শিরোনাম
◈ সমমনাদের অসন্তোষ বাড়ছে, আসন বণ্টনে বিএনপি-র কঠিন সমীকরণ ◈ অর্থনৈতিক প্রবৃদ্ধি থাকলেও বাড়ছে দারিদ্র্য—সতর্ক করছেন বিশেষজ্ঞরা ◈ ২০২৬ ফিফা বিশ্বকাপ: ১২ গ্রুপে ৪৮ দল, একনজরে দেখুন কে কার প্রতিপক্ষ ◈ অবশেষে ‘শান্তি’ পুরস্কার পেলেন ডোনাল্ড ট্রাম্প ◈ খালেদা জিয়ার এন্ডোস্কপি সম্পন্ন, বন্ধ হয়েছে পাকস্থলীর রক্তক্ষরণ ◈ নির্বাচনে অংশ নেওয়া জাতীয় পার্টির নিজস্ব ইচ্ছা: প্রেস সচিব ◈ লা‌তিন - বাংলা সুপার কা‌পে ব্রাজিলের কাছে পরা‌জিত বাংলাদেশ ◈ ব্রিটেনে অবৈধ ডেলিভারি ড্রাইভার অভিযানে ৬০ জনকে ফেরত পাঠানোর সিদ্ধান্ত, বাংলাদেশিও রয়েছেন আটক তালিকায় ◈ শেখ হাসিনার দুঃশাসনে খালেদা জিয়ার ওপর নেমেছিল নিপীড়নের ঝড়: তারেক রহমান ◈ মনোনয়ন পেলেন বিএনপির ১১ নারী প্রার্থী, কে কোন আসনে?

প্রকাশিত : ০১ জুলাই, ২০২১, ০২:২১ দুপুর
আপডেট : ০১ জুলাই, ২০২১, ০২:২১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পাংশায় খালি হাতে ধরে নিয়ে অস্ত্র মামলায় গ্রেপ্তার, প্রতিবাদে স্ত্রী সন্তানসহ সাংবাদিক সম্মেলন

মোঃ ইউসুফ মিয়া: [২] রাজবাড়ির পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, চরআফড়া উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোঃ ফজলুল হক বিশ্বাস‌কে ষড়যন্ত্র মূলক মিথ্যা মামলায় গ্রেপ্তার করার প্রতিবাদে স্ত্রী সন্তান ও প‌রিবার নি‌য়ে সাংবাদিক সম্মেলন করে সুষ্ঠু তদন্তের দাবি করেছেন ফজলুল হক বিশ্বা‌সের পরিবার।

[৩] বুধবার (৩০ জুন) বেলা ১২টায় চরআফড়ায় নিজ বাড়ীর আঙিনায় ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে সাংবাদিক সম্মেলনে হাবাসপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ মজিবর রহমান ফকিরের সভাপতিত্বে বক্তব্য রাখেন, ফজলুল হক বিশ্বা‌সের স্ত্রী লিজা খাতুন, ভাই আবু সাল্লেক, বোন নিপা খাতুন, মা জমেলা খাতুন।

[৪] এসময় ফজলুল হক বিশ্বা‌সের ভাই আবু সাল্লেক, বলেন গত ২৬ জুন গভীর রাতে ঘুম থেকে ডেকে তুলে নিজ বাড়ী থেকে আমার ভাইকে তুলে নিয়ে যায় র‌্যাব-১২ এর একটি আভিযানিকদল। দীর্ঘ সময় র‌্যাব-১২ এর সদস্যরা ফজলুল হক বিশ্বা‌শের বাড়িতে অভিযান চালিয়ে কিছু না পেয়ে তাকে গ্রেপ্তার করে নিয়ে যায়। এসময় আশপাশের প্রতিবেশীরা লুঙ্গি ও হাফ শার্ট পরিহিত অবস্থায় খালি হাতে ফজলুল হক বিশ্বাস‌কে নিয়ে যেতে দেখেছেন।

[৫] পরবর্তীতে ২দিন পর তাকে সিরাজগঞ্জের শাহজাদপুর এলাকা থেকে অস্ত্র-গুলিসহ তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। যাহা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। এ মামলার প্রেক্ষিতে এলাকাবাসী ও তার পরিবার ঘটনার সঠিক তদন্ত সাপেক্ষে বিচার কামনা করেন।

[৬] ফজলুল হক বিশ্বা‌সের স্ত্রী লিজা খাতুন, সাংবাদিক সম্মেলনে বলেন রাতে আমার ঘর থেকে ঘুম থেকে আমার স্বামীকে তুলে নিয়ে যাওয়া হয়। এরপর থেকে আমার ৩টি মেয়ে নিয়ে অসহায় জীবনযাপন করছি। তিনি তার স্বামীকে ফিরে পেতে মননীয় প্রধানমন্ত্রীর কাছে প্রার্থনা জানিয়েছেন। সেই সঙ্গে ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেছেন।

[৭] সাংবাদিক সম্মেলনে হাবাসপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক আব্দুল মতিন, সমাজকল্যাণ ও ত্রাণ বিষয়ক সম্পাদক আবুল কাশেম সরদার, ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সুলতান প্রামানিক, সাধারণ সম্পাদক খবির সরদার, ৮নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, আওয়ামী লীগ নেতা আজিজ বিশ্বাস, ছাত্রলীগ নেতা আমিরুল ইসলামসহ ওয়ার্ড আওয়ামী লীগের নেতাকর্মীসহ চরআফড়ার সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়