শিরোনাম
◈ লাল পাসপোর্ট জমা দিচ্ছেন উপদেষ্টারা ◈ সাত লাখ টাকায় রাশিয়া গিয়ে ছয় মাসের মাথায় দেশে ফিরতে হলো ৩৫ বাংলাদেশিকে ◈ চিলিতে ভয়াবহ দাবানল: দুই অঞ্চলে ‘মহাবিপর্যয়’ ঘোষণা, ১৬ জনের মৃত্যু ◈ বাংলাদেশ না খেললে বিশ্বকাপ বয়কট করবে পাকিস্তানও! ◈ আবারও অচল দেশের একমাত্র কয়লাভিত্তিক বড়পুকুরিয়া বিদ্যুৎ কেন্দ্র ◈ সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী আজ ◈ তারেক রহমানের চলন্ত গাড়িতে খাম লাগিয়ে বাইকারের পলায়ন, কি বার্তা ছিল খামে? (ভিডিও) ◈ লেভেল প্লেয়িং ফিল্ড ভেঙে পড়ার শঙ্কা, প্রশাসনের ভূমিকা নিয়ে জামায়াতের অভিযোগ ◈ নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন: নাহিদ ইসলাম, নাসীরুদ্দীন পাটওয়ারী ও মুস্তাফিজুর রহমানকে শোকজ ◈ নির্বাচনে এনসিপি অংশ নেবে কিনা পুনর্বিবেচনার সময় এসেছে : আসিফ মাহমুদ (ভিডিও)

প্রকাশিত : ০৪ জুলাই, ২০২১, ০২:৩৯ রাত
আপডেট : ০৪ জুলাই, ২০২১, ০২:৩৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আকতার বানু আলপনা: সুবিধাভোগী পুরুষ!

আকতার বানু আলপনা: সাংসারিক কাজের চাপে গত প্রায় এক মাস ধরে আমি সিরিয়াস কিছু লিখতে পারিনি। সারা দিনে মাত্র একটা মিনিটও আমি বের করতে পারিনি, যখন একটু নিশ্চিন্ত হয়ে বসে কিছু একটা নিয়ে গভীরভাবে ভাববো বা কিছু একটা পড়বো। অথচ আমার মাথার মধ্যে অনেকগুলো এলোমেলো আইডিয়া প্রতিনিয়ত ঘুরপাক খাচ্ছে। অনেকগুলো অফিসিয়াল এবং একাডেমিক কাজ জমে আছে।
এখানে উল্লেখ্য যে, আমার বাড়িতে আমার কাজে সহায়তা করার জন্য দু’দুজন কাজের লোক আছে (একজন ছুটা, একজন রাতদিনের)। তবু সময় পাইনি শুনে আপনারা নিশ্চয়ই অবাক হচ্ছেন, তাই না? অবাক হবেন না। আমরা যারা কাজের লোককে দিয়ে কাজ করাই, তারা জানি যে, বাড়িতে একশটা কাজের সহায়তাকারী থাকলেও আপনি নিজে না নড়লে কোনো কিছুই ঠিকঠাকমতো হয় না। ট্রাস্ট মি! কোনো কিছুউউউই ঠিকঠাকমতো হয় না! কোনো একটা কাজও নয়।

মোর‌্যাল অব দ্য স্টোরি : সারা পৃথিবীতে সাংসারিক কাজ, পরিবারের লোকেদের দেখাশোনা এবং সন্তান লালনপালন করা ছাড়া আর সবক্ষেত্রে (লেখালেখি, গবেষণা, খেলাধুলা বা সৃষ্টিশীল যেকোনো কাজের ক্ষেত্রে) পুরুষের তুলনায় নারীর অংশগ্রহণ এবং অবদান অনেক কম। এর কারণ হলো, সাংসারিক নানা দায়-দায়িত্ব পালন করার পর মেয়েদের হাতে সময়, এনার্জি, সুযোগÑ এসব কম থাকে। তাছাড়া সিরিয়াস কোনো সৃষ্টিশীল কাজ করার জন্য যে একান্ত মনোযোগ, ধৈর্য, পরিবারের সবার সহযোগিতা-স্বীকৃতি এবং অখণ্ড ও কিছুটা দীর্ঘ অবসরের দরকার পড়ে, মেয়েরা সেসব কোনো কিছুই পায় না বা পেলেও খুবই কম পায়। ফলে ধীরস্থির ভাবে কোনোকিছু করার চেষ্টা এবং ইচ্ছা, কোনোটাই মেয়েরা ঠিকমতো জুটিয়ে উঠতে পারে না। না হলে আমিও বিশ^বিখ্যাত কিছু একটা হতেই পারতাম। আফসোস!
(পুনশ্চ : পুরুষরা বাইরে কাজ করে বাড়িতে এসে আরাম করতে পারে। আর নারীরা, হোক সে কর্মজীবি বা গৃহিনী, তার ডিউটি হলো চব্বিশ ঘণ্টা। কারণ ঘুমের মধ্যেও তাদের সংসারের নানা কাজের কথা, পরিবারের লোকেদের যত্নের কথা ভাবতে হয়!) ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়