জিয়া উদ্দিন:[২] বরগুনার আমতলী উপজেলায় করোনা ভাইরাসে গত এক সপ্তাহে ৪৫ জনের নুমনা পরীক্ষায় ৩০ জন আক্রান্ত হয়। উপজেলা স্বাস্থ্য বিভাগ রোগীদের বাড়ীর আইসোলেশনে রেখেই চিকিৎসা দিচ্ছেন।উপজেলা স্বাস্থ্য বিভাগ সুত্রে জানাগেছে, গত এক সপ্তাহে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪৫ জন রোগীর নমুনা করা হয়। এদের মধ্যে ৩০ জন প্রাাণঘাতী করোনায় আক্রান্ত হয়েছেন।
[৩] গত মঙ্গলবার ১৭ জনের মধ্যে ১০ জন আক্রান্ত হয়। সকলকেই বাড়ীর আইসোলেশনে রেখে যথাযথ চিকিৎসা দিচ্ছেন। এলাকা ঘুরে দেখা গেছে, পৌরশহর থেকে গ্রাম পর্যন্ত কোথায় কেহ স্বাস্থ্যবিধি মেনে চলা হচ্ছে না। ১০০ জনের মধ্যে ৯০ জনের মুখে মাস্ক নেইা। বিধি নিষেধ মানতে প্রশাসনের চোঁখে পড়ার মত কোন পদক্ষেপ এখন পর্যন্ত নিতে পারেনি। যেভাবে এলাকায় করোনা রোগী শনাক্ত হচ্ছে তা দ্রুত রোধ করতে না পারলে তা উপজেলা ব্যাপী ছড়িয়ে পড়ার আশংকা রয়েছে।
[৪] উপজেলায় করোনার সংক্রমণ বাড়তে থাকায় উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ হাসপাতালে আইসোলেশন ও অন্যান্য চিকিৎসা ব্যবস্থা প্রস্তুত রাখতে নতুন করে প্রস্তুতি নিচ্ছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হাসপাতালের ৩য় তলায় ১০টি বেড প্রস্তুত রাখা হয়েছে। মজুদ রাখা হয়েছে ৩০টির মত অক্সিজেন সিলিন্ডার।
[৫] উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আব্দুল মোনায়েম সাদ বলেন, আমতলী উপজেলায় ৭ হাজার ২’শ ১২ জন ভ্যাকসিনের জন্য নিবন্ধন করেন কিন্তু ৪ হাজার ৩’শ ৭৬ জন ভ্যাকসিন নিয়েছেন। ৩ হাজার এক’শ ৭৩ জন দ্বিতীয় ডোজ ভ্যাকসিন নিয়েছেন। ভ্যাকসিন না থাকায় ১ হাজার দুই’শ ৩ জন দ্বিতীয় ডোজ টিকা নিতে পারেনি। তিনি আরো বলেন, স্বাস্থ্যবিধি না মেনে চললে আক্রান্তের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাবে। করোনা ভাইরাস থেকে রক্ষায় ঘরে থাকা ও মাক্স ব্যবহার করা অত্যান্ত জরুরী।উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান বলেন, মানুষকে সচেতন করতে প্রচার- প্রচারনার পাশাপাশি মোবাইল কোর্ট পরিচালনা করছি।