শিরোনাম
◈ যেভা‌বে বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনার উত্থান ও পতন ◈ ধানমন্ডি ৩২-এ থমথমে পরিস্থিতি, সেনা-পুলিশ-বিজিবির কড়া অবস্থান ◈ রা‌তে এ‌শিয়ান কাপ বাছাই‌য়ে বাংলাদেশ ও ভারত মু‌খোমু‌খি ◈ এবার যে কারণে ভারতীয়দের ভিসামুক্ত প্রবেশ বাতিল করল ইরান! ◈ বিশ্বের শীর্ষ তরুণ নিউক্লিয়ার গবেষক তালিকায় প্রথমবারের মতো বাংলাদেশি বুয়েটের ড. বাহাউদ্দিন আলম ◈ ব্যবসার আড়ালে চোরাচালান, দিলীপ আগরওয়ালার বিরুদ্ধে ৬৭৮ কোটি টাকা মানিলন্ডারিং মামলা ◈ হাসিনার রায় নিয়ে বিজেপি নেতা শুভেন্দু যে মন্তব্য করলেন! ◈ সম্পদ বাজেয়াপ্তের আদেশ, শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানের সম্পদ কত? যা জানাগেল ◈ জার্মানি ও নেদারল্যান্ডস বিশ্বকাপে জায়গা নি‌শ্চিত কর‌লো ◈ কোটালীপাড়ায় ককটেল হামলায় তিন পুলিশ সদস্য আহত

প্রকাশিত : ২৪ জুন, ২০২১, ০২:৫৫ দুপুর
আপডেট : ২৪ জুন, ২০২১, ০২:৫৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মঠবাড়িয়ায় পৌরসভায় ৪৫ কোটি টাকার প্রাক বাজেট ঘোষাণা

জুলফিকার আমীন: [২] পিরোজপুরের মঠবাড়িয়া পৌর সভায় ২০২১-২২ অর্থ বছরের প্রায় ৪৬ কোটি টাকার প্রাক বাজে ঘোষনা করেছে। বৃহস্পাতবার সকালে পৌরসভা সভাকক্ষে প্যানেল মেয়র মো. মঞ্জুর রহমান শিকদারের সভাপতিত্বে প্রাক বাজের উত্থাপন করেন, পৌর সভার হিসাব রক্ষণ কর্মকতা মো. হাবিবুর রহমান।

[৩] এসময় তিনি ২০২১-২২ অর্থ বছরের সম্ভব্য (প্রাক) বাজেটের অলোচনা সভায় বলেন, প্রারম্ভিক স্থিতি ৩৭ কোটি ৮৯ লাখ, ৩৬ হাজার ৫‘শ ১০ টাকা আয় ও ৩৬ কোটি ৬২ লাখ, ৪৫ হাজার ৬‘শ টাকা ব্যায় ধরে এবং ১ কোটি ২৬ লাখ ৯০ হাজার ৯‘শ ১০ টাকা উদ্ধৃত রেখে সর্ব মোট ৪৫ কোটি ২৯ লাখ, ৬১ হাজার ৫‘শ ২৩ টাকার একটি প্রস্তাবিত বাজেট ঘোষণা করেন।

[৪] এসময় ঘোষিত বাজেটের ওপর অলোচনা করেন, পৌর কাউন্সিলর মতিয়ার রহমান মিলন, শফিকুর রহমান, মো. হারুণ অর রশিদ, মো. ইউসুব আলী মৃধা, সরোয়ার হোসেন সগীর, কাজি এমাদুল হক, মোসাঃ তাহেরুন্নেছা, মিসেস সালোহা ইসলাম, পৌর সচিব মোহা. হারুন আর রশিদ, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক নূর হোসাইন মোল্লা, বস্তি উন্নয়ন কর্মকর্তা বলরাম ঘোষ, হিসাব রক্ষক মিজানুর রহমান, কর আদায়কারী মনিরুজ্জামান, কর নির্ধারক নুরুজ্জামান, হিসাব সহকারি (ভার) মো. শাহ আলম প্রমূখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়