শিরোনাম
◈ বেগম খালেদা জিয়ার জন্য সারাদেশে দোয়া ও প্রার্থনার আহ্বান জানিয়েছে সরকার  ◈ পাকিস্তানি ক্রিকেটাররা এনওসি পাচ্ছে না, বিপাকে পড়তে পা‌রে বিপিএল  ◈ বাফুফে ৪ কোটি টাকার বেশি আয় কর‌লো এশিয়ান কাপ বাছাই’র তিন ম্যাচ থেকে ◈ এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট ◈ রাজনী‌তি‌তে চল‌ছে সমীকরণ, জোটে যাওয়া নিয়ে এনসিপিতে নানা মত ◈ বিপিএলে নোয়াখালী‌তে খেল‌বেন মোহাম্মদ নবি, সিলেটে সালমান  ◈ বাংলাদেশে পথকুকুর বা বিড়াল হত্যায় কী শাস্তি রয়েছে? ◈ মে‌ক্সি‌কোর বিশ্বকাপ স্টেডিয়ামের পাশে শত শত ব্যাগে মানুষের দেহাবশেষ উদ্ধার ◈ চি‌কিৎসাধীন খালেদা জিয়ার অবস্থা অপরিবর্তিত, তবে ওষুধে রেসপন্স করছেন ◈ দেশের বাজারে কমলো স্বর্ণের দাম, আজ থেকে নতুন দরে বিক্রি

প্রকাশিত : ২৯ জুন, ২০২১, ০৩:৪৮ দুপুর
আপডেট : ২৯ জুন, ২০২১, ০৩:৪৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] টোকিও অলিম্পিকে অংশ নিতে ব্যর্থ ফারাহ

স্পোর্টস ডেস্ক: [২] ৫০০০ ও ১০০০০ মিটার রেস জগতের অন্যতম নক্ষত্র বৃটেনের অ্যাথলেট ফারাহকে দেখা যাবেনা টোকিও অলিম্পিকে। শুক্রবার ম্যানচেস্টারে ১০০০০ মিটার রেসের অলিম্পিক বাছাইয়ে নিদৃষ্ট সময়ের চেয়ে ২০ সেকেন্ড পর রেস শেষ করায় জুলাইয়ের শেষ সপ্তাহে মাঠে গড়াতে যাওয়া টোকিও অলিম্পিকে অংশগ্রহণের যোগ্যতা হারিয়েছেন ফারাহ। ১০০০০ মিটারের রেস ফারাহ শেষ করেন ২৭ মিনিট ৪৭ সেকেন্ডে।

[৩] ২০১২ লন্ডন অলিম্পিকে ফারাহ ৫০০০ ও ১০০০০ মিটার রেসে সর্বপ্রথম স্বর্ণ অর্জন করেন। ৪ বছর পর দুই হাজার ষোলোর রিও ডি জেনেরিওর অলিম্পিকেও এই অ্যাথলেট ৫০০০ এবং ১০০০০ মিটারে স্বর্ণ পান। তবে, ১৬ অলিম্পিকের পর থেকেই বিভিন্ন কারণে তার ফর্ম পড়তির দিকে। আমেরিকান কোচের এন্টি ডোপিং আইনে নিষিদ্ধ হাওয়া, ফারার ১০০০০ মিটার রেস ছেড়ে ম্যারাথনের মনোযোগী হওয়া ছিল তার পড়তি ফর্মের অন্যতম কারন। ম্যারাথনে প্রত্যাশীত সাফল্য না পেয়ে ফারাহ অলিম্পিক পদকের আশায় ট্র্যাকে ফিরলেও শেষ অলিম্পিকে আর অংশ নেয়া হচ্ছেনা এই বৃটিশ অ্যাথলেটের।

[৪] জুনের ৫ তারিখে লন্ডনে আয়োজিত ১০০০০ মিটারের রেসে ২৭ মিনিট ৫০ সেকেন্ডে ফারাহ অষ্টম স্থানে রেস শেষ করেন। শুক্রবার ২ জুলাই অলিম্পিক যোগ্যতা অর্জনের রেসে শরীরে পেসমেকার লাগিয়েও ফারাহর টাইমিং উন্নত হয় মাত্র ৩ সেকেন্ড। ৩৭ বছরের অ্যাথলেট আর কখনো ট্র্যাকে নামবেন কিনা তা এখনো জানাননি।

[৫] রেস শেষে ফারাহ বলেন, আমি আমার এতো বছরের ক্যারিয়ারের জন্য খুশি এবং গর্বিত, কিন্তু আজ আমার এতোটুকুই দেয়ার ছিল। এই হার অনেক কঠিন। আমি সবসময়ই বলেছি যদি সেরাদের সাথে প্রতিযোগীতা করতে না পারি তবে শুধু অংশগ্রহণের জন্য ফাইনাল স্টেজে যাবো না।

[৬] ৪ টি অলিম্পিক স্বর্ণের পাশাপাশি ফারাহ তার ক্যারিয়ারে ৬ টি বিশ্বচ্যাম্পিয়ন স্বর্ণ পদক এবং দুটি রৌপ্য পদকও পান। সোমালিয়ায় জন্ম নেয়া এই অ্যাথলেট ৮ বছর বয়সে বৃটেনে আসেন এবং ২০১৭ সালে ট্র্যাকে তার অর্জনের জন্য বৃটেনের রানী প্রদত্ত নাইটহুড উপধিতেও ভূষিত হন। - অলরাউন্ডার

  • সর্বশেষ
  • জনপ্রিয়