শিরোনাম
◈ রিটার্ন না দেওয়া টিআইএনধারীদের বিরুদ্ধে অভিযান জোরদারের নির্দেশ ◈ সকালে উঠেই এক লিটার পানি পান: কতটা উপকারী? বিশেষজ্ঞরা কী বলছেন? ◈ তারেক-জুবাইদার দুর্নীতির মামলায় ‘ত্রুটিপূর্ণ বিচার’, পূর্ণাঙ্গ রায়ে খালাস হাইকোর্টে ◈ বাবা-মায়ের বিরুদ্ধে মামলা করা সেই তরুণীকে নিয়ে যা বললেন আহমাদুল্লাহ (ভিডিও) ◈ জুলাই স্মরণে ‘তুমি কে আমি কে রাজাকার রাজাকার’ স্লোগানে ফের প্রকম্পিত ঢাবি (ভিডিও) ◈ পর্যাপ্ত অর্থ ও হোটেল বুকিং না থাকায় কুয়ালালামপুর বিমানবন্দরে ৯৬ বাংলাদেশি আটক ◈ বাড়ির নিচতলায় গ্যারেজে বসে চোখের পানি ফেলছেন, ছেলের বিরুদ্ধে মাকে বাড়িতে ঢুকতে না দেওয়ার অভিযোগ ◈ ইংল‌্যা‌ন্ডের লর্ডসে ডুবলো ভার‌তের রণতরী, সিরিজে এ‌গি‌য়ে গে‌লো ইং‌রেজরা ◈ কানাডার টরন্টো শহরে ইসকনের রথযাত্রায় ডিম নিক্ষেপ, ঘটনায় ভারতের গভীর উদ্বেগ (ভিডিও) ◈ একটি দল লম্বা লম্বা কথা বলা ছাড়া সুকৌশলে চাঁদা ও হাদিয়া নেওয়া ছাড়া কোনো কাজ করে না: মির্জা আব্বাস

প্রকাশিত : ২৩ জুন, ২০২১, ১২:৫২ দুপুর
আপডেট : ২৩ জুন, ২০২১, ১২:৫২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

১’শ কোটি পারিশ্রমিকে রজনীকান্তকে পেছনে ফেললেন বিজয়

বিনোদন ডেস্ক: মঙ্গলবার (২২ জুন) ছিল ভারতীয় চলচ্চিত্রের তারকার ৪৭তম জন্মদিন। বিশেষ এই দিনে ভক্তদের জন্য সুখবর দেন তাঁর নতুন সিনেমার নির্মাতারা। ভক্তরা প্রত্যক্ষ করে থালাপতি সিক্সটি ফাইভের ফার্স্ট ও সেকেন্ড লুক পোস্টার। এটি বিজয়ের ৬৫তম সিনেমা, তাই একে থালাপতি সিক্সটি ফাইভ বলা হচ্ছে। পোস্টার প্রকাশের সঙ্গে সঙ্গে ভক্তরা ছড়িয়ে দেয় অন্তর্জালজুড়ে। পোস্টারে বিজয়কে অ্যাকশন-প্যাকড অবতারে দেখা যায়।  এনটিভি

পরিচালক নেলসন দিলীপকুমারের সঙ্গে বিজয়ের আগামী সিনেমার নাম ‘বিস্ট’ এবং পোস্টারই বলে দিচ্ছে সিনেমাটি হবে বেশ মারদাঙ্গার। প্রথম পোস্টারে বিজয়ের হাতে বেশ বড় অস্ত্র দেখা যায়। তাঁর পরনে সাদা ভেস্ট ও কালো জিন্স। দ্বিতীয় পোস্টারে দেখা যায়, বিজয় সাদা শার্ট পরিহিত। এখানেও হাতে অস্ত্র, তবে ছোট। তাঁর পেছনে হেলিকপ্টার।

এবার ভারতের সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের খবর, ‘বিস্ট’ সিনেমার জন্য থালাপতি বিজয় পারিশ্রমিক নিচ্ছেন প্রায় ১০০ কোটি রুপি। এর মাধ্যমে এক সিনেমায় পারিশ্রমিকের দিকে মেগাস্টার রজনীকান্তকে ছাড়িয়ে গেলেন বিজয়। রজনীকান্ত তাঁর সবশেষ মুক্তি পাওয়া সিনেমা ‘দরবার’-এ প্রায় ৯০ কোটি রুপি পারিশ্রমিক নিয়েছিলেন। বিজয়ের এই নতুন পারিশ্রমিক তাঁকে তামিল সিনেমা অঙ্গনের অন্যতম সর্বোচ্চ সম্মানী পাওয়া তারকায় পরিণত করেছে।

‘বিস্ট’ সিনেমায় বিজয়ের নায়িকা পূজা হেজ। এটি দিয়ে তিনি তামিল সিনেমায় ফিরছেন। আশা করা হচ্ছে, সবশেষ সিনেমা ‘মাস্টার’-এর মতো ‘বিস্ট’-ও পোঙ্গাল উৎসবকে কেন্দ্র করে মুক্তি দেওয়া হবে। যদিও এ খবর নিশ্চিত হওয়া যায়নি। পত্রপত্রিকার খবর, বিজয় এ সিনেমায় স্পেশাল এজেন্টের ভূমিকায় অভিনয় করবেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়