শিরোনাম
◈ ২১ দিন মা–মেয়ের লাশ নিজ ফ্ল্যাটে রেখেই পরিবার নিয়ে দিব্যি বসবাস করছিলেন হত্যাকারী! ◈ ‌বিশ্বকা‌পে বাংলাদেশের জন্য কলকাতা অত্যন্ত নিরাপদ : ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারি ◈ পাকিস্তানে ট্রাক খালে পড়ে একই পরিবারের ১৪ জনের মৃত্যু ◈ ৫ বছরের মধ্যে সর্বোচ্চ মুনাফায় চট্টগ্রাম বন্দর ◈ ইরান সরকার পতনে বিশ্ববাসীর সহায়তা চাইলেন রেজা পাহলভি ◈ পিএসএলভি ব্যর্থতায় ধাক্কা, মহাকাশ মিশনে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছে ভারত ◈ জামায়াত আমিরের ‘রহস্যময়’ পোস্ট! ◈ বাংলাদেশকে যে সুখবর দিয়েছে কুয়েত সরকার ◈ ১৩তম সংসদ নির্বাচন: বিএনপির দাবির পর পোস্টাল ব্যালটের নকশা বদলাচ্ছে নির্বাচন কমিশন ◈ নির্বাচনি ইশতেহার: প্রতিশ্রুতির কাগজ, নাকি জবাবদিহিতার হাতিয়ার?

প্রকাশিত : ২২ জুন, ২০২১, ০৬:০৬ বিকাল
আপডেট : ২২ জুন, ২০২১, ০৬:১৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোভিডকালীন দক্ষিণ এশিয়ার পররাষ্ট্র মন্ত্রীদের বিদেশ সফরে পিছিয়ে বাংলাদেশ এগিয়ে ভারত ও পাকিস্তান

বিশ্বজিৎ দত্ত: [২] বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন গত দেড় বছরে দেশের বাইরে গিয়েছেন একবার অন্যদিকে ভারত ও পাকিস্তানের মন্ত্রীরা প্রায় ১০টির বেশি দেশ সফর করেছেন।

[৩] বাংলাদেশ পররাষ্ট্রমন্ত্রণালয়ের ওয়েবসাইটের তথ্য অনুযায়ি ড. একে আব্দুল মোমেন গত জুন মাসে জাতীসংঘের সদর দপ্তরে গিয়েছেন। সেখানে তিনি জাতীসংঘের মহাসচিক গুতেরেসের সঙ্গে সাক্ষাৎ করেন ও পরে নিউইয়র্কে বাংলাদেশের কনস্যুল জেনারেল অফিস পরিদর্শন করেন। স্¦শরিরে এর বাইরে তিনি কোথাও যাননি। তবে তিনি অনেকগুলো ওয়েবিনারে অংশগ্রহণ করেছেন।

[৪] কোভিডকালীন দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে সবচেয়ে বেশি বিদেশ সফর করেছেন ভারতের বিদেশ সচিব ড. এস জয়শংকর। তার নিজের টুইট থেকে জানা যায়, তিনি গত দেড় বছরে প্রায় ১২টি দেশ সফর করেছেন। এরবাইরে তিনি জাতীসংঘের মহসচিব পর্যায়ে দেখা করেছেন । জয়শংকর বাংলাদেশ, ভ’টান, শ্রীলংকা, ইসরাইল, ইউএ ই, জর্ডান, প্যালেস্টাইন, সৌদিআরব, বাহরাইন, কুয়েত, কাতার, কেনিয়া সফর করেছেন। এরমধ্যে শুধুমাত্র প্যালেস্টাইন ও জর্ডানের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে বৈঠক করেছেন কাতার এয়ারপোর্টে।

[৫] পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রী, শাহ মোহম্মদ কোরেশিও এক্ষেত্রে খুবএকটা পিছিয়ে নেই। তিনি ইউএই সফর করেছেন ২ বার । এসময় বিনাসুদে পাকিস্তানকে ২ বিলিয়ন ডলার ঋণের ব্যবস্থাও তিনি করেন। এ ছাড়াও তিনি ইরান, জার্মানি, তাজাকিস্তান, আফগানিস্তান, কাতার, তুরস্ক সফর করেন। এরমধ্যে দুবাইতে তিনি ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গেও বৈঠক করেছেন বলে সে দেশের সংবাদ পত্র দাবি করেছিল। কিন্তু পাকিস্তান এ খবর অস্বীকার করেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়