শিরোনাম
◈ ১ বিলিয়ন ডলারে যুক্তরাষ্ট্র থেকে সয়াবিন কিনবে তিন প্রতিষ্ঠান ◈ বেসরকারি কলেজের অনার্স-মাস্টার্স শিক্ষকদের জন্য সুখবর ◈ চরভদ্রাসনে রাতের অন্ধকারে শটগানের মহড়া, পুলিশ নীরব — সরকারি স্কুলে চুরির মহামারি ◈ ঢাকায় আসছেন না ড. জাকির নায়েক ◈ চেয়ারের ছিদ্রে আটকে গেল নারীর আঙুল, ফায়ার সার্ভিসের সহায়তায় উদ্ধার — ভিডিও ভাইরাল ◈ এনসিপি পরনির্ভরশীল রাজনীতি করতে আসেনি: সারজিস আলম ◈ জিয়া অরফানেজ ট্রাস্ট মামলা: খালেদা জিয়াকে খালাস দিয়ে আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশ ◈ শান্ত‌কে অ‌ধিনায়ক ক‌রে আয়ারল্যান্ডের বিরু‌দ্ধে বাংলাদেশ টেস্ট দল ঘোষণা ◈ গভর্নরের মর্যাদা মন্ত্রীর সমান করার উদ্যোগ: বাংলাদেশ ব্যাংকের পূর্ণ স্বায়ত্তশাসন নিশ্চিতের প্রস্তাব ◈ বিপিএলের পাঁচ ফ্র্যাঞ্চাইজি চূড়ান্ত করল বিসিবি 

প্রকাশিত : ৩০ জুন, ২০২১, ০৫:১৭ সকাল
আপডেট : ৩০ জুন, ২০২১, ০৫:১৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রেস্তোরাঁয় ডাকাতের বন্দুকের সামনেও যুবক মুরগির ঠ্যাং খাওয়া নিয়ে ব্যস্ত (ভিডিও)

নিউজ ডেস্ক: রেস্তরাঁয় হঠাৎ আগ্নেয়াস্ত্র নিয়ে ঢুকে তাণ্ডব চালানো শুরু করেছেন ডাকাত। আশপাশের একের পর এক মানুষের উপরে লুঠতরাজ চালাচ্ছে সে। সবাই আতঙ্কিত। শুধু একজন ছাড়া। মনের সুখে মুরগির ঠ্যাং চিবোতেই ব্যস্ত এক যুবক। যেন কিছুই ঘটছে না।

রসিয়ে রসিয়ে মুরগির মাংস উপভোগ করছেন তিনি। অন্যদিকে মনযোগ দেওয়ার সময় নেই তার। এ সময় এক হাতে মুরগির ঠ্যাং ধরে কারও দিকে না তাকিয়ে অন্য হাতে নিজের ফোন ডাকাতের হাতে তুলে দেন যুবক।

এমন যেন চুপচাপ সব নিয়ে যাও তবু মুরগির ঠ্যাঙ চিবোতে ডিস্টার্ব করো না।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে এমন ঘটনাই দেখা গেল।

জানা গেছে, ঘটনাটি ঘটেছে ফিলিপাইনে। মুরগি-রসিক নির্লিপ্ত যুবকের কাণ্ড রসিকতাও চলছে নেটিজেনদের মধ্যে।

অনেকেই শেয়ার করেছেন সেই ভিডিও।

ভাইরাল সেই ভিডিওতে দেখা গেছে, একটি রেস্তরাঁয় খাবার খাচ্ছেন কাস্টমাররা। দাঁড়িয়ে গল্পও করছেন কেউ কেউ। সেই সময় হঠাৎ কালো টি-শার্ট গায়ে হেলমেট পরে এক যুবক ঢোকে সেখানে। তার হাতে আগ্নেয়াস্ত্র। সবার দিকে সেই অস্ত্র তাক করে লুঠপাট শুরু করে সে। আকস্মিক ঘটনায় রেস্তোরাঁর কাস্টমার, বয়সহ সবাই আতঙ্কিত হয়ে পড়েন। দরজার কাছে থাকা কয়েক জন বাইরে পালিয়ে যান।

এমন চিৎকার ও ভয়ানক পরিস্থিতিতেও দেখা যায় চুপচাপ বসে এক যুবক মুরগির ঠ্যাং চিবোচ্ছিলেন। বন্দুকের সামনে একটুও ভড়কে যাচ্ছেন না তিনি। এক হাতে মুরগির ঠ্যাং ধরে কারও দিকে না তাকিয়ে অন্য হাতে নিজের ফোন ডাকাতের হাতে তুলে দেন তিনি। সেই ফোন নিয়েই রেস্তরাঁ থেকে পালায় বন্দুকধারী ডাকাত।

ভিডিওটি দেখুন -

  • সর্বশেষ
  • জনপ্রিয়