পটুয়াখালী প্রতিনিধি:[২] পটুয়াখালীতে কঠোর লকডাউন বাস্তবায়নের লক্ষে দ্বিতীয় দিনে মাঠে তদারকি অব্যাহত রেখেছেন জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন ও পুলিশ সুপার মোহাম্মদ শহিদুল্লাহ পিপিএম।
[৩] ২ জুলাই শুক্রবার লকডাউনের দ্বিতীয় দিনে বেলা ১১ টায় চৌরাস্তার মহাসড়কে জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন ও পুলিশ সুপার মোহাম্মদ শহিদুল্লাহ। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জিএম সরফরাজ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ হুমায়ুন কবির, পুলিশ সুপার মাহফুজুর রহমান, সদর থানার ইনচার্জ আকতার মোর্শেদ, টিআই হেলাল উদ্দিন, ডিবি ইনস্পেকটর মোস্তাফিজুর রহমান, সদর ইনস্পেকটর এ্যাকশন মোঃ রফিকুল ইসলামসহ , পুলিশ প্রশাসন, জেলা প্রশাসন, র্যাব বিজেপি আর্মি ,অ্যানসার।
[৪] জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন ও পুলিশ সুপার মোহাম্মদ শহিদুল্লাহ পিপিএম বলেন করোনা ভাইরাস মহামারী আকার ধারন করায় সারাদেশ ব্যাপী ১ সপ্তাহের কঠোর লকডাউন ঘোষণা করেন সরকার। আর এই কঠোর লকডাউন বাস্তবায়নের লক্ষে আমরা প্রশাসনে লোকজন কঠোর ভাবে মনিটরিং করি এবং সকল ধরনের ব্যবস্থা নিচ্ছি এবং এ ধারা পুরো এক সপ্তাহ চলবে বলে জানান তারা। তারা আরো জানায় সাধারণ মানুষের জানমাল নিরাপত্তায় প্রশাসন তাদের সাথে থাকবে এবং মানুষ কাজ ছাড়া ঘরের বাইরে বের না হতে তাদের অনুরোধ জানায়।