শিরোনাম
◈ ঢাকায় চীনের ভিসা অফিস ৮ দিন বন্ধ থাকবে ◈ রাশিয়া-কানাডা থেকে ৩৩২ কোটি টাকার সার কিনছে সরকার ◈ ধামরাইয়ে বিশেষ অভিযানে ৩১লাখ টাকার হেরোইন সহ গ্রেপ্তার ৩।  ◈ হ্যান্ডশেক বিতর্কে ৪৮ ঘণ্টা পর পাকিস্তানের অভিযোগ উড়িয়ে কড়া জবাব দি‌লো ভারতীয় ক্রিকেট বোর্ড ◈ বিশ্বকাপ বাছাই‌য়ে ইসরায়েলের বিরু‌দ্ধে ম্যাচের টিকিট বিক্রির টাকা ফিলিস্তিনে দান করবে নরওয়ে ◈ জাতিসংঘের এলডিসি উত্তরণের পথে বাংলাদেশ, সতর্ক থাকবার বার্তা তারেক রহমানের ◈ ঢাকার ট্রাফিক ব্যবস্থায় বড় পরিবর্তন: ৭০ ইন্টারসেকশনে নতুন বিন্যাসে গতি দ্বিগুণ, যানজট কমেছে ◈ নির্বাহী আদেশে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা আমরা সমর্থন করি না: সালাহউদ্দিন আহমদ ◈ গণআন্দোলন রুখতে কড়া প্রস্তুতি: গবেষণায় নামছে ভারতের গোয়েন্দা সংস্থাগুলো ◈ জাপানে জনশক্তি রপ্তানিতে নতুন উদ্যোগ: ‘জাপান ডেস্ক’ চালু, ভাষা প্রশিক্ষণ ও কর্মসংস্থানে বিস্তৃত কর্মপরিকল্পনা

প্রকাশিত : ০১ জুলাই, ২০২১, ০৫:২৪ বিকাল
আপডেট : ০১ জুলাই, ২০২১, ০৫:২৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আয় কমেছে আর ব্যয় বাড়ছে লাফিয়ে, এরমধ্যে আইএমএফের সমীক্ষা বিশ্বে খাদ্যের দাম বাড়ছে

বিশ্বজিৎ দত্ত: [২] বাংলাদেশে জীবন যাত্রার ব্যয় বাড়ছে আর আয় কমছে লাফিয়ে। সেই সময় আন্তর্জাতিক অর্থমূদ্রা তহবিল (আইএমএফ)-এর একটি সমীক্ষা আরও দুশ্চিন্তার কারণ হয়ে উঠেছে। গত ২৪ জুন প্রকাশিত এই সমীক্ষায় আইএমএফ বলছে, আগামী এক বছরে বিশ্ববাজারে খাদ্যপণ্যের মূল্যবৃদ্ধি গোটা বিশ্বের, বিশেষ করে উন্নয়নশীল দেশগুলির ক্ষেত্রে চিন্তার কারণ হয়ে উঠবে।

[৩] বাংলাদেশের কনজুমার এস্যোসিয়েশন (ক্যাব) জানিয়েছে, দেশে ইতিমধ্যেই চাল তেলসহ ১১৪টি খাদ্য পণ্যের দাম বেড়েছে । বাড়ি ভাড়া,বিদ্যুৎ, এমনকি পানির দামও বেড়েছে ২৫ শতাংশ। তাদের হিসাবে এসময়ে মানুষের জীবন যাত্রার ব্যয় বেড়েছে ৬ দশমিক ৩১ শতাংশ। অন্যদিকে গবেষণা সংস্থা সিপিডি বলেছে ৬৫.৭১ শতাংশ মানুষের আয় কমেছে গত এক বছরে। ৩৭.১৪ শতাংশ মানুষ ঋণ করে খাদ্য গ্রহণ করছে। দেশে নতুন দরিদ্র সৃষ্টি হয়েছে প্রায় দেড় কোটি।

[৪] সরকার মুখে আয় কমার কথা স্বীকার না করলেও তথ্যের বিচারে আয় কমেছে ২০১৯ সালে দেশের মোট উৎপাদনের হার (জিডিপি) ছিল ৮.১৪ শতাংশ। ২০২০ সালে এটি হয় ৫ .৫ শতাংশ। ২০২১ সালে ৬.২ শতাংশ। এই হিসাবেও ৩ বছর আগে যা উৎপাদন হয়েছে এখন তার চেয়ে প্রায় ২ শতাংশ কম জাতীয় উৎপাদন হচ্ছে। আর জাতীয় উৎপাদন কমায় মানুষের ব্যক্তিগত আয়ও কমেছে।

[৫] আইএমএফ-খাদ্যদ্রব্যের মূল্যবৃদ্ধির জন্য লকডাউনকে একটি কারণ হিসাবে মনে করলেও, অন্যতম কারণ হিসাবে মানছে না। তবে তাদের আশঙ্কা লাগামছাড়া খাদ্যপণ্যের মূল্যবৃদ্ধির কারণে বিশ্ব জুড়ে দারিদ্র বাড়বে। ক্রিশ্চিয়ান বগম্যানসের নেতৃত্বে আইএমএফ-এর গবেষণা বিভাগের এই সমীক্ষা বলছে, লকডাউন, পরিবহণ খরচের লাগামছাড়া বৃদ্ধি আর খাদ্যপণ্যের চাহিদা বাড়ার কারণেই গোটা ২০২১ এবং ২০২২ বিশ্ব জুড়েই খাদ্যপণ্যের দাম বাড়তে থাকবে। চিনের মতো বেশ কয়েকটি দেশের খাদ্যপণ্য প্রয়োজনের থেকে বেশি মজুত করে রাখাকেও এই দাম বাড়ার অন্যতম কারণ হিসাবে দায়ী করা হয়েছে। বিশ্ব বাজারে পেট্রোপণ্যের দাম যা বাড়ছে, টাকা দুর্বল হওয়া তা কেনার খরচও বাড়ছে অনেক বেশি। তাতে পরিবহণের খরচ আরও বাড়বে আইএমএফ-এর সমীক্ষার মতে।

[৬] অর্থনীতিবিদ ড. দেবপ্রি ভট্টাচার্য বলেছেন, দেশের গরীব মানুষ, নিম্নবিত্তের মানুষ, নারী ও শিশু এখনই খাদ্য সংকটে পড়েছে। তাদের জন্য আজ থেকেই প্রয়োজন খাদ্য সরবরাহ করার। পুষ্টিহীনতা আগেই ছিল এখন এটা বেড়েছে। সরকারের প্রত্যক্ষ্য খাদ্য সহায়তা, নগদ সহায়তা এগুলো করতে হবে। সামনে যদি করোনার তৃতীয় ধাক্কা লাগে তার জন্যও প্রস্তুতি নেয়ার সময় এখনই। কিন্তু সবার আগে প্রয়োজন মানুষের খাদ্য নিরাপত্তা দেয়া।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়