মোঃ ইউসুফ : [২] রাজবাড়ীর সদর উপজেলার খানখানাপুরে সদর উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে
করোনাভাইরাস মহামারিতে ক্ষতিগ্রস্ত চাষীদের পুনর্বাসনের অংশ হিসেবে “জলাশয় সংস্কারের মাধ্যমে মৎস্য উৎপাদন বৃদ্ধি ( ২য় সংশোধিত ) শীর্ষক প্রকল্পের আওতায় পুনঃখননকৃত “সুরুজ মোহনী স্কুল এন্ড কলেজের পুকুরে”বিভিন্ন জাতের মাছের পোনা অবমুক্তকরণ ও মাছের খাদ্য বিতরণ করা হয়েছে।
[৩] সোমবার সকালে সুরুজ মোহনী স্কুল এন্ড কলেজের পুকুরে” মাছের পোনা অবমুক্তকরণ ও মাছের খাদ্য বিতরণের অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী ১ আসনের সংসদ সদস্য ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আলহাজ্ব কাজী কেরামত আলী।
[৪] এসময় আরো উপস্থিত ছিলেন জেলা মৎস্য অফিসার জয়দেব পাল, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ রোকনুজ্জামান, জেলা আওয়ামালীগের সহ-সভাপতি হেদায়েত আলী সোহরাবসহ,স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, জনপ্রতিনিধি ও রাজনৈতিক ব্যাক্তিবর্গ,সংশ্রিষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকসহ অন্যান্য শিক্ষকবৃন্দ,সুফলভোগীগণ উপস্থিত ছিলেন।