প্রত্যন্ত অঞ্চলে হওয়া ৪০ হাজার বিয়ে বিশ্লেষণ করে দেখেন, ১৯৬১ সাল থেকে ভারতে যৌতুক প্রথাকে বেআইনী ঘোষণা করা হলেও এগুলোর প্রায় ৯৫ শতাংশ বিয়েতেই যৌতুক দেয়া-নেয়া হয়েছে। বিবিসি

[৩]গবেষকরা ভারতের প্রায় ৯৬ শতাংশ জনগোষ্ঠীর বসবাস থাকা ১৭টি রাজ্যের যৌতুকের পরিসংখ্যান বিশ্লেষণ করেন। অর্থনীতিবিদ এস অনুকৃতি, নিতিশ প্রকাশ ও সুনগোহ কাউন বিয়ের সময় দেয়া-নেয়া নগদ অর্থ ও উপহার হিসেবে গণ্য হওয়া বিষয়গুলো পর্যালোচনা করে দেখেন, স্বাভাবিকভাবেই কনেপক্ষের খরচের পরিমাণ বরপক্ষের তুলনায় অনেক বেশি।

[৪]গবেষকরা দেখেছেন, ভারতীয় বিয়েতে বরপক্ষ কনেপক্ষকে গড়ে ৫ হাজার রুপির উপহার দেয়, যেখানে কনেপক্ষের উপহারের মূল্য কমপক্ষে ৩২ হাজার রুপি। অর্থাৎ প্রতিটি বিয়েতে যৌতুকের পরিমাণ গড়ে ২৭ হাজার রুপি।

[৫]২০০৭ সালের হিসাবে, ভারতের প্রত্যন্ত অঞ্চলে যৌতুকের গড় পরিমাণ পরিবারগুলোর বার্ষিক আয়ের প্রায় ১৪ শতাংশ।

[৬]গবেষণায় দেখা গেছে, ২০০৮ সালের পর থেকে এখন পর্যন্ত ভারতে অনেক কিছুর পরিবর্তন হলেও দশকব্যাপী যৌতুকপ্রথা একই অবস্থানে রয়েছে। তবে ১৯৭৫ সালের আগে এবং ২০০০ সালের পরে এর পরিমাণ কিছুটা বেড়েছিল। এতে আরো উঠে আসে, ভারতীয় সমাজে হিন্দু ও মুসলিমদের তুলনায় খ্রিস্টান এবং শিখ ধর্মাবলম্বীদের মধ্যে যৌতুক লেনদেনের হার অনেক বেশি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়