শিরোনাম
◈ শ্রীলঙ্কার কা‌ছে আফগা‌নিস্তান হে‌রে যাওয়ায় সুপার ফো‌রে খেলার সু‌যোগ পে‌লো বাংলাদেশ ◈ বাংলাদেশি নাগরিকত্ব নিয়ে টিউলিপের মিথ্যাচার, নতুন সংকটে স্টারমার: ডেইলি এক্সপ্রেসের রিপোর্ট ◈ শুধু অতীতের নয়, বর্তমানের দুর্নীতি থামাতেও নজর দিতে হবে: বিদ্যুৎ উপদেষ্টা ◈ বাংলাদেশ ও চীন সহযোগিতামূলক অংশীদারিত্বকে এগিয়ে নিতে একসাথে এগিয়ে যাবে : প্রধান উপদেষ্টা  ◈ সাফ চ‌্যা‌ম্পিয়নশী‌পে নেপালকে ৪-০ গো‌লে হারা‌লো বাংলাদেশ ◈ শ্রীলঙ্কার প্রতি বাংলা‌দে‌শের সমর্থন, চোখ এড়ায়নি লঙ্কান ক্রিকেট বোর্ডের ◈ আফগানিস্তান-শ্রীলংকা ম্যাচের ফল যেমন হলে লাভ বাংলাদেশের ◈ নির্বাচনী দায়িত্বে অপরাধের সাজা বাড়ছে: অধ্যাদেশের খসড়া অনুমোদন ◈ দেওয়ানি ও ফৌজদারি আদালত সম্পূর্ণভাবে পৃথক করলো সরকার ◈ কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার পক্ষে নয় বিএনপি : সিঙ্গাপুর থেকে দেশে ফিরে মির্জা ফখরুল

প্রকাশিত : ৩০ জুন, ২০২১, ০৫:১৭ সকাল
আপডেট : ৩০ জুন, ২০২১, ০৫:১৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রেস্তোরাঁয় ডাকাতের বন্দুকের সামনেও যুবক মুরগির ঠ্যাং খাওয়া নিয়ে ব্যস্ত (ভিডিও)

নিউজ ডেস্ক: রেস্তরাঁয় হঠাৎ আগ্নেয়াস্ত্র নিয়ে ঢুকে তাণ্ডব চালানো শুরু করেছেন ডাকাত। আশপাশের একের পর এক মানুষের উপরে লুঠতরাজ চালাচ্ছে সে। সবাই আতঙ্কিত। শুধু একজন ছাড়া। মনের সুখে মুরগির ঠ্যাং চিবোতেই ব্যস্ত এক যুবক। যেন কিছুই ঘটছে না।

রসিয়ে রসিয়ে মুরগির মাংস উপভোগ করছেন তিনি। অন্যদিকে মনযোগ দেওয়ার সময় নেই তার। এ সময় এক হাতে মুরগির ঠ্যাং ধরে কারও দিকে না তাকিয়ে অন্য হাতে নিজের ফোন ডাকাতের হাতে তুলে দেন যুবক।

এমন যেন চুপচাপ সব নিয়ে যাও তবু মুরগির ঠ্যাঙ চিবোতে ডিস্টার্ব করো না।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে এমন ঘটনাই দেখা গেল।

জানা গেছে, ঘটনাটি ঘটেছে ফিলিপাইনে। মুরগি-রসিক নির্লিপ্ত যুবকের কাণ্ড রসিকতাও চলছে নেটিজেনদের মধ্যে।

অনেকেই শেয়ার করেছেন সেই ভিডিও।

ভাইরাল সেই ভিডিওতে দেখা গেছে, একটি রেস্তরাঁয় খাবার খাচ্ছেন কাস্টমাররা। দাঁড়িয়ে গল্পও করছেন কেউ কেউ। সেই সময় হঠাৎ কালো টি-শার্ট গায়ে হেলমেট পরে এক যুবক ঢোকে সেখানে। তার হাতে আগ্নেয়াস্ত্র। সবার দিকে সেই অস্ত্র তাক করে লুঠপাট শুরু করে সে। আকস্মিক ঘটনায় রেস্তোরাঁর কাস্টমার, বয়সহ সবাই আতঙ্কিত হয়ে পড়েন। দরজার কাছে থাকা কয়েক জন বাইরে পালিয়ে যান।

এমন চিৎকার ও ভয়ানক পরিস্থিতিতেও দেখা যায় চুপচাপ বসে এক যুবক মুরগির ঠ্যাং চিবোচ্ছিলেন। বন্দুকের সামনে একটুও ভড়কে যাচ্ছেন না তিনি। এক হাতে মুরগির ঠ্যাং ধরে কারও দিকে না তাকিয়ে অন্য হাতে নিজের ফোন ডাকাতের হাতে তুলে দেন তিনি। সেই ফোন নিয়েই রেস্তরাঁ থেকে পালায় বন্দুকধারী ডাকাত।

ভিডিওটি দেখুন -

  • সর্বশেষ
  • জনপ্রিয়