শিরোনাম
◈ জাতীয় দলে সাকিবের ফেরার গুঞ্জন: বিসিবির সঙ্গে আলোচনা শুরু ◈ নির্বাচনে পুলিশ পেশাদারিত্ব ও নিরপেক্ষতার প্রমাণ দেবে: আইজিপি বাহরুল আলম ◈ দেশে ড্রোন কারখানা স্থাপনে চীনের সঙ্গে জি-টু-জি চুক্তি ◈ ভোটগ্রহণের দিনে দেশজুড়ে নৌযান চলাচলে নিষেধাজ্ঞা জারি ইসির ◈ নির্বাচনে সেনাসদস্যদের নিরপেক্ষ আচরণের নির্দেশ সেনাপ্রধানের ◈ নির্বাচনের আগে-পরে যান চলাচলে কড়াকড়ি, যে নির্দেশনা দিল ইসি ◈ গণভোট ও নির্বাচন: সরকারের পাশে ইউরোপীয় ইউনিয়ন ◈ ভাবটা এমন আওয়ামী লীগকে সরানো হয়েছে বিএনপিকেও তাড়ানো হবে, বিএনপি বানের জলে ভেসে আসেনি : মির্জা আব্বাস  ◈ বিএনপি যদি ওতোই খারাপ হয়, তাদের ২জন কেন পদত্যাগ করে চলে আসেননি : তারেক রহমান (ভিডিও) ◈ আব্বাসের নির্দেশ তারেক রহমানের সম্মতিতে পাটওয়ারীর ওপর হামলা: নাহিদ ইসলাম (ভিডিও)

প্রকাশিত : ৩০ জুন, ২০২১, ০৭:৫৫ বিকাল
আপডেট : ৩০ জুন, ২০২১, ০৭:৫৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশের পথে কোভ্যাক্সের ২৫ লাখ ডোজ ভ্যাকসিন: পররাষ্ট্রমন্ত্রী

কূটনৈতিক প্রতিবেদক: [২] লকডাউনে বিদেশি দূতাবাসে চালু থাকবে জরুরি ভিসা কার্যক্রম, সেবা প্রত্যাশীরা থাকবেন লকডাউনের আওতামুক্ত।
[৩] বুধবার ফরেন সার্ভিস একাডেমিতে এ তথ্য জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেন, শুক্র ও শনিবার দুটি আলাদা ফ্লাইটে যুক্তরাষ্ট্র থেকে কোভ্যাক্সের ২৫ লাখ ডোজ ভ্যাকসিন চলে আসবে।

[৪] এখন আমাদের ২৬ কোটি ডোজ ভ্যাকসিন দরকার উল্লেখ করে ড. মোমেন বলেন, চীন থেকেও দ্রুত সময়ে ভ্যাকসিন আসবে এবং রাশিয়ার ভ্যাকসিন নিয়ে এখনও অলোচনা চলছে। প্রধানমন্ত্রী ভ্যাকসিন আনার অনুমোদন দিয়ে দিয়েছেন, এখন যাই লাগুক না কেন আমরা সেটা করবো। ভ্যাকসিন জটিলতা কেটে গেছে বলেও জানান তিনি।

[৫] পররাষ্ট্রমন্ত্রী বলেন, জরুরি ভিসা নেওয়ার জন্য ভিসা প্রার্থীরা যাতায়াতের সুযোগ পাবেন এবং তারা লকডাউনের আওতার বাইরে থাকবেন।

[৬] ভিসা নিতে শিক্ষার্থীরা দূতাবাসে যাতায়াতের সুযোগ পাবেন উল্লেখ করে বলেন, বিদেশে যেসব শিক্ষার্থী পড়তে যাবেন, তাঁরা তাঁদের ভিসা সংগ্রহ ও ভিসার সাক্ষাৎকার দিতে নির্বিঘ্নে যাতে দূতাবাসে যেতে পারেন, তা নিশ্চিত করা হবে। এ জন্য পুলিশকে যথাযথ ব্যবস্থা নিতে বলা হয়েছে।

[৭] সীমান্তে টাওয়ার বসিয়ে মিয়ানমারের তথ্য নেওয়া প্রসংঙ্গে বলেন, আমরা এটা অজারবেশন করছি, দেখা যাক কী হয়। একবার ৪জি বাতিল করেছিলাম বলে ইউএনএইচসিআর, হিউম্যান রাইটসসহ পশ্চিমারা এটা নিয়ে হৈচৈ করেছিলো।

[৮] তাদের বক্তব্য হলো, ৪জি বন্ধ করার ফলে তারা যোগাযোগ ঠিক মত করতে পারবে না। আমরা ওনাদের জানালাম, টুজি বা থ্রিজিতে আলাপ করা যাবে। তবুও তারা চায়, আমরাও ছেড়ে দিলাম।

  • সর্বশেষ
  • জনপ্রিয়