শিরোনাম
◈ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ'র নির্দেশেই বাংলাদেশি সন্দেহে ওপারে পুশব্যাক করা হচ্ছে: মমতা ◈ বিশ্বকাপের আগে বাংলা‌দে‌শের আর কোনো ম্যাচ নেই, সবচেয়ে বেশি ভারতের ◈ বিলিয়ন ডলার ঋণে চা‌পে ম্যানচেস্টার ইউনাইটেড ◈ ঢাবি শিক্ষক জামাল উদ্দীনকে হেনস্তা ডাকসু নেতার, ধাওয়া করার ভিডিও ভাইরাল ◈ একাত্তর আমাদের শেকড় এর প্রজন্মকে নিকৃষ্ট বলার দুঃসাহস তারা কীভাবে দেখায়: ফখরুল ◈ টানা লোকসান পেরিয়ে মুনাফায় বাংলাদেশ স্যাটেলাইট-১: অর্ধেক সক্ষমতায়ই আয় বেড়ে স্থিতিশীল হচ্ছে বিএসসিএল ◈ মাহফুজ ও আসিফের বিরুদ্ধে মিছিল, নেতৃত্বে এনসিপি থেকে বহিষ্কৃত মুনতাসির (ভিডিও) ◈ তফসিল ঘোষণার পর ইসির অধীনে যাবে যে সব দায়িত্ব ও ক্ষমতা ◈ যে কারণে এশিয়ার দেশে দেশে ভয়াবহ বন্যা, জানালেন বিজ্ঞানীরা ◈ ‘অপমানিত’ বোধ করছেন বাংলাদেশের রাষ্ট্রপতি, মেয়াদের অর্ধেকেই পদ ছাড়তে চান: রয়টার্সকে প্রেসিডেন্ট সাহাবুদ্দিন

প্রকাশিত : ২৪ জুন, ২০২১, ০৯:১৮ সকাল
আপডেট : ২৪ জুন, ২০২১, ১২:৩৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলার সম্পদের পরিমান ৭০ লাখ ডলার বলছে ফোর্বস

রাশিদুল ইসলাম : [২] ফোর্বস ম্যাগাজিনের সর্বশেষ সংখ্যা বলছে কমলা হ্যারিস ও তার স্বামী ডগলাস এমহফের যৌথ পোর্টফোলিওতে দেখা যাচ্ছে, লস এঞ্জেলস ও ওয়াশিংটনে তাদের বাড়ি আছে। এছাড়া ১০ লাখ ডলারের দু’টি পেনশন প্রকল্প কিনেছেন তারা। এমহফের রিটায়ারমেন্ট অ্যাকাউন্ট আছে ১২ লাখ ডলারের। কমলার সম্পত্তির পরিমাণ ৭০ লাখ ডলার। বাংলাদেশি মুদ্রায় তার পরিমাণ অর্ধশত কোটি টাকার বেশি।

[৩] ১৯৮৯ সালে আইনের ডিগ্রি লাভ করার পরে কমলা আলামেডা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির অফিসে কাজ করেন। ১৯৯৮ সালে তিনি সানফ্রানসিস্কোয় জেলা অ্যাটর্নির অফিসে চাকরি পান। ওই সময় তিনি ৩ লাখ ডলার দিয়ে একটি ফ্ল্যাট কিনেছিলেন। গত মার্চে সেই ফ্ল্যাটটি তিনি ৮ লাখ ৬০ হাজার ডলারে বিক্রি করেন।

[৪] ২০০৩ সালে তিনি প্রথমবার ভোটে দাঁড়ান। ভোটে জিতে তিনি হন সানফ্রানসিস্কোর জেলা অ্যাটর্নি। তার ট্যাক্স রিটার্ন অনুযায়ী, ২০০৪ সালে তিনি রোজগার করেছিলেন ১ লাখ ৪০ হাজার ডলার। ২০১০ সালে তিনি ভোটে জিতে ক্যালিফোর্নিয়ার অ্যাটর্নি জেনারেল হন। এর আগে কোনও কৃষ্ণাঙ্গ ওই পদ পাননি।

[৫] ২০১৫ সালে কমলা সিনেট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। তখন তাকে নিজের সম্পত্তির বিস্তারিত হিসাব দাখিল করতে হয়েছিল। তখন কমলা ও তার স্বামীর মোট সম্পত্তির পরিমাণ ১০ লাখ থেকে ৩৯ লাখ ডলারের মধ্যে।

[৬] ক্ষমতা বৃদ্ধি পাওয়ার সঙ্গে কমলার সম্পত্তির পরিমাণও বৃদ্ধি পায়। ২০১৯ সালে প্রকাশিত হয় তার স্মৃতিকথা ‘দ্য ট্রুথস উই হোল্ড’। যুক্তরাষ্ট্রে সেই বই বিক্রি হয় ২ লাখ কপি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়