নিউজ ডেস্ক: ময়মনসিংহের গফরগাঁওয়ের শিবগঞ্জ বাজারে প্রকাশ্যে মতিউর রহমান মোহন নামে এক যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বত্তরা।
রবিবার সন্ধ্যায় উপজেলার শিবগঞ্জ বাজারে এ ঘটনা ঘটে।
মোহন পাঁচুয়া গ্রামের আব্দুস সাত্তারের ছেলে। সে রাওনা ইউনিয়ন যুবলীগ নেতা এবং ইউনিয়ন যুবলীগের সভাপতি পদপ্রার্থী ছিলেন।
গফরগাঁও থানার ওসি অনুকুল সরকার খবরের সত্যতা নিশ্চিত করে জানান, রবিবার বিকাল পাঁচটার দিকে শ্বশুর বাড়ি যাওয়ার উদ্দেশে মোহন বাড়ি থেকে বের হয়। পরে তার চাচাতো ভাই গ্রাম পুলিশ কান মিয়াকে সাথে নিয়ে শিবগঞ্জ বাজারে যায়। শিবগঞ্জ বাসস্ট্যান্ডের যাত্রী ছাউনির কাছে অজ্ঞাত দুর্বৃত্তরা তাকে রামদা দিয়ে হাত-পা, মাথা ও পেটে এলোপাথারী কুপিয়ে চলে যায়।
পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মোহনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হলে পথেই মোহনের মৃত্যু হয়। লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
সূত্র : বাংলাদেশ প্রতিদিন