শিরোনাম
◈ সকালে উঠেই এক লিটার পানি পান: কতটা উপকারী? বিশেষজ্ঞরা কী বলছেন? ◈ তারেক-জুবাইদার দুর্নীতির মামলায় ‘ত্রুটিপূর্ণ বিচার’, পূর্ণাঙ্গ রায়ে খালাস হাইকোর্টে ◈ বাবা-মায়ের বিরুদ্ধে মামলা করা সেই তরুণীকে নিয়ে যা বললেন আহমাদুল্লাহ (ভিডিও) ◈ জুলাই স্মরণে ‘তুমি কে আমি কে রাজাকার রাজাকার’ স্লোগানে ফের প্রকম্পিত ঢাবি (ভিডিও) ◈ পর্যাপ্ত অর্থ ও হোটেল বুকিং না থাকায় কুয়ালালামপুর বিমানবন্দরে ৯৬ বাংলাদেশি আটক ◈ বাড়ির নিচতলায় গ্যারেজে বসে চোখের পানি ফেলছেন, ছেলের বিরুদ্ধে মাকে বাড়িতে ঢুকতে না দেওয়ার অভিযোগ ◈ ইংল‌্যা‌ন্ডের লর্ডসে ডুবলো ভার‌তের রণতরী, সিরিজে এ‌গি‌য়ে গে‌লো ইং‌রেজরা ◈ কানাডার টরন্টো শহরে ইসকনের রথযাত্রায় ডিম নিক্ষেপ, ঘটনায় ভারতের গভীর উদ্বেগ (ভিডিও) ◈ একটি দল লম্বা লম্বা কথা বলা ছাড়া সুকৌশলে চাঁদা ও হাদিয়া নেওয়া ছাড়া কোনো কাজ করে না: মির্জা আব্বাস ◈ শাপলা প্রতীক নিয়ে রাজনীতিতে নতুন বিতর্ক!

প্রকাশিত : ০২ জুলাই, ২০২১, ০২:৩৭ দুপুর
আপডেট : ০২ জুলাই, ২০২১, ০২:৩৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]বৈশ্বিক নূন্যতম কর্পোরেট কর ১৫ শতাংশ করতে সমর্থন দিয়েছে ১৩০টি দেশ

লিহান লিমা: [২] বহুজাতিক সংস্থাগুলোতে কম মুনাফার দেশের অফিস স্থানান্তর করে কর ফাঁকি দেয়া থেকে বিরত রাখার বিশ্বব্যাপী প্রচেষ্টার অংশ হিসেবে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের আনা ১৫ শতাংশ বৈশ্বিক নূন্যতম করের পেছনে সমর্থন দিয়েছে ১৩০টি দেশ।

[৩] স্বাক্ষরকারীদের মধ্যে ছিলো করস্বর্গ বলে খ্যাত বারমুডা ও ক্যামেন দ্বীপপুঞ্জ এবং চীন ও ভারতের মতো বৃহত্তর অর্থনৈতিক দেশ। সিএনবিসি
[৪]প্যারিসভিত্তিক অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন সংস্থা কর্তৃক ঘোষিত এই চুক্তিতে দেশগুলো যেখানে কোম্পানিগুলোর শারীরিক উপস্থিতি নেই তবে অনলাইনের মাধ্যমে ব্যবসা পরিচালনা করে আয় করছে সেক্ষেত্রেও কর আরোপ করতে পারবে।

[৫]ফ্রান্সের অর্থমন্ত্রী ব্রুনে লে মাইরে একে ‘শতাব্দীর সবচেয়ে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক কর চুক্তি’ বলে অভিহিত করেন। মার্কিন ট্রেজারি সেক্রেটারি জ্যানেট ইয়েলেন এটিকে ‘ঐতিহাসিক দিন’ বলে অভিহিত করেন। তবে আয়ারল্যান্ডের অর্থ মন্ত্রণালয় বলেছে, তারা চুক্তির পদ্ধতিতে সমর্থন দিচ্ছে কিন্তু সর্বনিম্ন ১৫ শতাংশের সঙ্গে একমত নয়। দেশটির অর্থমন্ত্রী পাস্চল দোনোহে বলেছে, এটি ১২.৫ শতাংশ হওয়া ন্যায্য হার ছিলো।

[৬]ইতোমধ্যেই ফ্রান্সের নেতৃত্বের বিশ্বের বিভিন্ন দেশ একতরফাভাবে নিজস্ব পছন্দকৃত হারে অ্যামাজন, গুগল ও ফেসবুকের মতো প্রযুক্তি জায়ান্টদের ওপর যে ডিজিটাল কর আরোপ করেছে চুক্তির অধিনে তারা ওই কর প্রত্যাহার করবে এবং একক বৈশ্বিক কর নীতি অনুসরণ করবে।

[৭]অক্টোবরে জি-২০ শীর্ষ সম্মেলনে চূড়ান্ত অনুমোদনের পূর্বে এই করচুক্তির সম্পর্কে আগামী সপ্তাহে ভেনিসে জি-২০ সম্মেলনে অর্থমন্ত্রীদের বৈঠকে আরো আলোচনা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়