শিরোনাম
◈ রাতে বাংলামোটরে জুলাই পদযাত্রার গাড়িতে ককটেল হামলা (ভিডিও) ◈ যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক মোকাবেলায় বাংলাদেশের চার দফা কৌশল ◈ বিআরটিএর মোটরসাইকেল রেজিস্ট্রেশন নিয়ে কঠোর নির্দেশনা ◈ সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় গ্রেপ্তার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে অবিশ্বাস্য ব্যাটিং ধসে বাংলাদেশ হার‌লো ৭৭ রা‌নে ◈ ২০ বছরেও অধরা এমআই-৬'র ভেতরের রুশ গুপ্তচর! (ভিডিও) ◈ নারী ফুটবলের এই অর্জন গোটা জাতির জন্য গর্বের: প্রধান উপদেষ্টা ◈ প্রবাসীদের জন্য স্বস্তি: নতুন ব্যাগেজ রুলে মোবাইল ও স্বর্ণ আনার সুবিধা বাড়লো ◈ একযোগে ৩৩ ডেপুটি জেলারকে বদলি ◈ 'মধ্যপ্রাচ্যে সিলেট-ব্রাহ্মণবাড়িয়ার লোকেরা ঘোষণা দিয়ে মারামারি করে' (ভিডিও)

প্রকাশিত : ০৫ জুলাই, ২০২১, ০১:১৮ দুপুর
আপডেট : ০৫ জুলাই, ২০২১, ০১:১৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চলচ্চিত্রের শুটিং বন্ধ থাকলেও সীমিত পরিসরে চলছে নাটকের শুটিং

ইমরুল শাহেদ: মুভমেন্ট বিধিনিষেধের কারণে এফডিসি এখন বিরাণ ভূমি। সেখানে এটিএন বাংলার একটি ফ্লোর আছে। শুধু সেখানেই কাজ চলছে। রোববার দিনও এই ফ্লোরটিতে গানের চিত্রায়ন হয়েছে। চলচ্চিত্র সংশ্লিষ্ট সংগঠনগুলোর মধ্যে প্রযোজক পরিবেশক সমিতি, পরিচালক সমিতি, চিত্রাগ্রাহক সমিতি ও শিল্পী সমিতি বন্ধ থাকলে লোকজনের আনাগোনা এফডিসিতে বন্ধ হয়ে যায়।

পরিচালক সমিতির সভাপতি সোহানুর রহমান সোহান জানিয়েছেন, চলচ্চিত্রের কোনো শুটিং হবে না। তিনি বলেন, ‘চলচ্চিত্রের সব শুটিং স্থগিত। সরকারি নিয়ম মেনে আমরা সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নিয়েছি। কেউ চাইলেও শুটিং করতে পারবে না।

নিয়ম না মেনে শুটিং করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’ এই সিদ্ধান্তের ফলে ২৫ জুন থেকে জুলাই মাসের প্রথম সপ্তাহে পাবনা থেকে বান্দরবন পর্যন্ত যেসব ছবির শুটিং ছিল তার সবগুলোই বাতিল হয়েছে। এর মধ্যে রয়েছে নুর, যন্ত্রণা, অন্তর্জাল, কসাই ২, বনলতা, কলিজাতে দাগ লেগেছে, এক পশলা বৃষ্টি, হৃদ মাজারে তুমি এবং মনতাজুর রহমান আকবর ও এমডি মোতালেবের নাম ঠিক না হওয়া দুটি নতুন ছবি। পক্ষান্তরে ঈদের কথা উল্লেখ করে নাটকের শুটিং করতে অনুমতি দিয়েছে ডিরেক্টর্স গিল্ড। সেই অনুসারে নাটকের শুটিং চলছে ভালোভাবেই।

গিল্ডের সভাপতি সালাহউদ্দিন লাভলু গণমাধ্যমকে বলেছেন, যেসব পরিচালক টেলিভিশনের জন্য ঈদের নাটকের শুটিং শেষ করতে পারেননি, কেবল তারাই এই সময়টাতে শুটিং করতে পারবেন। তবে আউটডোরে, অর্থাৎ রাস্তাঘাট, পার্ক, রেস্তোরাঁ কোথাও শুটিং করা যাবে না। শুটিংয়ে অভিনয়শিল্পী ছাড়া বাকি সবার মাস্ক পরা বাধ্যতামূলক। পাশাপাশি নাটকের পরিচালক, শিল্পী ও কলাকুশলী প্রত্যেকের কাছে টেলিভিশনের ওয়ার্ক অর্ডারের কাগজ থাকতে হবে। এসব শর্তের বাইরে কেউ নাটকের শুটিং করতে পারবেন না। তিনি বলেন, ‘ঈদুল ফিতরে মুভমেন্ট বিধিনিষেধের সময় সরকারকে সহযোগিতা করে আমরা কোনো কাজ করিনি। কিন্তু এবার পুরোপুরি বসে থাকতে পারছি না। করোনার জন্য দীর্ঘদিন ধরে নাটকের মানুষের আর্থিক অবস্থা ভালো যাচ্ছে না। মানবিক কারণেই শর্ত সাপেক্ষে আমরা সংগঠন থেকে এবার কিছু কাজ করার অনুমতি দিয়েছি। তারপরেও সরকারের নির্দেশনার কথা মাথায় রেখে গণহারে কাজ করছি না।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়