শরীফ শাওন : [২] ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আখতারুজ্জামান বলেন, প্রথমবারের মতো ঢাকার বাইরে বিভাগীয় শহরে ভর্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে শিক্ষার্থীরা তাদের পছন্দমতো নিকটবর্তী পরীক্ষা কেন্দ্রে স্বল্প খরচে ভর্তি পরীক্ষা দিতে পারবেন। এতে শিক্ষার্থী ও অভিভাকদের দুর্ভোগ কমবে।
[৩] বৃহস্পতিবার ঢাবির সিনেট সভায় তিনি বলেন, বর্তমান কোভিড পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পুরো শিক্ষাব্যবস্থাকে ডিজিটালাইজড করার চিন্তা করছে। এজন্য একটি ডিজিটাল হাব তৈরির পরিকল্পনার করেছে ঢাবি।
[৪] এর আগে বিভাগীয় শহরে পরীক্ষার সিদ্ধান্ত নেওয়া হলেও করোনা পরিস্থিতির কারণে তা সম্ভব হয়নি।