শিরোনাম
◈ নির্বাচনী দায়িত্বে অপরাধের সাজা বাড়ছে: অধ্যাদেশের খসড়া অনুমোদন ◈ দেওয়ানি ও ফৌজদারি আদালত সম্পূর্ণভাবে পৃথক করলো সরকার ◈ অহেতুক চাপ সৃষ্টি করতে জামায়াতের কর্মসূচি: মির্জা ফখরুল ◈ জুলাই সনদের আইনি ভিত্তি ও পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে রাজপথে সাত দল ◈ স্ত্রী আসলেই নারী কি না প্রমাণ দেবেন ম্যাখোঁ ◈ আগামী বছরের বইমেলার সময় পরিবর্তন ◈ সৌদি-পাকিস্তান প্রতিরক্ষা চুক্তি, যা জানালো ভারত ◈ সরকারি কর্মচারীদের জন্য বড় সুখবর: অবসরে বাড়ছে সুযোগ-সুবিধা, কমছে অপেক্ষাকাল ◈ আগামীকাল ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় ◈ সংবাদ সংগ্রহ করতে গিয়ে সন্ত্রাসীদের হামলায় যমুনা টিভির সাংবাদিকসহ আহত ৫

প্রকাশিত : ২৫ জুন, ২০২১, ০৭:৫১ বিকাল
আপডেট : ২৫ জুন, ২০২১, ০৭:৫১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] উজিরপুর উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকতা ডাঃ শওকত আলী রাজিব করোনায় আক্রান্ত

নাজমুল হক মুন্না : [২] বরিশাল জেলার উজিরপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের পঃপঃ কর্মকর্তা ডাঃ শওকত আলী রাজিব করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে জানা গিয়েছে।

[৩] তিনি ২০২০ সালে উজিরপুর উপজেলার গন মানুষকে মহামারি করোনার প্রকোপ থেকে বাঁচানোর দায়িত্ব নিয়ে সফল হযেছেন এবং গোটা বাংলাদেশে তিনি একজন চিকিৎসক হিসাবে করোনা যোদ্ধার গৌরব ও খ্যাতি অর্জন করেন। সেই মানবিক দয়ালু মানুষটি আজ করোনার সাথে যুদ্ধ করে অবশেষে নিজেই করোনায় আক্রান্ত হয়েছেন। করোনা ভাইরাসের উপসর্গ থাকার সন্দেহ হওয়ায় গত ১৮ জুন করোনা পরিক্ষার জন্য তিনি স্যাম্পল দেন।

[৪] গত ২১ জুন রিপোর্টে তার শরীরে করোনা পজিটিভ ধরা পরে । উজিরপুর উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ শওকত আলী রাজিব ও তার স্ত্রী উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নাদিয়া পারভীন দুজনে মিলে মহামারী করোনা মোকাবেলায় জীবন বাজি রেখে প্রায় ২ বছর ধরে মানুষের সেবায় প্রতিনিয়ত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন, সেই সাথে উজিরপুর উপজেলা ও পার্শবর্তি বাবুগঞ্জ উপজেলার গনমানুষের কাছে একজন চিকিৎসক হিসাবে তিনি দেবতার খ্যাতি অর্জন করেন।

[৫] মানব সেবায় তার চিকিৎসক দম্পত্তির কোন তুলনা হয়না। বর্তমানে ডাঃ শওকত আলী নিজ বাড়ীতে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। তবে পরিবারের কোন সদস্য এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়নি বলে জানিয়েছেন তার স্ত্রী ডাঃ নাদিয়া পারভিন।

[৬] ডঃ শওকত আলী রাজিবের বর্তমান সময়ের পৃথিবী ব্যাপি দূর্যোগ পূর্ণ মহামারী করোনাভাইরাস থেকে মুক্তি পাওয়ার জন্য তার পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চেয়ে অনুরোধ জানিয়েছেন। তাছাড়া স্থানীয় সচেতন মহলের তার সর্বাঙ্গিন মঙ্গল ও সুস্থ্যতা কামনা করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়