শিরোনাম
◈ আবারও জেন-জি বিক্ষোভ, এবার দেশ ছেড়ে পালালো আরেক প্রেসিডেন্ট (ভিডিও) ◈ আমানত সুরক্ষা দ্বিগুণ, ফেরত সময় কমলো— ব্যাংক খাতে নতুন যুগের সূচনা? ◈ টাইফয়েড টিকার কার্যকারিতা, পার্শ্বপ্রতিক্রিয়া কতটুকু ◈ সাত কলেজের বিশ্ববিদ্যালয় গঠন: অধ্যাদেশের কাজ ৮০ শতাংশ শেষ, আন্দোলন স্থগিত শিক্ষার্থীদের ◈ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের তারিখ জানাল ইসি ◈ দারিদ্র্যমুক্ত বিশ্ব গড়তে ৬ প্রস্তাবনা প্রধান উপদেষ্টার ◈ কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক স্বীকৃতি দিয়ে প্রজ্ঞাপন ◈ ২৪ ঘণ্টার মধ্যে আসামিকে আদালতে আনতেই হবে: ‘অস্থায়ী কারাগার’ প্রসঙ্গে চিফ প্রসিকিউটর ◈ ক্ষুদ্র বাংলাদেশ আজ খাদ্য নিরাপত্তার উদাহরণ: রোমে বিশ্ব খাদ্য ফোরামে ইউনূস ◈ ট্রাম্পের বক্তব্যের সময় ফিলিস্তিনের স্বীকৃতি চাইলেন ইসরাইলি এমপি, পার্লামেন্টে হট্টগোল (ভিডিও)

প্রকাশিত : ২৪ জুন, ২০২১, ০৪:২১ দুপুর
আপডেট : ২৪ জুন, ২০২১, ০৪:৪৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বগুড়ায় দুই অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার

বগুড়া প্রতিনিধিঃ [২] কাহালুতে নিঁখোজের দই দিন পর সাব্বির আহমেদ (১৪) নামে এক অটোরিকশা চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

[৩] বৃহস্পতিবার সকাল ১১টায় শাজাহানপুরের খরণা ইউনিয়নের জগন্নাথপুর এলাকায় রাস্তার পাশের ডোবা থেকে হাত-পা বাঁধা অবস্থায় লাশটি উদ্ধার করে। নিহত সাব্বির আহমেদ কাহালু উপজেলার জামগ্রামের ইজিবাইক চালক গোলাম রব্বানীর ছেলে। বৃহস্পতিবার সকালে স্থানীয়দের কাছ থেকে সাব্বিরের লাশের খবর পাওয়া যায়।

[৪] জানা যায়, সাব্বিরের বাবা একজন দরিদ্র ইজিবাইক চালক, করোনাকালীন সময়ে স্কুল বন্ধ থাকায় সাব্বির ইজিবাইক চালিয়ে বাবাকে সহযোগিতা করে আসছিল। মঙ্গলবার সন্ধায় ইজিবাইকসহ সাব্বির নিখোঁজ হয়। এরপর পরিবারের সদস্যরা বিভিন্ন যায়গায় খোজা খুজি করে না পাওয়ায় ওইদিন রাতে কাহালু থানায় একটি সাধারন ডায়েরি (জিডি) করে। পরের দিন এলাকায় মাইকিংও করা হয়। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে ছিনতাইকারীরা ইজিবাইক ছিনিয়ে নিয়ে সাব্বিরকে গলায় রশি দিয়ে ফাঁস দিয়ে হত্যা করে পুকুরে লাশ ফেলে যায়। লাশটি ময়নাতদন্তের জন্য  শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

[৫] শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামন এ প্রতিবেদক-কে বলেন, সাব্বিরের গলায় ফাঁস লাগানোর চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।

[৬] অপর দিকে আরও এক অটোরিকশা চালকের লাশ উদ্ধার হয়।

[৭] বগুড়ার আদমদীঘি উপজেলার ম্যানকাপাড়া এলাকার ধানক্ষেত থেকে শামীম ফকির (২৭) নামে এক অটোরিকশা চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল ১০টায় লাশটি উদ্ধার করে। নিহত শামীম ফকির নওগাঁর রানীনগর উপজেলার সেকেন্দার ফকিরের ছেলে।

[৮] জানা যায়, বুধবার সন্ধ্যায় শামিম তার অটোরিকশা নিয়ে শ্বশুর বাড়ী আদমদিঘী উপজেলার কুসুমদি যাওয়ার জন্য বের হয়। এরপর বৃহস্পতিবার সকালে স্থানীয়রা লাশটি দেখতে পেয়ে থানায় খবর দিলে আদমদীঘি থানা পুলিশ লাশটি উদ্ধার করে। লাশটি ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

[৯] আদমদিঘী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.জালাল উদ্দিন এ প্রতিবেদক-কে বলেন, নিহতের স্বজনরা ঘটনাস্থলে এসেছেন। আমরা এখনও নিশ্চিত নয় ঠিক কি কারণে শামীমকে হত্যা করা হয়েছে। হত্যা রহস্য উদঘটনে পুলিশ কাজ করছে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়