শিরোনাম
◈ নির্বাচন কর্মকর্তাদের নিরাপত্তা জোরদার: গানম্যান ও অতিরিক্ত পুলিশ মোতায়েনের নির্দেশ ◈ পরিবার আমার নিরাপত্তা নিয়ে গভীর উদ্বিগ্ন: প্রেস সচিব ◈ দেশের বাজারে সোনার দাম ভরিতে বাড়লো ৩ হাজার ৪৪২ টাকা ◈ সুদানে সন্ত্রাসী হামলায় ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত: আইএসপিআর ◈ ভিত্তিহীন ও এআই-জেনারেটেড তথ্য নিয়ে বক্তব্য দেওয়ায় দুঃখ প্রকাশ রিজভীর ◈ রোকেয়া পদকজয়ীদের সংবর্ধনায় প্রধান উপদেষ্টা ইউনূস, ওসমান হাদির ওপর হামলায় উদ্বেগ প্রকাশ পদকপ্রাপকদের ◈ আফগানিস্তানকে হারিয়ে যুব এশিয়া কাপে বাংলা‌দে‌শের সুন্দর সূচনা ◈ আমরা যদি ঐক্যবদ্ধ না হই, দেশ ধ্বংস হয়ে যাবে: তারেক রহমান ◈ ওসমান হাদিকে গুলির ঘটনায় সন্দেহভাজন কে এই ফয়সাল? ◈ ওসমান হাদির হামলা নিয়ে ডিএমপি কমিশনারের নামে 'ভুয়া ফটোকার্ড' ছড়ানোর বিষয়ে সতর্কতা

প্রকাশিত : ২৪ জুন, ২০২১, ০৩:৩৬ দুপুর
আপডেট : ২৪ জুন, ২০২১, ০৩:৩৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নওগাঁয় একদিনে ২২১জনের করোনা শনাক্ত, ২ জনের মৃত্যু

আশরাফুল নয়ন:[২] নওগাঁয় গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে দুইজনের মৃত্যু হয়েছে। এ সময় নতুন করে আক্রান্ত হয়েছেন ২২১ জন। বুধবার (২৪ জুন) দুপুরে ডেপুটি সিভিল সার্জন ডা. মঞ্জুর এ মোর্শেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

[৩] এর আগে ২৩ জুন করোনায় সর্বোচ্চ মৃত্যু ছিল চারজনের। জেলা স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী, জেলায় ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে নতুন করে আরও দুইজনের মৃত্যু হয়। এ সময় নতুন ৭৮৮ নমুনার বিপরীতে ২২১ জনের করোনা শনাক্ত হয়।

[৪] নতুন করে আক্রান্তদের মধ্যে নওগাঁ সদর উপজেলার ৭৬ জন, আত্রাইয়ের ৩ জন, রানীনগরের ১১ জন, মান্দার ১২ জন, নিয়ামতপুর উপজেলার ২৫ জন, পোরশার ১৩ জন, সাপাহারের ১৩ জন, পত্নীতলার ১৬ জন, ধামুরহাট উপজেলার ১৪ জন, মহাদেবপুরে ৩২ জন, বদলগাছীর ৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।

[৫] নওগাঁর ডেপুটি সিভিল সার্জন ডা. মঞ্জুর এ মোর্শেদ বলেন, গতকাল ( বুধবার) দুপুর থেকে আজ ( বৃহস্পতিবার ) দুপুর পর্যন্ত এই ২৪ঘন্টায় নতুন ২২১ জন আক্রান্ত হওয়ায়, এনিয়ে জেলায় মোট ৩ হাজার ৯৫৭ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৮.০৪ শতাংশ। এ সময় সদর উপজেলার একজন ও বদলগাছীর একজন মারা গেছেন। জেলায় এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মোট মৃত্যু হয়েছে ৭০ জনের।
তিনি আরো বলেন, পিসিআর টেস্টে ৫৫১ এর নমুনায় ১৭২ জন পজিটিভ এবং এন্টিজেন টেস্টে ২৩৭জনের নমুনায় ৪৯ জন পজিটিভ আসে। মোট ৭৮৮ জনের নমুনা টেস্টে ২২১ জন করোনা পজিটিভ আসে।

[৬] নওগাঁ সিভিল সার্জন অফিসের মেডিক্যাল অফিসার আশীষ কুমার সরকার ( কন্ট্রোল ডিজিজ ) জানান, ২৪ঘন্টায় জেলায় মোট কোয়ারেন্টিনে নেয়া হয়েছে ২৫৩ ব্যক্তিকে। কোয়ারেন্টিন থেকে ছাড়পত্র পেয়েছেন ৫৪ জন। বর্তমানে জেলায় প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রয়েছেন ৬৮ জন এবং হোম কোয়ারেন্টিনে রয়েছেন মোট ২ হাজার ৮৪২ জন।

[৭] এদিকে করোনা সংক্রমণ রোধে চলতি মাসের ৩ জুন থেকে ৯জুন নওগাঁ জেলার দুইটি উপজেলায় সপ্তাহব্যাপী লকডাউন ঘোষণা করা হয়েছে। এই লকডাউন শেষে পরে জেলায় বিশেষ বিধিনিষেধ আরোপ করা হয়। মহামারি করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে নওগাঁয় বিশেষ বিধিনিষেধ চলমান রয়েছে।#

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়