শিরোনাম
◈ খালেদা জিয়ার লন্ডনযাত্রা পেছাতে পারে আরও ◈ ফোন নজরদারিতে নতুন পদক্ষেপ: স্যাটেলাইট ট্র্যাকিং চালু করতে চায় ভারত ◈ মজুদ প্রচুর, তবুও দুই দিনে পেঁয়াজের দাম হঠাৎ বাড়ল ৪০ টাকা ◈ লবণ উৎপাদনে ধস: আমদানি অনুমতিতে দামপতন, বিপাকে চাষী–মিল মালিক ◈ খালেদা জিয়াকে লন্ডন নেয়ার বিষয়ে সিদ্ধান্ত আজ রাতে ◈ মান‌বিক সাহায্যের হাজার হাজার ত্রাণবাহী ট্রাক গাজার বারমুডা ট্রায়াঙ্গলে উধাও ◈ ‌বিশ্বকাপ ফুটবল, শক্তিশালী নরওয়েকে নিয়ে কঠিন গ্রুপে ফ্রান্স ◈ ফুটবল নি‌য়ে বিপা‌কে তুরস্ক,  জুয়া-ম্যাচ ফিক্সিংয়ে গ্রেপ্তার ২৭ খে‌লোয়াড়  ◈ যুক্তরাষ্ট্রে বিমানবন্দরে যাত্রীদের পোশাক নিয়ে নতুন বিতর্ক, প্রতিবা‌দে যাত্রী‌রা পায়জামা প‌রে হা‌জির ◈ বিশ্বকা‌পে মেসির খেলা নি‌য়ে আবা‌রো বাড়‌লো জল্পনা 

প্রকাশিত : ০৫ জুলাই, ২০২১, ০১:৪১ দুপুর
আপডেট : ০৫ জুলাই, ২০২১, ০১:৪১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিগত ৬ দশকে ভারতের ৯৫ শতাংশ বিয়েই হয়েছে যৌতুক দিয়ে, বিশ্বব্যাংকের গবেষণা

লিহান লিমা: [২] বিশ্বব্যাংকের এক গবেষণায় দেখা গেছে, বিগত ছয় দশকে ভারতে যৌতুক প্রথার কোনো পরিবর্তন ঘটে নি। গবেষকরা ১৯৬০ থেকে ২০০৮ সালের মধ্যে ভারতের প্রত্যন্ত অঞ্চলে হওয়া ৪০ হাজার বিয়ে বিশ্লেষণ করে দেখেন, ১৯৬১ সাল থেকে ভারতে যৌতুক প্রথাকে বেআইনী ঘোষণা করা হলেও এগুলোর প্রায় ৯৫ শতাংশ বিয়েতেই যৌতুক দেয়া-নেয়া হয়েছে। বিবিসি

[৩]গবেষকরা ভারতের প্রায় ৯৬ শতাংশ জনগোষ্ঠীর বসবাস থাকা ১৭টি রাজ্যের যৌতুকের পরিসংখ্যান বিশ্লেষণ করেন। অর্থনীতিবিদ এস অনুকৃতি, নিতিশ প্রকাশ ও সুনগোহ কাউন বিয়ের সময় দেয়া-নেয়া নগদ অর্থ ও উপহার হিসেবে গণ্য হওয়া বিষয়গুলো পর্যালোচনা করে দেখেন, স্বাভাবিকভাবেই কনেপক্ষের খরচের পরিমাণ বরপক্ষের তুলনায় অনেক বেশি।

[৪]গবেষকরা দেখেছেন, ভারতীয় বিয়েতে বরপক্ষ কনেপক্ষকে গড়ে ৫ হাজার রুপির উপহার দেয়, যেখানে কনেপক্ষের উপহারের মূল্য কমপক্ষে ৩২ হাজার রুপি। অর্থাৎ প্রতিটি বিয়েতে যৌতুকের পরিমাণ গড়ে ২৭ হাজার রুপি।

[৫]২০০৭ সালের হিসাবে, ভারতের প্রত্যন্ত অঞ্চলে যৌতুকের গড় পরিমাণ পরিবারগুলোর বার্ষিক আয়ের প্রায় ১৪ শতাংশ।

[৬]গবেষণায় দেখা গেছে, ২০০৮ সালের পর থেকে এখন পর্যন্ত ভারতে অনেক কিছুর পরিবর্তন হলেও দশকব্যাপী যৌতুকপ্রথা একই অবস্থানে রয়েছে। তবে ১৯৭৫ সালের আগে এবং ২০০০ সালের পরে এর পরিমাণ কিছুটা বেড়েছিল। এতে আরো উঠে আসে, ভারতীয় সমাজে হিন্দু ও মুসলিমদের তুলনায় খ্রিস্টান এবং শিখ ধর্মাবলম্বীদের মধ্যে যৌতুক লেনদেনের হার অনেক বেশি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়