শিরোনাম
◈ তরুণ ক্রিকেটার তানভীরের ফাইফারে সিরিজ সমতায় বাংলাদেশ ◈ 'শিক্ষা ও স্বাস্থ্য দখল করেছে জামায়াত': গয়েশ্বর চন্দ্র রায় ◈ ১৪ হাজার কোটি রুপি কেলেঙ্কারি, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার ভারতের নেহাল মোদি (ভিডিও) ◈ মোবাইল চুরির অভিযোগকে কেন্দ্র করে গ্রাম্য সালিস থেকে রক্তাক্ত ট্র্যাজেডি ◈ জাতীয় নির্বাচনে বাধা দেওয়ার শক্তি কারো নেই: কেরানীগঞ্জে বিএনপি সমাবেশে সালাহ উদ্দিন আহমদের হুঁশিয়ারি ◈ তুর্কমেনিস্তানকে কাঁ‌পি‌য়ে দি‌লো বাংলা‌দেশ, এশিয়ান কাপে যাচ্ছে ঋতুপর্ণারা ◈ চী‌নে জু‌নিয়র হ‌কি‌তে একদিনে বাংলাদেশ পুরুষ ও নারী দ‌লের জয় ◈ কত টাকার বিনিময়ে মানববন্ধনে এসেছেন তারা, এদের পরিচয় কী? আরো যা জানাগেল (ভিডিও) ◈ ঠাকুরগাঁও সীমান্তে আবারো বিএসএফের ‘পুশ ইন’, ৬ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি ◈ বি‌সি‌বি ও বি‌সি‌সিআই সর্বসম্ম‌তিক্রমে সি‌রিজ স্থ‌গিত কর‌লো, আগ‌স্টে আস‌ছে না ভারত

প্রকাশিত : ২২ জুন, ২০২১, ০৬:০৬ বিকাল
আপডেট : ২২ জুন, ২০২১, ০৬:১৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোভিডকালীন দক্ষিণ এশিয়ার পররাষ্ট্র মন্ত্রীদের বিদেশ সফরে পিছিয়ে বাংলাদেশ এগিয়ে ভারত ও পাকিস্তান

বিশ্বজিৎ দত্ত: [২] বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন গত দেড় বছরে দেশের বাইরে গিয়েছেন একবার অন্যদিকে ভারত ও পাকিস্তানের মন্ত্রীরা প্রায় ১০টির বেশি দেশ সফর করেছেন।

[৩] বাংলাদেশ পররাষ্ট্রমন্ত্রণালয়ের ওয়েবসাইটের তথ্য অনুযায়ি ড. একে আব্দুল মোমেন গত জুন মাসে জাতীসংঘের সদর দপ্তরে গিয়েছেন। সেখানে তিনি জাতীসংঘের মহাসচিক গুতেরেসের সঙ্গে সাক্ষাৎ করেন ও পরে নিউইয়র্কে বাংলাদেশের কনস্যুল জেনারেল অফিস পরিদর্শন করেন। স্¦শরিরে এর বাইরে তিনি কোথাও যাননি। তবে তিনি অনেকগুলো ওয়েবিনারে অংশগ্রহণ করেছেন।

[৪] কোভিডকালীন দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে সবচেয়ে বেশি বিদেশ সফর করেছেন ভারতের বিদেশ সচিব ড. এস জয়শংকর। তার নিজের টুইট থেকে জানা যায়, তিনি গত দেড় বছরে প্রায় ১২টি দেশ সফর করেছেন। এরবাইরে তিনি জাতীসংঘের মহসচিব পর্যায়ে দেখা করেছেন । জয়শংকর বাংলাদেশ, ভ’টান, শ্রীলংকা, ইসরাইল, ইউএ ই, জর্ডান, প্যালেস্টাইন, সৌদিআরব, বাহরাইন, কুয়েত, কাতার, কেনিয়া সফর করেছেন। এরমধ্যে শুধুমাত্র প্যালেস্টাইন ও জর্ডানের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে বৈঠক করেছেন কাতার এয়ারপোর্টে।

[৫] পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রী, শাহ মোহম্মদ কোরেশিও এক্ষেত্রে খুবএকটা পিছিয়ে নেই। তিনি ইউএই সফর করেছেন ২ বার । এসময় বিনাসুদে পাকিস্তানকে ২ বিলিয়ন ডলার ঋণের ব্যবস্থাও তিনি করেন। এ ছাড়াও তিনি ইরান, জার্মানি, তাজাকিস্তান, আফগানিস্তান, কাতার, তুরস্ক সফর করেন। এরমধ্যে দুবাইতে তিনি ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গেও বৈঠক করেছেন বলে সে দেশের সংবাদ পত্র দাবি করেছিল। কিন্তু পাকিস্তান এ খবর অস্বীকার করেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়