স্পোর্টস ডেস্ক : [২] অভিযুক্ত ক্রিকেটাররা হচ্ছেন উইকেটরক্ষক ব্যাটসম্যান নিরোশান ডিকভেলা ও কুশাল মেন্ডিস। অভিযোগের ভিত্তিতে যাদের বিরুদ্ধে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে শ্রীলঙ্কা ক্রিকেট।
[৩] বর্তমানে ইংল্যান্ড সফর করছে লঙ্কানরা। সদ্য শেষ হওয়া টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হওয়া লঙ্কানরা অপেক্ষায় রয়েছে ওয়ানডে সিরিজের। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায়, রাতের রাস্তায় ঘুরছেন এই দুই জন ক্রিকেটার।
[৪] তারা দুজনই ইংলিশদের বিপক্ষে সবশেষ ম্যাচের একাদশে ছিলেন। যদি অভিযোগ প্রমাণিত হয় তাহলে ২ সপ্তাহের আইসোলেশনের পাশাপাশি জরিমানাও দিতে হবে। ফলে তিন ম্যাচ সিরিজের প্রথম দুই ওয়ানডেতে খেলতে পারবেন না। - ক্রিকইনফো/ চ্যানেল২৪