[১] জবিতে ‘অফিস ব্যবস্থাপনার কলাকৌশল’ বিষয়ক ট্রেনিং অনুষ্ঠিত
জবি প্রতিনিধি: [২] জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ইন্সটিটিউশনাল কোয়ালিটি এ্যাসুরেন্স সেল (আইকিউএস) এর আয়োজনে ‘অফিস ব্যবস্থাপনার কলাকৌশল’ বিষয়ক ট্রেনিং অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ জুন) অনলাইন প্ল্যাটফর্মে এই ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।
[৩] প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে উপাচার্য অধ্যাপক ড. মো: ইমদাদুল হক এবং বিশেষ অতিথি হিসেবে ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ উপস্থিত ছিলেন।
[৪] প্রোগ্রামের প্রথম পর্বে Office Management বিষয়ে আলোকপাত করেন শাকিল মেরাজ এবং ২য় পর্বে DO'S AND DON'TS IN THE OFFICE বিষয়ে আলোকপাত করেন আইকিউএস (IQAC) এর অতিরিক্ত পরিচালক ও সমাজকর্ম বিভাগের চেয়্যারম্যান অধ্যাপক ড. রাজিনা সুলতানা।
[৫] এতে সভাপতি হিসেবে আইকিউএস (IQAC) জবি'র পরিচালক ও পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো: কামরুল আলম খান এবং মডারেটর হিসেবে অতিরিক্ত পরিচালক ও পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. আইন-উল হুদা উপস্থিত ছিলেন।
[৬] ট্রেনিং প্রোগ্রামে আরো অংশগ্রহণ করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো: ওহিদুজ্জামানসহ বিভিন্ন দপ্তর ও বিভাগের কর্মকর্তাবৃন্দ।