শিরোনাম
◈ জনসমাগমে থমকে মহাসড়ক: নারায়ণগঞ্জ অংশে দীর্ঘ যানজট ◈ বিমানবন্দর থেকে পূর্বাচলে পথে তারেক রহমান (সরাসরি) ◈ ওসমান হাদি হত্যাকাণ্ড: ফায়ার কার্তুজ-বুলেট ব্যালিস্টিক পরীক্ষার নির্দেশ ◈ গাড়ি নেই বিমানবন্দর সড়কে, হেঁটে গন্তব্যে যাচ্ছেন মানুষজন ◈ সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে উড্ডয়ন করেছে তারেক রহমানকে বহনকারী বিমান ◈ ভোটের আগেই বিজয়ী আওয়ামী লীগ, যেভাবে হয়েছিল ৫ জানুয়ারির নির্বাচন ◈ দীর্ঘ ৬ হাজার ৩১৪ দিন পর স্বপরিবারে প্রিয় মাতৃভূমি বাংলাদেশে ফিরলেন তারেক রহমান ◈ তারেক রহমানের সংবর্ধনায় আসার পথে দুর্ঘটনায় আহত ৩২ ◈ বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে অবিস্মরণীয় ঘটনা ঘটতে যাচ্ছে আজ: সালাহউদ্দিন আহমদ (ভিডিও) ◈ সিলেট পৌঁছেছেন তারেক রহমান

প্রকাশিত : ৩০ জুন, ২০২১, ০৫:১৭ সকাল
আপডেট : ৩০ জুন, ২০২১, ০৫:১৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রেস্তোরাঁয় ডাকাতের বন্দুকের সামনেও যুবক মুরগির ঠ্যাং খাওয়া নিয়ে ব্যস্ত (ভিডিও)

নিউজ ডেস্ক: রেস্তরাঁয় হঠাৎ আগ্নেয়াস্ত্র নিয়ে ঢুকে তাণ্ডব চালানো শুরু করেছেন ডাকাত। আশপাশের একের পর এক মানুষের উপরে লুঠতরাজ চালাচ্ছে সে। সবাই আতঙ্কিত। শুধু একজন ছাড়া। মনের সুখে মুরগির ঠ্যাং চিবোতেই ব্যস্ত এক যুবক। যেন কিছুই ঘটছে না।

রসিয়ে রসিয়ে মুরগির মাংস উপভোগ করছেন তিনি। অন্যদিকে মনযোগ দেওয়ার সময় নেই তার। এ সময় এক হাতে মুরগির ঠ্যাং ধরে কারও দিকে না তাকিয়ে অন্য হাতে নিজের ফোন ডাকাতের হাতে তুলে দেন যুবক।

এমন যেন চুপচাপ সব নিয়ে যাও তবু মুরগির ঠ্যাঙ চিবোতে ডিস্টার্ব করো না।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে এমন ঘটনাই দেখা গেল।

জানা গেছে, ঘটনাটি ঘটেছে ফিলিপাইনে। মুরগি-রসিক নির্লিপ্ত যুবকের কাণ্ড রসিকতাও চলছে নেটিজেনদের মধ্যে।

অনেকেই শেয়ার করেছেন সেই ভিডিও।

ভাইরাল সেই ভিডিওতে দেখা গেছে, একটি রেস্তরাঁয় খাবার খাচ্ছেন কাস্টমাররা। দাঁড়িয়ে গল্পও করছেন কেউ কেউ। সেই সময় হঠাৎ কালো টি-শার্ট গায়ে হেলমেট পরে এক যুবক ঢোকে সেখানে। তার হাতে আগ্নেয়াস্ত্র। সবার দিকে সেই অস্ত্র তাক করে লুঠপাট শুরু করে সে। আকস্মিক ঘটনায় রেস্তোরাঁর কাস্টমার, বয়সহ সবাই আতঙ্কিত হয়ে পড়েন। দরজার কাছে থাকা কয়েক জন বাইরে পালিয়ে যান।

এমন চিৎকার ও ভয়ানক পরিস্থিতিতেও দেখা যায় চুপচাপ বসে এক যুবক মুরগির ঠ্যাং চিবোচ্ছিলেন। বন্দুকের সামনে একটুও ভড়কে যাচ্ছেন না তিনি। এক হাতে মুরগির ঠ্যাং ধরে কারও দিকে না তাকিয়ে অন্য হাতে নিজের ফোন ডাকাতের হাতে তুলে দেন তিনি। সেই ফোন নিয়েই রেস্তরাঁ থেকে পালায় বন্দুকধারী ডাকাত।

ভিডিওটি দেখুন -

  • সর্বশেষ
  • জনপ্রিয়