বিনোদন ডেস্ক: জনপ্রিয় বলিউড অভিনেত্রী বিদ্যা বালান। প্রত্যাখ্যান শব্দটা বিদ্যা বালনের কেরিয়ারের শুরুর থেকে জুড়ে রয়েছে। এত বেশি প্রত্যাখ্যাত হতে হয়েছিল এ নায়িকাকে, যে কনফিডেন্স হারিয়ে ফেলেছিলেন। রাতের পর রাত কাঁদতেন, ঘুম হতো না। আজ যে বিদ্যাকে দর্শক দেখেন, সেই জায়গা তৈরি করা মোটেই সহজ ছিল না। সদ্য এক সাক্ষাৎকারে কেরিয়ারের শুরুর সেই কঠিন দিনগুলোর কথা শেয়ার করেছেন বিদ্যা।
এক সাক্ষাৎকারে বিদ্যা বালান বলেন, ‘ভাবতাম, আমার দ্বারা কিছু হবে না। দক্ষিণী ইন্ডাস্ট্রিতে অনেকবার আমাকে ফিরিয়ে দেওয়া হয়েছে। ২০০২-২০০৩ সালের দিকে প্রতিদিন কাঁদতে কাঁদতে ঘুমাতে যেতাম। আমার মনে হতো, আর কখনো অভিনয়শিল্পী হতে পারব না। হতাশ লাগত। পরের দিন আবার স্বপ্ন দেখা শুরু করতাম। মনে হতো, নতুন একটা দিন মানে নতুন সুযোগ।’
বর্তমানে অবস্থানে পৌঁছানোর পেছনে মা-বাবার অবদানের কথাও বার বার স্বীকার করেন বিদ্যা।
১৯৯৫ সালে ‘হাম পাঁচ’ সিরিয়ালে মাধ্যমে বিদ্যার টেলিভিশনে অভিষেক হয়। এরপর ২০০৩ সালে ‘ভালো থেকো’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় পা রাখেন তিনি। ২০০৫ সালে মুক্তি পাওয়া ‘পরিণীতা’ তার প্রথম হিন্দি সিনেমা। সূত্র: টিভি নাইন বাংলা নিউজ