স্পোর্টস ডেস্ক: শুরুর দুই সেটে রজার ফেদেরারের জয় একপেশে ম্যাচেরই ইঙ্গিত দিচ্ছিল। কিন্তু এরপরই যেন খেলা জমে গেল। দারুণ এক লড়াইয়ের পর টাইব্রেকের একটু আগে ফেডেক্স হারলেন তৃতীয় সেটটা। তবে ম্যাচের রোমাঞ্চ সে পর্যন্তই। এরপরের সেটটা জিতে ৬-৪, ৬-৪, ৫-৭, ৬-৪ গেমের জয় তুলে নেন সুইস টেনিস তারকা। উইম্বলডনের শেষ ষোলয় তার উপস্থিতিও তাতে নিশ্চিত হয়। গড়া হয়ে গেছে একটা রেকর্ডও। উইম্বলডনের শেষ ষোলয় এ শতাব্দীতে তার চেয়ে ‘বুড়ো’ বয়সে যে খেলেননি আর কেউ!
বিস্তারিত আসছে...