মঈন উদ্দীন, জেরিন আহমেদ: [২] বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে নগরীর ডাসপুকুর এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
[৩] মহানগরীর দাসপুকুর এলাকায় মাহাতাব ও শফিকুল নামের স্থানীয় দুই প্রভাবশালী গ্রুপের মধ্যে সংঘর্ষেও ঘটনা ঘটে। এসময় ওই এলাকার সাজদার আলীর ছেলে শফিকুল (৪৫) ও গিয়াস উদ্দিনের ছেলে জয়নাল (৪৫) দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন উভয় পক্ষের অন্তত ১৫ জন। তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে একজনকে গুরুতর অবস্থায় আইসিইউতে নেয়া হয়।
[৪] রাজপাড়া থানার ওসি মাজাহারুল ইসলাম জানান, দুপুর সাড়ে ১২দিকে জমি নিয়ে বিরোধ নিয়ে স্থানীয় মাহাতাব ও শফিকুল গ্রুপের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। উভয় পক্ষের একজন করে মারা যান। নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো ব্যবস্থা করা হয়। আহত অবস্থায় ১০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
[৫] তিনি আরও বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থল ও রামেক হাসপাতালে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
[৬] আহতদের মধ্যে মাহাতাব হোসেন নগরের ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। তার ছেলে সেলিম মুর্শেদ পিস্তল হাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে গত ২৮ জুন তিন সহযোগিসহ গ্রেপ্তার হন। আর শফিকুল ইসলাম রাজশাহী মহানগর বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ছিলেন। সম্পাদনা: জেরিন আহমেদ