শিরোনাম
◈ বাংলাদেশে অ-রাষ্ট্রীয় সশস্ত্র গোষ্ঠীকে কাজ করতে দেওয়া হবে না: পররাষ্ট্র উপদেষ্টা ◈ ৪৮ ঘণ্টায় বঙ্গোপসাগরে নতুন লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা, ভারী বর্ষণের শঙ্কা ◈ খেলতে গিয়ে নদীতে ডুবে তিন শিশুর মৃত্যু, চলছে নিখোঁজ দুইজনের উদ্ধারকাজ ◈ শনিবার বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় ◈ তুরস্কে ১,৬০০ বছরের প্রাচীন ওয়াইন তৈরির কারখানা উদ্ধার! ◈ ভারতের ৩৯% অবিবাহিত মনে করেন বিয়ে আর জীবনের মাইলফলক নয়, এটি ঐচ্ছিক ◈ বাংলাদেশে চতুর্থ গণভোটের আলোচনা: সংবিধানে কী আছে, আগের অভিজ্ঞতা কী বলছে ◈ বাংলাদেশকে হোয়াইটওয়াশ কর‌লো ওয়েস্ট ইন্ডিজ ◈ অন্তর্বর্তী সরকারের আমলেও কেন বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বন্ধ হলো না?  ◈ নূর ভাই বেঁচে আছেন, সে বেঁচে থাকা মৃত‍্যুর চেয়ে একটু ভালো: অভিনেতা আফজাল হোসেন

প্রকাশিত : ২৬ জুন, ২০২১, ০৬:৪৭ বিকাল
আপডেট : ২৬ জুন, ২০২১, ০৬:৪৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] স্বামীর কুপে স্ত্রী হাসপাতালে

আবু হাসাদ: [২] রাজশাহীর পুঠিয়ায় মোবাইল ফোনে কথা বলতে দেখে সন্দেহ করে স্ত্রীকে কুপিয়েছেন স্বামী। গুরুতর আঘাত নিয়ে স্ত্রী দিলারা বেগম (৩০) হাসপাতালের বেডে কাতরাচ্ছেন।

[৩] শনিবার (২৬ জুন) সকাল ৯টায় দিকে উপজেলার সদর ইউনিয়নের কান্দ্রা চুনিপাড়ায় এ ঘটনাটি ঘটে। গুরুতর জখম আহত দিলারা বেগম ওই গ্রামের আজিজুল ইসলামের স্ত্রী।

[৪] ভুক্তভোগী গৃহবধূ দিলারা বেগম বলেন, আমার ছেলে স্কুলে পড়ে। গ্রামের লোকজন বলছিল, ছাত্র-ছাত্রীদের উপবৃত্তির টাকা এসেছে। সে খোঁজ নেয়ার জন্য মোবাইলে স্কুলের ম্যাডামের সঙ্গে কথা বলছিলাম। আর এটা দেখে সন্দেহে তিনি (স্বামি) আমাকে হাসুয়া দিয়ে কুপিয়ে জখম করেছেন। এ সময় বাড়ির লোকজন আমাকে হাসপাতালে ভর্তি করেছেন। এ ঘটনায় আমার ভাই বাদী হয়ে থানায় একটি অভিযোগ দিয়েছেন।

[৫] তবে ভুক্তভোগীর স্বামী আজিজুল ইসলাম বলেন, পারিবারিক নানা বিষয়ে সে (স্ত্রী) আমার সাথে খারাপ আচারণ করে। প্রতিদিনের মতো আজ সকালে মাঠে কাজে যাচ্ছিলাম, তাকে নান্তা দেয়ার কথা বলতে সে ক্ষীপ্ত হয়ে উঠে। এক সময় দুজনের মধ্যে ধাক্কা-ধাক্কি শুরু হয়। সে সময় আমার হাতে হাসুয়া ছিল। কিভাবে তার গায়ে লেগে গেছে বুঝতে পারেনি।

[৬] থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী হোসেন বলেন, ওই ভুক্তভোগীর ভাই একটা অভিযোগ দিয়েছেন। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়