শিরোনাম
◈ রাতে বাংলামোটরে জুলাই পদযাত্রার গাড়িতে ককটেল হামলা (ভিডিও) ◈ যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক মোকাবেলায় বাংলাদেশের চার দফা কৌশল ◈ বিআরটিএর মোটরসাইকেল রেজিস্ট্রেশন নিয়ে কঠোর নির্দেশনা ◈ সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় গ্রেপ্তার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে অবিশ্বাস্য ব্যাটিং ধসে বাংলাদেশ হার‌লো ৭৭ রা‌নে ◈ ২০ বছরেও অধরা এমআই-৬'র ভেতরের রুশ গুপ্তচর! (ভিডিও) ◈ নারী ফুটবলের এই অর্জন গোটা জাতির জন্য গর্বের: প্রধান উপদেষ্টা ◈ প্রবাসীদের জন্য স্বস্তি: নতুন ব্যাগেজ রুলে মোবাইল ও স্বর্ণ আনার সুবিধা বাড়লো ◈ একযোগে ৩৩ ডেপুটি জেলারকে বদলি ◈ 'মধ্যপ্রাচ্যে সিলেট-ব্রাহ্মণবাড়িয়ার লোকেরা ঘোষণা দিয়ে মারামারি করে' (ভিডিও)

প্রকাশিত : ২৪ জুন, ২০২১, ০২:৫৫ দুপুর
আপডেট : ২৪ জুন, ২০২১, ০২:৫৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মঠবাড়িয়ায় পৌরসভায় ৪৫ কোটি টাকার প্রাক বাজেট ঘোষাণা

জুলফিকার আমীন: [২] পিরোজপুরের মঠবাড়িয়া পৌর সভায় ২০২১-২২ অর্থ বছরের প্রায় ৪৬ কোটি টাকার প্রাক বাজে ঘোষনা করেছে। বৃহস্পাতবার সকালে পৌরসভা সভাকক্ষে প্যানেল মেয়র মো. মঞ্জুর রহমান শিকদারের সভাপতিত্বে প্রাক বাজের উত্থাপন করেন, পৌর সভার হিসাব রক্ষণ কর্মকতা মো. হাবিবুর রহমান।

[৩] এসময় তিনি ২০২১-২২ অর্থ বছরের সম্ভব্য (প্রাক) বাজেটের অলোচনা সভায় বলেন, প্রারম্ভিক স্থিতি ৩৭ কোটি ৮৯ লাখ, ৩৬ হাজার ৫‘শ ১০ টাকা আয় ও ৩৬ কোটি ৬২ লাখ, ৪৫ হাজার ৬‘শ টাকা ব্যায় ধরে এবং ১ কোটি ২৬ লাখ ৯০ হাজার ৯‘শ ১০ টাকা উদ্ধৃত রেখে সর্ব মোট ৪৫ কোটি ২৯ লাখ, ৬১ হাজার ৫‘শ ২৩ টাকার একটি প্রস্তাবিত বাজেট ঘোষণা করেন।

[৪] এসময় ঘোষিত বাজেটের ওপর অলোচনা করেন, পৌর কাউন্সিলর মতিয়ার রহমান মিলন, শফিকুর রহমান, মো. হারুণ অর রশিদ, মো. ইউসুব আলী মৃধা, সরোয়ার হোসেন সগীর, কাজি এমাদুল হক, মোসাঃ তাহেরুন্নেছা, মিসেস সালোহা ইসলাম, পৌর সচিব মোহা. হারুন আর রশিদ, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক নূর হোসাইন মোল্লা, বস্তি উন্নয়ন কর্মকর্তা বলরাম ঘোষ, হিসাব রক্ষক মিজানুর রহমান, কর আদায়কারী মনিরুজ্জামান, কর নির্ধারক নুরুজ্জামান, হিসাব সহকারি (ভার) মো. শাহ আলম প্রমূখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়