স্পোর্টস ডেস্ক : [২] ইউরো ফুটবলের মেষ আটের লড়াইয়ে রাত দশটায় বাকুতে মুখোমুখি হবে চেক প্রজাতন্ত্র ও ডেনমার্ক। অপর ম্যাচে ইউক্রেনের বিপক্ষে লড়বে শিরোপার স্বপ্নে বিভোর ইংল্যান্ড। রোমের স্তাদিও অলিম্পিকোয় ম্যাচটি শুরু হবে রাত একটায়।
[৩] নক আউটে জার্মানির বিপক্ষে ৫৫ বছর ধরে জয় না পাওয়ার আক্ষেপ রাউন্ড অব সিক্সটিনে মিটিয়েছে ইংল্যান্ড। তবে সেমিফাইনালেও ইংলিশদের পিছু ছাড়ছে না সেই জার্মানি। ইউক্রেনের বিপক্ষে ম্যাচের জন্য উয়েফার রেফারি লিস্ট প্রকাশের পর থেকেই ইন্টারনেট জুড়ে ঘুড়ছে ইংল্যান্ডের জার্মানি ভূত।
[৪] চতুর্থ কোয়ার্টার ফাইনাল পরিচালনার জন্য ৫ স্তরে কাজ করবেন মোট ৮ রেফারি। যাদের সাতজনই জার্মান। চতুর্থ রেফারির একমাত্র দায়িত্ব সামলাবেন স্পেনের কার্লোস গ্রান্দে।
[৫] একদিকে, ২৫ বছর ধরে ইউরোর সেমিফাইনালে খেলতে না পারার চাপ। অন্যদিকে, নিরপেক্ষ ভেন্যু। হ্যারি কেইন, রাহিম স্টার্লিংদের জন্য পরীক্ষার মঞ্চ হয়ে অপেক্ষায় রোমের স্তাদিও অলিম্পকো। হোম ভেন্যু ওয়েম্বলিতে টানা চার খেলার পর, পরের মাঠে নামছে সাউথগেটের দল। ভ্রমন বিধিনিষেধের কারণে গ্যালারিতে থাকছেনা থ্রি লায়ন্স সমর্থকদের আধিপত্য।
[৬] সা¤প্রতিক ফর্ম আর পরিসংখ্যান সব বিচারেই এগিয়ে ইংলিশরা। শেষ ১২ ম্যাচে অপরাজেয় ৬৬ বিশ্বচ্যাম্পিয়ন। টুর্নামেন্টে এখনও ধরে রেখেছে ক্লিনশিট।
[৭] বিপরীতে অনেকটা ভাগ্যের জোরেই ইউরোয় নিজেদের প্রথম কোয়ার্টার ফাইনাল খেলছে ইউক্রেন। ইংল্যান্ডের বিপক্ষে রেকর্ডও ভালো নয় শেভচেঙ্কোর দলের। সাত দেখায় একমাত্র জয়টি এসেছিলো ২০০৯ সালে। তবে ইংলিশ ফুটবল স্টাইল বেশ ভালোই জানা সাবেক চেলসি তারকা শেভচেঙ্কোর। - চ্যানেল২৪